ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়াই মৈত্রী প্রাণোচ্ছল
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬
স্থানঃ প্রতিষ্ঠানের সবুজ চত্বর, ইতনা, লোহাগড়া, নড়াইল।
তারিখঃ ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ (১০ ও ১১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ) শনিবার ও রবিবার।
সুধী,
শীতের আমেজে সমস্ত জরাজীর্ণতা সরিয়ে প্রকৃতি যখন বসন্তের আগমনি বার্তা দিতে চলেছে এমনই মাহেন্দ্রক্ষণে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. শনিবার ও রবিবার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সবুজ চত্বরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া চীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গভর্নিং বড়ির মান্যবর সভাপতি জনাব শাম্মী কায়সার, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া, নড়াইল এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন-প্রতিষ্ঠানের গভর্নিং বডির ভূতপূর্ব সভাপতি জনাব সরদার তানজির হোসেন।
এ অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের শিক্ষার্থী ও আয়োজকদের জন্য হবে প্রেরণার আলোকবর্তিকা।
ধন্যবাদান্তে
সঞ্জীব কুমার সাহা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
ইতনা, লোহাগড়া, নড়াইল।
মোবাঃ ০১৭১৬-৯৫৩৭০৬.
অভ্যর্থনায়
- সঞ্জীব কুমার সাহা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
- শেখ মাহাবুবুর রহমান (সহকারী প্রধান শিক্ষক)
- পংকজ কুমার সরকার (সিনিয়র শিক্ষক)
- অনিন্দ কুমার সরকার সহঃ অধ্যাপক (অবঃ)
- মোঃ আমিরুল ইসলাম (সহকারী অধ্যাপক)
- উত্তরা সাহা (সহকারী অধ্যাপক)
বিচারক মন্ডলী
- শেখ মাহাবুবুর রহমান (সহকারী প্রধান শিক্ষক)
- ফরিদ আহমেদ মোল্যা (সহকারী অধ্যাপক)
- খালেদা পারভীন (সহকারী অধ্যাপক)
- মোঃ আমীর হোসেন (সিনিয়র শিক্ষক)
অনুষ্ঠান ঘোষণায়
- মিলন কুমার সরকার (সহকারী অধ্যাপক)
- হেমন্ত কুমার মুখার্জী (সিনিয়র শিক্ষক)
ক্রীড়া পরিচালনায়
- শেখ মনিরুজ্জামান (ক্রীড়া শিক্ষক)
- উত্তম কুমার পাল (ক্রীড়া শিক্ষক)
- উত্তরা সাহা (সহকারী অধ্যাপক)
- মিলন কুমার সরকার (সহকারী অধ্যাপক)
- খালেদা পারভীন (সহকারী অধ্যাপক)
- সঞ্জিত কুমার পাল (সহকারী অধ্যাপক)
- হিজবুল হোসেন শিকদার (প্রভাষক)
- মোল্যা হুমায়ূন কবীর (প্রভাষক)
- জান্নাতুল ফেরদৌসী (প্রভাষক)
- প্রশান্ত রায় (প্রভাষক)
- মোঃ আব্দুল্লাহ ফারাজী (প্রভাষক)
- রিক্তা রানী নন্দী (সিনিয়র শিক্ষক)
- পংকজ কুমার সরকার (সিনিয়র শিক্ষক)
- দেবব্রত বিশ্বাস (সিনিয়র শিক্ষক)
- বি,এম, রইচ উদ্দীন (সহকারী শিক্ষক)
- হেমন্ত কুমার মুখার্জী (সিনিয়র শিক্ষক)
- রমা পোদ্দার (সিনিয়র শিক্ষক)
- নিত্যানন্দ বিশ্বাস (সিনিয়র শিক্ষক)
- চায়না পাল (সিনিয়র শিক্ষক)
- ছিদ্দিকুর রহমান (সিনিয়র শিক্ষক)
- রবিউল ইসলাম ভূঁইয়া (সিনিয়র শিক্ষক)
- অপর্না রাণী বিশ্বাস (সিনিয়র শিক্ষক)
- ভূঁইয়া এনাম হোসেন (সিনিয়র শিক্ষক)
- পিকুল শিকদার (সিনিয়র শিক্ষক)
- মোঃ আরিফুজ্জামান (সহকারী শিক্ষক)
- সৈয়দ কওছার আলী (সহকারী শিক্ষক)
- দিপা সাহা (সহকারী শিক্ষক)
- শক্তি চট্টোপাধ্যায় (সঙ্গীত শিক্ষক)
- ইকবাল হোসেন (তবলচি)
প্রাথমিক চিকিৎসায়
মোঃ ফজলুল হক (ইনচার্জ ইতনা উপস্বাস্থ্য কেন্দ্র)
শিকদার আতাউর রহমান (পল্লী চিকিৎসক)
স্বেচ্ছাসেবক পরিচালনায়
শেখ মনিরুজ্জামান (ক্রীড়া শিক্ষক)
উত্তম কুমার পাল (ক্রীড়া শিক্ষক)
জান্নাতুল ফেরদৌসী (প্রভাষক)
পংকজ কুমার সরকার (সিনিয়র শিক্ষক)
ফলাফল সংরক্ষণে
মদন মোহন ভদ্র (সহকারী অধ্যাপক)
ফরিদ আহমেদ মোল্যা (সহকারী অধ্যাপক)
মোঃ আমীর হোসেন (সিনিয়র শিক্ষক)
সিকদার মহব্বত হোসেন (সিনিয়র শিক্ষক)
অপর্না রাণী বিশ্বাস (সিনিয়র শিক্ষক)
আপ্যায়নে
খালেদা পারভীন (সহকারী অধ্যাপক)
বি.এম. রইচ উদ্দীন (সহকারী শিক্ষক)
রমা পোদ্দার (সিনিয়র শিক্ষক)
মোঃ ইবাদাৎ হোসেন (অফিস সহকারী খন্ডঃ)
পিকুল শিকদার, (সিনিয়র শিক্ষক)
হাবিবুর রহমান (অফিস সহকারী কাম ক.আ.)
মাঠ সজ্জায়
শেখ মনিরুজ্জামান (ক্রীড়া শিক্ষক)
মোঃ ইবাদাৎ হোসেন (অফিস সহকারী খন্ডঃ)
উত্তম কুমার পাল (ক্রীড়া শিক্ষক)
মিনা মঈন উদ্দীন (সহকারী হিসাবরক্ষক)
বি.এম.রইচ উদ্দীন (সহকারী শিক্ষক)
হাবিবুর রহমান (অফিস সহকারী কাম ক.আ.)
পিকুল শিকদার (সিনিয়র শিক্ষক)
মোঃ বেলায়েত হোসেন (অফিস সহায়ক)
ক্রীড়া সরঞ্জাম সংরক্ষণে
মোঃ বাদশা শেখ (অফিস সহায়ক)
মোঃ আয়ূব শেখ (নিরাপত্তা কর্মী, খন্ডকালীন)
মোছাঃ নাহার বেগম (অফিস সহায়ক)
অহিদুল ইসলাম (অফিস সহায়ক, বন্ডকালীন)
শেখ মনিরুল ইসলাম নৈশ-প্রহরী (বন্ডকালীন)
জায়েদা বেগম (পরিচ্ছন্নতা কর্মী, খন্ডকালীন)
মহুয়া সুলতানা (অফিস সহায়ক খন্ডকালীন)
২৪ জানুয়ারি, ২০২৬, শনিবার, সকাল ৭.৩০মিনিট
★ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ
★জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন
★উদ্বোধক কর্তৃক শুভ উদ্বোধন ঘোষণা
★অলিম্পিক মশালসহ ক্রীড়াঙ্গণ প্রদক্ষিণ
শপথ, "আমরা শপথ করছি যে, ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধি বিধান মেনে চলব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে নিজ প্রতিষ্ঠান ও খেলাধুলার গৌরব অক্ষুন্ন রাখব।” আমিন
কুচকাওয়াজ: অংশ গ্রহণে রোভার স্কাউটস, স্কাউটস ও গার্লস গাইড দল।
| প্রতিযোগিতার বিষয় | প্রতিযোগিতার শাখা |
|---|---|
| ০১। ১০০মিটার দৌড় | গ+খ+ক (ছাত্র), গ+খ+ক (ছাত্রী ও কলেজ ছাত্র-ছাত্রী। |
| ০২। দীর্ঘ লাফ | গ+খ+ক (ছাত্র), গ+খ (ছাত্রী ও কলেজ ছাত্র) |
| ০৩। লাফ-ধাপ-ঝাঁপ | ক (ছাত্র ও কলেজ ছাত্র)। |
| ০৪। বেত লাফ | গ+খ (ছাত্র ও ছাত্রী)। |
| ০৫। উচ্চ লাফ | গ+খ+ক (ছাত্র ও কলেজ ছাত্র)। |
| ০৬। বর্শা নিক্ষেপ | ক ছাত্র ও কলেজ ছাত্র |
| ০৭। চাকতি নিক্ষেপ | ক (ছাত্র), খ+ক (ছাত্র ও কলেজ ছাত্র) |
| ০৮। লৌহ গোলক নিক্ষেপ | খ+ক (ছাত্র), খ+ক (ছাত্রী ও কলেজ ছাত্র-ছাত্রী) |
| ০৯। ২০০ মিটার দৌড় | গ+খ+ক (ছাত্র) গ+ব+ক (ছাত্রী ও কলেজ ছাত্র-ছাত্রী) |
| ১০। ৪০০ মিটার দৌড় | খ+ক (ছাত্র ও কলেজ ছাত্র)। |
| ১১। যেমন খুশি তেমন সাজ | ২.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত (সন্ত্রাসী ও নারী নির্যাতন বিষয় সাজা যাবে না) |
| ১২। ভারসাম্য দৌড় | ক ছাত্রী ও কলেজের ছাত্রী (চা-চামচ সাথে আনতে হবে) |
| ১৩। বালিশ বদল | ক+খ ছাত্রী এবং কলেজ ছাত্রী |
| ১৪। অংক কষে দৌড় | শুধু ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য |
| ১৫। অনির্ধারিত (উইকেট ভাঙ্গা) | ৪০ উর্দ্ধ নিমন্ত্রিত পুরুষ অতিথিদের জন্য |
| ১৬। বালিশ বদল | ৩০ উর্দ্ধ নিমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য |
| ০১। ৮০০ মিটার দৌড় | ক (ছাত্র)। |
| ০২। ১০০০ মিটার দৌড় | প্রাক্তন ছাত্রদের জন্য। |
| ০২। বালিশ বদল | প্রাক্তন ছাত্রীদের জন্য। |
| ০৩। ১৫০০মিটার দৌড় | কলেজ ছাত্র |
| ০৪। ১০০ মিটার দৌড় | স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকাদের জন্য। |
| ০৬। ব্যাঙ লাফ | গ-ছাত্র |
| ০৭। সাইকেল রেস | ছাত্র ও ছাত্রী |
| ০৮। ভিতর বাহির | সকল ছাত্র ছাত্রীদের (ইউনিফর্ম বাধ্যতামূলক) |
| ১১। মজার ক্রিকেট | সভাপতি একাদশ বনাম অধ্যক্ষ একাদশ |
প্রতিটা ইভেন্ট শেষে মাঠেই পুরস্কার দেওয়া হবে।
বিঃ দ্রঃ অনিবার্য কারণে কর্তৃপক্ষ প্রতিযোগিতার সময়সূচি/ইভেন্ট পরিবর্তন করতে পারবেন।


Post a Comment