অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ২০২৫ সালের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

কলেজের দ্বাদশ শ্রেণির সালের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আজ ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার সকাল ১১ টা ১০ মিনিটে প্রকাশ করা হয়।


পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে কলেজের শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র প্রভাষক মদনমোহন ভদ্র, প্রভাষক মোল্লা হুমায়ুন কবীর, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের কতিপয় নির্দেশনা দেন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় ১৭৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৯৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় জিপিএ ৪.৯২ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মানবিক শাখায় অধ্যায়নরত আনিকা আক্তার।



সরকারি প্রধান শিক্ষক বলেন, ইংরেজিতে গ্রামারের চেয়ে শব্দ ভান্ডারের উপর বেশি জোর দিতে হবে। যত বেশি শব্দভাণ্ডার জানা যাবে তত বেশি ইংরেজি ভালো করা যাবে। ৭০% শব্দ আর ২০-৩০% গ্রামার জানলেই ইংরেজিতে ভালো করা সম্ভব। ইংরেজি Vocabulary তে দুর্বল থাকলে শুধু গ্রামার জানলে ইংরেজিতে ভালো করা সম্ভব নয়।



প্রভাষক মোল্যা হুমায়ূন কবীর স্যার বলেন, "সরকার তিন কোটি টাকা ব্যয় করে বিল্ডিং বানিয়েছে, শিক্ষকদের বেতন দিচ্ছে তোমাদের জন্য। অথচ তোমরা নিয়মিত ক্লাস না করে পরীক্ষায় ফলাফল খারাপ কর। পরীক্ষা ভালো ভালো অর্জন করার জন্য নিয়মিত ক্লাস করার বিকল্প নাই।" মোল্যা হুমায়ুন কবীর স্যার ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস করার পরামর্শ দেন।





দ্বাদশ শ্রেণীর ২০২৫ সালের প্রাক নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কয়েকজন শিক্ষার্থীর তালিকা নিম্নে দেওয়া হলো।

  • আনিকা আক্তার
  •  সমতি বিশ্বাস
  • মোঃ নাঈম সম্রাট
  •  অহনা সাহা
  • মহিমা সুলতানা প্রিয়তী
  • মোঃ আরিয়ান
  • ইলমা সুলতানা বৈশাখী
  • রিদিকা আফরিন কেয়া
  • সুরাইয়া খানম
  • জিনিয়া আক্তার
  • দিবা শিকদার
  • আফরিন নাহার ফারহা

Post a Comment

Previous Post Next Post