অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমন্ত্রণপত্র ও প্রতিযোগিতার সময়সূচী।

Itna Secondary School and College Event
"ক্রীড়াই শক্তি" "ক্রীড়াই বল" "ক্রীড়াই মৈত্রী প্রাণোচ্ছল"
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬
স্থানঃ প্রতিষ্ঠানের সবুজ চত্বর, ইতনা, লোহাগড়া, নড়াইল।
তারিখঃ ২১ ও ২২ জানুয়ারি ২০২৬ (৭ ও ৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ) বুধবার ও বৃহস্পতিবার।
সুধী,
শীতের আমেজে সমস্ত জরাজীর্ণতা সরিয়ে প্রকৃতি যখন বসন্তের আগমনী বার্তা দিতে চলেছে এমনই মহেন্দ্রক্ষণে আগামী ২১ ও ২২ জানুয়ারী ২০২৬ খ্রি. রোজ বুধবার ও বৃহস্পতিবার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সবুজ চত্বরে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গভার্ণিং বডির মান্যবর সভাপতি জনাব শাম্মী কায়সার, উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
অত্র বিদ্যাপীঠের ছায়া সুনিবিড় তপোবনে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ।
শুভেচ্ছান্তে
সজীব কুমার সাহা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
লোহাগড়া, নড়াইল।
মোবাঃ ০৭১৬-৯৫৩৭০৬

অভ্যর্থনায়

  • সঞ্জীব কুমার সাহা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
  • শেখ মাহাবুবুর রহমান, (সহকারী প্রধান শিক্ষক)
  • মোঃ আমিরুল ইসলাম, (সহকারী অধ্যাপক)
  • উত্তরা সাহা (সহকারী অধ্যাপক)
  • পংকজ কুমার সরকার (সহকারী শিক্ষক)

বিচারক মন্ডলী

  • শেখ মাহাবুবুর রহমান, (সহকারী প্রধান শিক্ষক)
  • ফরিদ আহমেদ মোল্যা, (সিনিয়র প্রভাষক)
  • খালেদা পারভীন, (সিনিয়র প্রভাষক)
  • মোঃ আমীর হোসেন, (সহকারী শিক্ষক)

অনুষ্ঠান ঘোষণায়

  • মদন মোহন ভদ্র, (সিনিয়র প্রভাষক)
  • হেমন্ত কুমার মুখার্জী, (সহকারী শিক্ষক)

ক্রীড়া পরিচালনায়

  • শেখ মনিরুজ্জামান (ক্রীড়া শিক্ষক)
  • উত্তম কুমার পাল (ক্রীড়া শিক্ষক)
  • উত্তরা সাহা (সহকারী অধ্যাপক)
  • মিলন কুমার সরকার (সিনিয়র প্রভাষক)
  • খালেদা পারভীন (সিনিয়র প্রভাষক)
  • সঞ্জিত কুমার পাল (সিনিয়র প্রভাষক)
  • হিজবুল হোসেন শিকদার (প্রভাষক)
  • মোল্যা হুমায়ূন কবীর (প্রভাষক)
  • জান্নাতুল ফেরদৌসী (প্রভাষক)
  • প্রশান্ত রায় (প্রভাষক)
  • মোঃ আব্দুল্লাহ ফারাজী (প্রভাষক)
  • রিক্তা রানী নন্দী (সহকারী শিক্ষক)
  • পংকজ কুমার সরকার (সহকারী শিক্ষক)
  • দেবব্রত বিশ্বাস (সহকারী শিক্ষক)
  • হেমন্ত কুমার মুখার্জী (সহকারী শিক্ষক)
  • রমা পোদ্দার (সহকারী শিক্ষক)
  • নিত্যানন্দ বিশ্বাস (সহকারী শিক্ষক)
  • চায়না পাল (সহকারী শিক্ষক)
  • ছিদ্দিকুর রহমান (সহকারী শিক্ষক)
  • রবিউল ইসলাম ভূঁইয়া (সহকারী শিক্ষক)
  • অপর্না রাণী বিশ্বাস (সহকারী শিক্ষক)
  • ভূঁইয়া এনাম হোসেন (সহকারী শিক্ষক)
  • পিকুল শিকদার (সহকারী শিক্ষক)
  • মোঃ আরিফুজ্জামান (সহকারী শিক্ষক ও জিবি সদস্য)
  • সৈয়দ কওছার আলী (সহকারী শিক্ষক)
  • দীপা সাহা, (সহকারী শিক্ষক)
  • শক্তি চট্টোপাধ্যায় (সঙ্গীত শিক্ষক)
  • ইকবাল হোসেন (তবলচি)

প্রাথমিক চিকিৎসায়

মোঃ ফজলুল হক (ইনচার্জ ইতনা উপস্বাস্থ্য কেন্দ্র)
শিকদার আতাউর রহমান (পল্লী চিকিৎসক)

স্কাউট ও স্বেচ্ছাসেবক পরিচালনায়

শেখ মনিরুজ্জামান, (ক্রীড়া শিক্ষক)

জান্নাতুল ফেরদৌসী, (প্রভাষক)

উত্তম কুমার পাল, (ক্রীড়া শিক্ষক)

পংকজ কুমার সরকার, (সহকারী শিক্ষক)

ফলাফল সংরক্ষণে

ফরিদ আহমেদ মোল্যা, (সিনিয়র প্রভাষক)
মোঃ আমীর হোসেন, (সহকারী শিক্ষক)
অপর্না রাণী বিশ্বাস (সহকারী শিক্ষক)

আপ্যায়নে

খালেদা পারভীন (সিনিয়র প্রভাষক)

মিলন কুমার সরকার (সিনিয়র প্রভাষক)

রমা পোদ্দার (সহকারী শিক্ষক)

বি.এম. রইচ উদ্দীন (সহকারী শিক্ষক)

মোঃ ইবাদাৎ হোসেন (অফিস সহকারী খন্ডঃ)

হাবিবুর রহমান (অফিস সহকারী কাম ক.আ.)

মাঠ সজ্জায়

শেখ মনিরুজ্জামান, (ক্রীড়া শিক্ষক)

উত্তম কুমার পাল, (ক্রীড়া শিক্ষক)

বি.এম.রইচ উদ্দীন, (সহকারী শিক্ষক)

পিকুল শিকদার, (সহকারী শিক্ষক)

মোঃ ইবাদাৎ হোসেন, (অফিস সহকারী খন্ডঃ)

মিনা মঈন উদ্দীন, (সহকারী হিসাবরক্ষক)

হাবিবুর রহমান (অফিস সহকারী কাম ক.আ.)

মোঃ বেলায়েত হোসেন, (অফিস সহায়ক)

ক্রীড়া সরঞ্জাম সংরক্ষণে

মোঃ বাদশা শেখ, (অফিস সহায়ক)

মোছাঃ নাহার বেগম, (অফিস সহায়ক)

মোঃ রবিউল ইসলাম, নৈশ-প্রহরী (বন্ডকালীন)

মহুয়া সুলতানা, (অফিস সহায়ক বন্ডকালীন)

জায়েদা বেগম, (পরিচ্ছন্নতা কর্মী, বন্ডকালীন)

মোঃ আয়ূব শেখ, (নিরাপত্তা কর্মী, খন্ডকালীন)

অহিদুল ইসলাম, (অফিস সহায়ক, খন্ডকালীন)

২১ জানুয়ারি, ২০২৬, বুধবার, সকাল ৭.৩০মিনিট

  • ★ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ
  • ★জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন
  • ★উদ্বোধক কর্তৃক শুভ উদ্বোধন ঘোষণা
  • ★অলিম্পিক মশালসহ ক্রীড়াঙ্গণ প্রদক্ষিণ

শপথ, "আমরা শপথ করছি যে, ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধি বিধান মেনে চলব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে নিজ প্রতিষ্ঠান ও খেলাধুলার গৌরব অক্ষুন্ন রাখব।" আমিন

কুচকাওয়াজ: অংশ গ্রহণে রোভার স্কাউটস, স্কাউটস ও গার্লস গাইড দল।

Competition Schedule
২১ জানুয়ারি, ২০২৬, বুধবার, সকাল ৮.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত
প্রতিযোগিতার বিষয় প্রতিযোগিতার শাখা
০১। ১০০মিটার দৌড় গ+খ+ক (ছাত্র), গ+খ+ক (ছাত্রী ও কলেজ ছাত্র-ছাত্রী)
০২। দীর্ঘ লাফ গ+খ+ক (ছাত্র), গ+খ (ছাত্রী ও কলেজ ছাত্র)
০৩। লাফ, ধাপ, ঝাঁপ ক (ছাত্র ও কলেজ ছাত্র)।
০৪। বেত লাফ গ+খ (ছাত্র ও ছাত্রী)।
০৫। উচ্চ লাফ গ+খ+ক (ছাত্র ও কলেজ ছাত্র)।
০৬। বর্শা নিক্ষেপ ক ছাত্র ও কলেজ ছাত্র
০৭। চাকতি নিক্ষেপ ক (ছাত্র), খ+ক (ছাত্র ও কলেজ ছাত্র)
০৮। লৌহগোলক নিক্ষেক খ+ক (ছাত্র), খ+ক (ছাত্রী ও কলেজ ছাত্র-ছাত্রী)
★ বিরতিঃ দুপুর ০১টা থেকে বেলা ২.৩০টা ★
২১ জানুয়ারি, ২০২৬, বুধবার, দুপুর ২.৩০টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত
০৯। ২০০ মিটার দৌড় গ+খ+ক (ছাত্র) গ+খ+ক (ছাত্রী ও কলেজ ছাত্র-ছাত্রী)
১০। ৪০০ মিটার দৌড় খ+ক (ছাত্র ও কলেজ ছাত্র)।
১১। যেমন খুশি তেমন সাজ ২.৩০মিঃ থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত (সন্ত্রাসী ও নারী নির্যাতন বিষয় সাজা যাবে না)
১২। ভারসাম্য দৌড় ক ছাত্রী ও কলেজের ছাত্রী (চা-চামচ সাথে আনতে হবে)
১৩। বালিশ বদল ক+খ ছাত্রী এবং কলেজ ছাত্রী
১৪। অংক কষে দৌড় শুধু ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য
১৫। অনির্ধারিত (উইকেট ভাঙ্গা) ৪০ উর্দ্ধ নিমন্ত্রিত পুরুষ অতিথিদের জন্য
১৬। বালিশ বদল ৩০ উর্দ্ধ নিমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য
২২ জানুয়ারি, ২০২৬, বৃহস্পতিবার, সকাল ৮.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত
০১। ৮০০ মিটার দৌড় ক (ছাত্র)।
০২। ১০০০ মিটার দৌড় প্রাক্তন ছাত্রদের জন্য।
০২। বালিশ বদল প্রাক্তন ছাত্রীদের জন্য।
০৩। ১৫০০ মিটার দৌড় কলেজ ছাত্র
০৪। ১০০ মিটার দৌড় স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকাদের জন্য।
০৬। ব্যাঙ লাফ গ-ছাত্র
০৭। সাইকেল রেস ছাত্র ও ছাত্রী
০৮। ভিতর বাহির সকল ছাত্র ছাত্রীদের
★ বিরতিঃ দুপুর ০১টা থেকে বেলা ২.৩০টা ★
২২ জানুয়ারি, ২০২৬, বৃহস্পতিবার, দুপুর ২.৩০টা থেকে ৫.৩০টা পর্যন্ত
১১। মজার ক্রিকেট সভাপতি একাদশ বনাম অধ্যক্ষ একাদশ

বিঃ দ্রঃ অনিবার্য কারণে কর্তৃপক্ষ প্রতিযোগিতার সময়সূচি/ইভেন্ট পরিবর্তন করতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post