লোড হচ্ছে...

সর্বশেষ

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। বাংলা ব্যাকরণ - বর্ণ।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির প্রস্তুতি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ বর্ণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।


বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। (১৪তম বিসিএস)

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ- ৮টি। (৩৬তম বিসিএস)

বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা- ২৫টি। (ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬)

'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস- বন্+ ধন। (৩৬তম বিসিএস)

 বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ- জ + ঞ। (৩৬তম বিসিএস)

যে দুটি যৌগিক বর্ণ ঐ, ঔ। (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৬)

বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা- ৭টি (অ, আ, ই, উ, এ, অ্যা, ও)। (৩৫তম বিসিএস; সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫)

পরাশ্রয়ী বর্ণ-ং। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬

বাংলা বর্ণমালায় বর্ণ আছে ৫০টি। (পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬)

ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয়- বর্ণ।

স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয়- স্বরবর্ণ।

 ব্যঞ্জনধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয়- ব্যঞ্জনবর্ণ।

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়- কার।

ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়- ফলা।


বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি। (২৯তম বিসিএস)

ব্যঞ্জনবর্ণ ৩৯টি। (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১২)

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা দশটি। (১৮তম বিসিএস)

 অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি- ১টি। (NSI সহকারী পরিচালক ২০১৫)

বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩।

 ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন ৬টি বর্ণ হলো- ঙ, ঞ, ৎ, ঃ, ং। পূর্ণমাত্রার বর্ণ ২৬টি। পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার/অফিসার ২০১১।

বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ ঐ (অ+ই), এবং ঔ (অ+উ)।

ফলাযুক্ত বর্ণ ৬টি- ন, ব, ম, য, র, ল।

বিসর্গ (ঃ) বর্ণটি- হ বর্ণের রূপান্তর।

বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা- ৫টি। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ২০১০।

বাংলা ভাষায় বর্গীয় বর্ণ- ২৫টি। (PSC- এর সহকারী পরি, ২০০৬)

বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর ৭টি- আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ।

বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ৪টি- অ, ই, উ, ঋ।

 স্বরবর্ণে অর্ধমাত্রার একমাত্র বর্ণ ঋ এবং মাত্রাহীন ৪টি বর্ণ এ, ঐ, ও, ঔ।

স্বরবর্ণে পূর্ণমাত্রার ৬টি বর্ণ হলো- অ, আ, ই, ঈ, উ, ঊ।

ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার ৭টি বর্ণ হলো- খ, গ, ণ, থ, ধ, প, শ।

এক বা একাধিক ধ্বনিসহযোগে উচ্চারিত শব্দ বা শব্দাংশকে বলা হয়- অক্ষর।

যে অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে বলে- ব্যঞ্জনাস্ত অক্ষর।

Post a Comment

Previous Post Next Post