জাতীয় বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে ২০২৩ সালের এলএল.বি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর
স্মারক নং- (৩৩) জাতী: বি:/পরী।/প্রফে।/এলএল.বি/২০২০/১৩৬৯২ তারিখ: ২৭/১০/২০২৫
বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের এলএল.বি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online-এ সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদনফরম ও বিবরণী ফরম, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো।
১। পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম পূরণ ও জমা করার তারিখঃ
ক। পরীক্ষার্থীকে অন-লাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা - ২৮/১০/২০২৫ হতে ১৩/১১/২০২৫
খ। কলেজ কর্তৃক অন-লাইনে ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন করার শেষ তারিখ - ১৬/১১/২০২৫ হতে ১৭/১১/২০২৫
গ। কলেজ কর্তৃক ফরমপূরণের ফি এর টাকা "সোনালী সেবা" এর মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দেয়ার তারিখ - ১৮/১১/২০২৫ হতে ১৯/১১/২০২৫
বিবরণী ফরমের তথ্য সঠিকভাবে On-line-এ ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাঁধাই করে কলেজে সংরক্ষণ করবেন।
২। নির্ধারিত ফিঃ (পরীক্ষার্থী প্রতি)
ক। পরীক্ষার ফি (প্রতিপত্র) - ৭০০/-
খ। মানউন্নয়ন (প্রতিপত্র) - ১০০০/-
গ। মুটকোর্ট ট্রায়াল/মৌখিক পরীক্ষার ফি - ১০০০/-
ঘ। মুটকোর্ট ট্রায়াল/মৌখিক পরীক্ষার কেন্দ্র ফি (কলেজে জমা হবে) - ৭০০/-
ঙ। ট্রান্সফ্রিন্ট ও সাময়িক সনদপত্র ফি (পূর্বে যারা ফরম পূরণ করেনি অদের জন্যও প্রযোজ্য) - ১০০০/-
(সাময়িক সনদ ৫০০/-, ট্রান্সক্রিপ্ট-৫০০/-)
চ) কেন্দ্র ফি (কলেজে জমা হবে ১০০/-, কেন্দ্রে জমা হবে-৬০০/-) - ৭০০/-
৩। আবেদন ফরম সংগ্রহ (শিক্ষার্থী/কলেজের জন্য):
এলএল.বি শেষ পর্ব পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (ems.nu.ac.bd) থেকে ডাউনলোড করতে হবে।
৪। পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচীঃ
ক) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত এলএল.বি শেষ পর্ব পরীক্ষার পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী ২০২৩ সালের এলএল.বি শেষ পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খ) ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীগণ ২০২৩ সালের এল এল.বি শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
গ) যে সকল পরীক্ষার্থীগণ শেষ পর্ব পরীক্ষায় যে সকল পরীক্ষায় সকল পত্রে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে অথবা ৪২% এর কম নম্বর পেয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে, তারা এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে যে সকল পত্রে ৪২% এর কম নম্বর পেয়েছে শুধুমাত্র সেই সকল পত্রে অংশগ্রহণ করতে পারবে।
ঘ) যে সকল পরীক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও শেষ পর্ব পরীক্ষায় উত্তীর্ণ হয় নি অথবা উত্তীর্ণ হয়েছে, তারা এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে যে সকল পত্র ৪২% এর কম নম্বর পেয়েছে শুধুমাত্র সেই সকল পত্রে অংশগ্রহণ করতে পারবে।
ঙ) যে সকল পরীক্ষার্থী ২০২২ সালে এলএল.বি শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, এবং ২০২২ সালে অংশগ্রহণ করেনি তারা ২০২৩ সালের পরীক্ষা ফরম পূরণের বিষয়ে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীগণ পরবর্তীতে আর কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
চ) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী (F)/অংশগ্রহণকারী (NA) পরীক্ষার্থী ৬০০০/- (ছয় হাজার) টাকা বিশেষ ফি জমা দিয়ে ফরম পূরণ করতে পারবে। যদি শেষপর্বের কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করা হলে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে তাদের পুনরায় ফরম পূরণের প্রয়োজন হবে না। পরবর্তীতে কোন অবস্থাতেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৫। আবেদন ফরম ও বিবরণী ফরমপূরণের নিয়মাবলী (কলেজ/শিক্ষার্থীর জন্য):
ক) পরীক্ষার্থীকে আবেদন ফরম পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব সাইটে লগইন করে নিতে হবে। আবেদন ফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং ইতিপূর্বে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি ও সকলটি চ্যালেঞ্জশিটের ক্ষেত্রে সত্যায়িত ফটোকপি/স্ক্যান আপলোড করে অধ্যক্ষের স্বাক্ষর যুক্ত করে প্রিন্ট করতে হবে।
খ) ফরম পূরণের পূর্বে সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্র মূল ফরমের সাথে সংযুক্ত করে কলেজে জমা দিতে হবে।
গ) ফরম পূরণের পূর্বে সকল কাগজপত্র পরীক্ষার্থীকে ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং ফরম পূরণের পর কোন তথ্য ভুল হলে তার জন্য পরীক্ষার্থী নিজেই দায়ী থাকবে।
ঘ) ফরম পূরণের ক্ষেত্রে কোন প্রকার ভুল হলে তা সংশোধন করার কোন সুযোগ নেই।
ঙ) ফরম পূরণের সময়সীমা পার হলে তা আর কোন অবস্থাতেই পূরণ করা যাবে না।
Post a Comment