লোড হচ্ছে...

সর্বশেষ

সপ্তম শ্রেণীর ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর।

সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৫

বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বহুনির্বাচনি)

বিষয় কোড: ১৫০
সময়: ৩০ মিনিট
পূর্ণমান: ৩০

[বিশেষ দ্রষ্টব্য:] সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বলপয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রশ্নপত্রে কোনো দাগ/চিহ্ন দেওয়া যাবে না।


বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। যৌতুক নিরোধ আইন সংশোধণ করা হয়েছে কত সালে?
ক) ১৯৮০ খ) ১৯৮৩ গ) ১৯৮৬ ঘ) ১৯৮৮
উত্তর: গ) ১৯৮৬

২। যৌতুক একটি প্রাচীন প্রথা— বলতে কী বলা হয়েছে?
ক) অনেক পুরনো প্রথা খ) নতুন প্রথা গ) আধুনিক সংস্কার ঘ) বর্তমান প্রথা
উত্তর: ক) অনেক পুরনো প্রথা

৩। বিয়ের পর দাম্পত্য কলহ সৃষ্টির অন্যতম কারণ কী?
ক) অবিশ্বাস খ) সন্তান জন্মদান গ) যৌতুক ঘ) সামাজিক অব্যবস্থা
উত্তর: গ) যৌতুক

৪। নিচের কোনটি মারাত্মক সামাজিক ব্যাধি?
ক) কুসংস্কার খ) অশিক্ষা গ) যৌতুক ঘ) বেকারত্ব
উত্তর: গ) যৌতুক

৫। কুসংস্কার কোন ধরনের সমস্যা?
ক) ব্যক্তিগত সমস্যা খ) সামাজিক সমস্যা গ) আন্তর্জাতিক সমস্যা ঘ) রাষ্ট্রীয় সমস্যা
উত্তর: খ) সামাজিক সমস্যা

৬। বাল্য বিবাহ কি ধরনের অপরাধ?
ক) সম্মানজনক খ) নিকৃষ্ট গ) শাস্তিযোগ্য ঘ) ক্ষমার যোগ্য
উত্তর: গ) শাস্তিযোগ্য

৭। বাংলাদেশে বাল্য বিবাহের প্রধান কারণ কী?
ক) দারিদ্রতা খ) সচ্ছলতা গ) বিত্তবৈভব ঘ) ব্যর্থতা
উত্তর: ক) দারিদ্রতা

৮। আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
ক) ১৮ খ) ১৯ গ) ২০ ঘ) ২১
উত্তর: ক) ১৮

৯। জাতিসংঘ কখন মানবাধিকার সনদ প্রকাশ করে?
ক) ১৯৪৫ খ) ১৯৪৬ গ) ১৯৪৭ ঘ) ১৯৪৮
উত্তর: ঘ) ১৯৪৮

১০। কোন সংগঠন প্রবীণ দিবস ঘোষণা করেছে?
ক) WTO খ) কমনওয়েলথ গ) জাতিসংঘ ঘ) বিশ্বব্যাংক
উত্তর: গ) জাতিসংঘ

১১। বর্তমানে মেয়েদের মাতৃত্বকালীন ছুটির সময় কত?
ক) ৩ মাস খ) ৬ মাস গ) ৮ মাস ঘ) ১২ মাস
উত্তর: খ) ৬ মাস

১২। বাংলার নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত কে?
ক) তারামন বিবি খ) বেগম রোকেয়া গ) সুফিয়া কামাল ঘ) তারানা হালিম
উত্তর: খ) বেগম রোকেয়া

১৩। প্রতি মাসে বয়স্ক ভাতার পরিমাণ কত?
ক) ১০০ খ) ২০০ গ) ৩০০ ঘ) ৬০০
উত্তর: ঘ) ৬০০

১৪。 বাংলাদেশে বর্তমানে প্রবীণদের সংখ্যা কত?
ক) ২ কোটি খ) ১ কোটি গ) ৩ কোটি ঘ) ৫০ কোটি
উত্তর: খ) ১ কোটি

১৫। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা কত?
ক) ৫০ খ) ৬০ গ) ৬৫ ঘ) ৭০
উত্তর: গ) ৬৫

১৬। দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হলো—
ক) বয়স্কভাতা খ) পুনর্বাসন গ) শিশু কল্যাণ তহবিল ঘ) অবসর ভাতা
উত্তর: ঘ) অবসর ভাতা

১৭। সব ধরনের উন্নয়নের মূল চাবিকাঠি কোনটি?
ক) পশ্চিমা খ) সম্পদ গ) শিক্ষা ঘ) স্বাস্থ্য
উত্তর: গ) শিক্ষা

১৮। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
ক) হাম্মাদ লোর খ) কফি আনান গ) অ্যান্টোনিও গুতেরেস ঘ) ব্রুন্ডল্যান্ড
উত্তর: গ) অ্যান্টোনিও গুতেরেস

১৯। জাতিসংঘ দিবস কত তারিখে?
ক) ২০ অক্টোবর খ) ২২ অক্টোবর গ) ২৩ অক্টোবর ঘ) ২৪ অক্টোবর
উত্তর: ঘ) ২৪ অক্টোবর

২০। কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৩ খ) ১৯৪৪ গ) ১৯৪৫ ঘ) ১৯৪৬
উত্তর: গ) ১৯৪৫

২১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
ক) ১৯০৫ খ) ১৯১৪ গ) ১৯১৯ ঘ) ১৯৩৯
উত্তর: খ) ১৯১৪

২২। জাতিসংঘের মূল উদ্দেশ্য হলো—
i) সহযোগিতা ii) বিশ্ব শান্তি প্রতিষ্ঠা iii) মানবাধিকার নিশ্চিত
ক) i ও ii খ) — গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

২৩। জাতিসংঘের সদর দফতর কোন শহরে?
ক) ওয়াশিংটন খ) রোম গ) লন্ডন ঘ) নিউইয়র্ক
উত্তর: ঘ) নিউইয়র্ক

২৪। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ পায়?
ক) ১৯৭২ খ) ১৯৭৩ গ) ১৯৭৪ ঘ) ১৯৭৫
উত্তর: গ) ১৯৭৪

২৫। কুচিং কোন দেশের সমুদ্র বন্দর?
ক) কোরিয়া খ) ভারত গ) জাপান ঘ) মালয়েশিয়া
উত্তর: ঘ) মালয়েশিয়া

২৬। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কোনটি?
ক) উর্দু খ) মান্দারিন গ) ইংরেজি ঘ) হিন্দি
উত্তর: খ) মান্দারিন

২৭। চীনের প্রদেশ সংখ্যা কত?
ক) ১২ খ) ১৯ গ) ২২ ঘ) ২৯
উত্তর: গ) ২২

২৮। চীনে শিক্ষার হার কত?
ক) ৭২% খ) ৭৫% গ) ৮১% ঘ) ৯৭%
উত্তর: ঘ) ৯৭%

২৯। মালয়েশিয়ার প্রধান শিল্প পণ্য হলো—
i) রাবার ii) সার iii) চীনামাটির দ্রব্য
ক) i ও ii খ) — গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৩০। জাপানের জলবায়ু কেমন?
ক) নাতিশীতোষ্ণ খ) উষ্ণ মণ্ডলীয় গ) আর্দ্র ঘ) বৃষ্টি প্রধান
উত্তর: ক) নাতিশীতোষ্ণ

Post a Comment

Previous Post Next Post