বিসিএস পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, ব্যাংক নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর
BSCIC-এর চিফ অডিটর ২০২১
'নূরজাহান' উপন্যাসটি লিখেছেন-ইমদাদুল হক মিলন।
জীবনানন্দ দাশ বাংলাদেশকে বলেছেন- নবান্নের দেশ।
BSCIC-এর প্রমোশন অফিসার/এক্সটেনশন অফিসার ২০২১
'মৃত্যুক্ষুধা' উপন্যাসটির রচয়িতা-কাজী নজরুল ইসলাম।
'ছন্দের যাদুকর' বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্তকে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর ২০২১
ক্ষুদ্র শত্রু ভাবি লোকে অবহেলে যারে/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।' কবিতার লাইন দুটির রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত।
'সত্যবাবু মারা গেছেন' শীর্ষক বইটির রচয়িতা- ফয়েজ আহমদ।
BEPZ-এর সহকারী ব্যবস্থাপক ২০২১
'ইউসুফ জুলেখা' কাব্য রচনা করেন-শাহ সগীর।
যে গ্রন্থটি অন্যদের থেকে আলাদা- শেষের কবিতা (ক. সোনার তরী খ. দোলন চাঁপা গ. মানসী ঘ. শেষের কবিতা)।
সিনিয়র স্টাফ নার্স ২০২১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয়- ১৯৭২ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়- অগ্নিবীণা (ক) সোনার তরী (খ) চিত্রা (গ) বলাকা।
- মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা' যে ধরনের নাটক- সামাজিক প্রহসন।
- 'বীরবল' যে লেখকের ছদ্মনাম-প্রমথ চৌধুরী।
জীবনানন্দ দাশের রচনা-রূপসী বাংলা।
- 'রূপাই' জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থের চরিত্র- নক্সী কাঁথার মাঠ।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি-ভারতের চুরুলিয়া।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাসিসটেন্ট ম্যানেজার ২০২১
'সঞ্চয়িতা' কাব্য সংকলনের কবি- রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক- প্রমথ চৌধুরী।
রূপসী বাংলার কবি বলা হয়-জীবনানন্দ দাশকে।
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' উক্তিটি- অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের।
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-মাইকেল মধুসূদন দত্ত।
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন- W.B Yeats
বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম- কারাগারের রোজনামচা।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- হাঙর নদী গ্রেনেড।
কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা- ধূমকেতু।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডীদাস।
আরো দেখুন
অনলাইন পরীক্ষা
অনলাইন শিক্ষা
লাইভ এমসিকিউ টেস্ট
শিক্ষা সংবাদ
বিসিএস বাংলা সাহিত্য
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আধুনিক যুগ
প্রাচীন যুগ
মধ্যযুগ
মাইকেল মধুসূদন দত্ত
পিএসসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০
ময়নামতির গীতিকা সংগ্রহ করেছিলেন- চন্দ্রকুমার দে।
চণ্ডী মঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরামের উপাধি ছিল- কবিকঙ্কন।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাটকটির রচয়িতা-সৈয়দ শামসুল হক।
'বরফ গলা নদী' উপন্যাসটির লেখক- জহির রায়হান।
কাজী নজরুল ইসলামের কাব্য নয়- কাজরী।
'হুলিয়া' ছদ্মনাম- প্রমথ চৌধুরীর।
'একাত্তরের দিনগুলি' নামের বইয়ের লেখক- জাহানারা ইমাম।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০
'রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ' গানটি রচনা করেন-কাজী নজরুল ইসলাম।
'মুক্তিযুদ্ধ' ভিত্তিক উপন্যাস-জোছনা ও জননীর গল্প।
বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন- বেগম রোকেয়া।
ভাষা আন্দোলনভিত্তিক 'কবর' নাটকটির রচয়িতা-মুনীর চৌধুরী।
'পোস্টমাস্টার' ছোট গল্পটির রচয়িতা-রবীন্দ্রনাথ ঠাকুর।
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক-পায়ের আওয়াজ পাওয়া যায়।
বঙ্কিমচন্দ্রের উপন্যাস-কপালকুণ্ডলা।
'শেষের কবিতা' যে শ্রেণির রচনা-উপন্যাস।
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্গত-অগ্নিবীণা।
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ-রূপসী বাংলা।
বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা-বড়ু চণ্ডীদাস।
যেটি উপন্যাস নয়-বলাকা।
'বিন্দু বিসর্গ' যে শ্রেণির গ্রন্থ-আত্মজীবনী।
কবি শামসুর রাহমানের সময়কাল-১৯২৯-২০০৬।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান-১৯১৩ সালে।
মুক্তিযুদ্ধভিত্তিক বই-আমার কিছু কথা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার প্রদান করা হয়- একুশে পদক।
'গাজী মিয়া' ছন্দনাম মীর মশাররফ হোসেনের।
রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবি-শাহ মুহম্মদ সগীর।
'ফেরারী সূর্য' উপন্যাসের রচয়িতা-রাবেয়া খাতুন।
সর্বাধিক চর্যাপদ রচয়িতা- কাহ্নপা।
'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' যে কবির রচিত চরণ-মাহবুব উল আলম চৌধুরী।
'আমি কোনো আগন্তুক নই' কবিতাটির কবি-আহসান হাবীব।
'শূন্যপুরাণ' যার রচনা-রামাই পণ্ডিত।
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক-অক্ষয়কুমার দত্ত।
'বহিপীর' রচনা করেন- সৈয়দ ওয়ালীউল্লাহ।
কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতাটি তার যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত-সিন্ধু হিন্দোল।
কবি আলাওল যে রাজসভার কবি ছিলেন- রোসাঙ্গ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক ২০২০
'বাংলার মিল্টন' যে কবির উপাধি-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রকাশকাল-১৮৪৩।
বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর ২০২০
রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য- পুনশ্চ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ- ব্যাকরণ কৌমুদী।
মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন- শ্রীকৃষ্ণকীর্তন।
কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়- অরণ্যনীলিমা।
মরুভাস্কর গ্রন্থের রচয়িতা- কাজী নজরুল ইসলাম।
হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ' আবিষ্কার করেন- ১৯০৭ সালে।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন করেন- কাহ্নপা। চর্যাপদের সর্বাধিক পদ রচনা
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
'বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর'- কাজী নজরুল ইসলামের কবিতার অংশ।
মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে স্মরণীয়- মেঘনাদবধ কাব্যগ্রন্থের জন্য।
'বঙ্গ আমার, জননী আমার, আমার দেশ'-গানটির রচয়িতা-দ্বিজেন্দ্রলাল রায়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লিখিত ও প্রকাশিত প্রথম উপন্যাস- জাহান্নাম হইতে বিদায়।
বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস- আলালের ঘরের দুলাল।
কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্য-নকশী কাঁথার মাঠ।
'একাত্তরের দিনগুলি' বইয়ের লেখক- জাহানারা ইমাম।
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- যে কবির কবিতার এই অমর পঙ্ক্তি- চণ্ডীদাস।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ২০২০
'আমার পরিচয়' এর রচয়িতা- সৈয়দ শামসুল হক।
'খাঁচার দুষি' কবিতাটি- বদী বিধির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
'স্বরাজ'র রচয়িতা- ড. মুহাম্মদ লুৎফর হক।
'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই...' গানের সুরকার ও গীতিকার- প্রতুল মুখোপাধ্যায়।
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ- যখন উদ্যত সঙ্গীত।
'মাতৃভাষায় যার ভক্তি নাই, সে মানুষ নহে' উক্তিটি- মীর মশাররফ হোসেনের।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক ২০২০
'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি'- গানটির রচয়িতা- আব্দুল গাফফার চৌধুরী।
'স্বাধীনতা তুমি' কবিতাটি- শামসুর রাহমানের।
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা- মুনীর চৌধুরী।
'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস।
'জীবন থেকে নেওয়া' সিনেমাটির পরিচালক- জহির রায়হান।
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটি- ফররুখ আহমদের।
'বাংলা ভাষার প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী।
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।
'মধুর চেয়েও মধুর এ বিশ্বর বাঁশি বাজে'- কাজী নজরুল ইসলামের কবিতার অংশ।
'চাঁদের আমাবস্যা' সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস।
'লালসালু' উপন্যাসের রচয়িতা- সৈয়দ ওয়ালীউল্লাহ।
'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থের রচয়িতা- জসীমউদ্দীন।
পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী ২০২০
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর।
জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য-নকশী কাঁথার কাঁথার মাঠ।
'ক্রীতদাসের হাসি' উপন্যাসের লেখক- শওকত ওসমান।
'বিদ্রোহী' কবিতা কাজী নজরুলের-অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।
বেগম রোকেয়ার রচনা- মতিচুর।
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯
বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাশক্তিরহিত হন যে সালে -
(ক) ১৯২৯
(খ) ১৯৩০
(গ) ১৯৪১
(ঘ) ১৯২৮
[Note: সঠিক উত্তর ১৯৪২ সালে।।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন-চর্যাপদ।
বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের'
কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
'বনফুল' যে লেখকের ছদ্মনাম -বলাইচাঁদ মুখোপাধ্যায়।
'গৌড়ীয় ব্যাকরণ' যার রচনা-রাজা রামমোহন রায়।
'পাখি সব করে রব রাতি পোহাইল' -পঙ্ক্তিটির রচয়িতা- মদনমোহন তর্কালঙ্কার।
রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান - গীতাঞ্জলি।
যে পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয় - বিজলী।
'কাঁদো নদী কাঁদো' যার উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহ্।
হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি - বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের রচনা - উপন্যাস।
'মৈয়মনসিংহ গীতিকা'-এর সংগ্রাহক - চন্দ্রকুমার দে।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের রচয়িতা - সৈয়দ শামসুল হক।
'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের রচয়িতা - মানিক বন্দ্যোপাধ্যায়।
কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস যে গ্রামে - পাড়াতলী।
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পরিপ্রেক্ষিত - ভাষা আন্দোলন।
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের কবি - ফররুখ আহমদ।
কাজী নজরুল ইসলামের 'আলেয়া' যে ধরনের রচনা - গীতিনাট্য।
'স্বভাব কবি' হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস।
'হুলিয়া' কবিতাটির রচয়িতা নির্মলেন্দু গুণ।
'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি - সৈয়দ হামজা।
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ - চণ্ডীমঙ্গল।
জীবনানন্দ দাশের রচনা - ঝরা পালক।
'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত - কাব্যনাটক।
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা - হুমায়ুন কবির।
মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন।
'বসন্তকুমারী' নাটকের নাট্যকার - মীর মশাররফ হোসেন।
'সতীময়না ও লোরচন্দ্রানী' আখ্যানের রচয়িতা - দৌলত কাজী।
উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ - সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ - কারাগারের রোজনামচা।
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ - মতিচুর।
বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা - ব্রজবিলাস।
শামসুর রাহমান রচিত মুক্তিযুদ্ধ-নির্ভর কাব্যগ্রন্থ হচ্ছে - বন্দী শিবির থেকে।
ইতিহাস-ভিত্তিক নাটক - নীলদর্পণ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্মিত চরিত্র 'কুন্দনন্দিনী' ও 'হীরা' যে উপন্যাসে পাওয়া যায় - বিষবৃক্ষ।
'চর্যাপদে'র পদগুলো হচ্ছে একরকমের - গান।
'বেহুলা' চরিত্রটি পাওয়া যায় - মনসামঙ্গল কাব্যে।
মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য - বীরাঙ্গনা কাব্য।
শিশু-কিশোরদের জন্য লেখা শওকত ওসমানের গ্রন্থ - পঞ্চসঙ্গী।
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ - সারদামঙ্গল।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ - মহাপৃথিবী।
'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।' - মরমি গানটি রচনা করেছেন - লালন শাহ।
সেলিম আল দীনের লেখা নাটক - হাতহদাই।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক-নাটক - গোড়ায় গলদ।
হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধের ছোটগল্প - ঘরগেরস্থি।
আলাওল রচিত 'পদ্মাবতী' বলা হয় যেটিকে - পদ্মাবতী।
মীর মশাররফ হোসেন রচিত গদ্যগ্রন্থ - বিষাদসিন্ধু।
সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ - খোল করতাল।
মুকুন্দরাম চক্রবর্তী সৃষ্টি করেছেন যে চরিত্রটি - ভাঁড়ু দত্ত।
'এখানে আকাশ নীল' কবিতাটির রচয়িতা - জীবনানন্দ দাশ।
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি যে কাব্যের অন্তর্ভুক্ত - অগ্নিবীণা।
জসীমউদ্দীনদানের 'কবর' কবিতাটি প্রথম যে পত্রিকায় মুদ্রিত হয় - কল্লোল।
'ফোর্ট উইলিয়াম' কলেজের বাংলা বিভাগের লেখক - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে'র রচয়িতা - বড়ু চণ্ডীদাস।
শেখ চাঁদ রচিত নবীজীবনী ভিত্তিক কাব্য - রসুল বিজয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯
'বাংলাদেশ স্বপ্ন দেখে' গ্রন্থটির রচয়িতা- শামসুর রাহমান।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাট্যের মূল বিষয়- মুক্তিযুদ্ধ।
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি যার রচনা- জীবনানন্দ দাশ।
পুঁথি সাহিত্যের আদি কবি-শাহ্ গরীবুল্লাহ।
বাংলা সাহিত্যে 'সনেট' রচনার প্রবর্তক-মাইকেল মধুসুদন দত্ত।
'আমি ভগবান বুকে এঁকে দেই – পদচিহ্ন'-চরণটি যে কবির রচনা-কাজী নজরুল ইসলাম।
'ভানুসিংহ' যার ছদ্মনাম-রবীন্দ্রনাথ ঠাকুর।
'কারাগারের রোজনামচা' গ্রন্থটি রচনা করেন- শেখ মুজিবুর রহমান।
'সওগাত' পত্রিকার সম্পাদক যে-মো: নাসির উদ্দীন।
'পাখি সব করে রব রাতি পোহাইল'-পংক্তিটির রচয়িতা-মদন মোহন তর্কালঙ্কার।
বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র- সবুজপত্র।
কাব্যের 'Paradise Lost' রচয়িতা-জন মিল্টন।
'রাজবন্দীর জীবনবন্দী' যে ধরনের রচনা-প্রবন্ধ।
ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়ের অধীন অডিটর ২০১৯ –
'রজনী' উপন্যাসটির রচয়িতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন-ড. মুহম্মদ শহীদুল্লাহ।
'সনাতন পাঠক' যে সাহিত্যিকের ছদ্মনাম-সুনীল গঙ্গোপাধ্যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফোরম্যান ২০১৯
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
'কাবুলিওয়ালা' গল্পের রচয়িতা-রবীন্দ্রনাথ ঠাকুর।
'কবিকঙ্কণ' উপাধি- মুকুন্দরাম চক্রবর্তীর।
'শ্রীকান্ত' উপন্যাস-এর রচয়িতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
'বীরবলের হালখাতা' যে জাতীয় গ্রন্থ-প্রবন্ধ।
'কবর' কবিতার রচয়িতা-জসীমউদদীন।
রবীন্দ্রনাথ বাংলা কাব্যের 'ভোরের পাখি'-বলেছেন- বিহারীলাল চক্রবর্তীকে।
উপন্যাস যে যুগের সৃষ্টি- আধুনিক যুগের।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক- চণ্ডালিকা।
নাটক ও প্রহসনে পার্থক্য-ব্যঙ্গবিদ্রুপ।
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য'-এর রচয়িতা-বড়ু চণ্ডীদাস।
'মহাশ্মশান কাব্য' যার রচনা-কায়কোবাদ।
জীবনানন্দ দাশের রচনা- সাতটি তারার তিমির।
বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী।
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' গানটির গীতিকার-রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন- রামমোহন রায়।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন- চর্যাপদ।
'ময়নামতির চর' কবর নাটকের পটভূমি- ১৯৪২ এর ঢাকা আন্দোলন।
'যেমনিছে গীতিকা'র সংগ্রহক-চন্দ্রকুমার দে।
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা- আলাওল।
বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়- উনিশ শতকে।
'কুলীনকুল সর্বস্ব' কাব্যনাটকটি রচনা- রামনারায়ণ তর্করত্ন।
রূপসী বাংলার কবি- জীবনানন্দ দাশ।
'সূর্যদীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা- আবু ইসহাক।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯
'সাহিত্য সম্রাট' উপাধি- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
'পদ্মাপুরাণ' গ্রন্থটির রচয়িতা- রমাই পণ্ডিত।
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা- মুনীর চৌধুরী।
'কড়ি দিয়ে কিনলাম' উপন্যাসটির রচয়িতা- বিমল মিত্র।
'লালসালু' উপন্যাসটির রচয়িতা- সৈয়দ ওয়ালীউল্লাহ।
হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থ- সবকিছু নষ্টদের অধিকারে যাবে।
'চর্যাপদ' আবিষ্কার করেন-মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
মুসলিম জাগরণের লেখিকা-বেগম রোকেয়া।
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসের লেখক আলাউদ্দিন আল আজাদ।
'কপালকুণ্ডলা' চরিত্রটির রচয়িতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
'পায়ের আওয়াজ পাওয়া যায়'- যে শ্রেণীর রচনা-কাব্য নাট্য।
'বরফ গলা নদী' যে শ্রেণীর রচনা-উপন্যাস।
রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন- বসন্ত।
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
কাজী নজরুল ইসলাম-এর
'বিদ্রোহী' কবিতাটি যে কাব্য-গ্রন্থের অন্তর্গত- অগ্নিবীণা।
'গৃহদাহ' উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
'Quarterly' শব্দের পরিভাষা ত্রৈমাসিক।
'সব্যসাচী' যে লেখকের উপাধি-সৈয়দ শামসুল হক।
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ-বিষাদসিন্ধু।
বাংলা ভাষায় 'সনেট'-এর প্রবর্তক-মাইকেল মধুসূদন দত্ত।
'মহাশ্মশান' কাব্যগ্রন্থের রচয়িতা-কায়কোবাদ।
'তুমি আসবে বলে হে স্বাধীনতা'-কবিতাটির রচয়িতা-শামসুর রাহমান।
'হুতোম পেঁচা' যার ছদ্মনাম-কালী প্রসন্ন সিংহ।
'ছন্দের যাদুকর' বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্তকে।
'কবর' কবিতার রচয়িতা-জসীমউদ্দীন।
বাংলা সাহিত্যে আদি নিদর্শন-চর্যাপদ।
'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়'- যার রচনা- লালন শাহ্।
'ফটিক' চরিত্রটি যে রচয়িতার সৃষ্টি- রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজর্ষি' একটি-উপন্যাস।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস- জাহান্নাম হইতে বিদায়।
কবি শামসুর রাহমান যে সালে মৃত্যুবরণ করেন- ২০০৬।
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।

Post a Comment