লোড হচ্ছে...

সর্বশেষ

ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে  আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

♦ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়—রাইবোজোম (Ribosome) থাকে। [৩৭তম বিসিএস]
। ভাইরাসজনিত রোগ নয়— নিউমোনিয়া। [৩৬তম বিসিএস]
। ব্যাকটেরিয়া বসবাস করে— সর্বত্র। [শিক্ষা, ডাক, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫]


। ডেঙ্গু জ্বরের বাহক— এডিস মশা। [২৪তম (বাতিল); ২২তম বিসিএস; আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ২০০৭; সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক ২০০৫]
লোয়ানফু-এর ভাইরাস—H₁N₁ [জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৬]
। 
জিকা (Zika) একটি—ভাইরাস এর নাম। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ২০১৬]
ব্যাকটেরিয়া সংক্রমণে— যক্ষ্মা রোগ হয়। [বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন ২০১৩]
+ নিউক্লিয়াস এবং সাইট্রোপ্লাজম নেই— ভাইরাসের দেহে। [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক ২০১৩]
ব্যাকটেরিয়াজনিত রোগ— কুষ্ঠ। (প্রাক প্রা. সহকারী শিক্ষক ২০১৩ (শীতলক্ষ্যা)]
। ভাইরাসজনিত রোগ নয়— ডিপথেরিয়া। (প্রাক প্রা. সহকারী শিক্ষক
২০১৩; অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১; সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৯;
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক ২০০৫]
HIV সংক্রমণের শেষ পর্যায় হলো— এইডস। [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২]
। এইডস রোগের ভাইরাস— HIV। (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১২]
। ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে— তামাক গাছে। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ২০১২ (ডালিয়া)]
। চা-গাছে রোগ সৃষ্টি করে— ব্যাকটেরিয়া। (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ২০১২ (ক্রিসানথিমাম)]
। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ— অল্পবয়সী ছেলেমেয়েরা। (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২]
। এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কার্যকরী— সচেতনতা সৃষ্টি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২]


জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো- ভাইরাস। [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন জুনিয়র অডিটর ২০১১]
যক্ষ্মার টিকা- বিসিজি। [পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী ২০১১]
পেনিসিলিন আবিষ্কার করেন- আলেকজান্ডার ফ্লেমিং। [অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১]
অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন- লুইপাস্তুর। [ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১০]
ভাইরাস একটি- কোষহীন জীব। [পঞ্চম বিজেএস (সহকারী জজ) ২০১০; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার ২০০১]
AIDS-এর অভিব্যক্তি- Acquired Immune Deficiency Syndrome। [আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭; মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০১]
বার্ড ফ্লু-এর উৎস- মুরগি। [বিআরডিবি-এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০০৭, ২০০৬]
ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়- গলা। [পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০০৭; জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী গবেষণা অফিসার ২০০৬]
যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাদেরকে বলা হয়- ব্যাকটেরিওফাজ। [তথ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন আধিকারিক ২০০৬; তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ২০০৬]
হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ- ভাইরাস। [বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক ২০০৬; উপজেলা নির্বাচন অফিসার ২০০৪]
যেসব প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে- ভেক্টর। [গৃহায়ন ও গণপূর্ত আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৬]
বিসিজি (BCG) টিকা ব্যবহার করা হয়- যক্ষ্মা প্রতিরোধের জন্য। [পরিকল্পনা এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ২০০৬; যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ১৯৯৯; প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ১৯৯৩]
পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়- দুধকে। [গৃহায়ন ও গণপূর্ত আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৬]
Viral disease হলো- Influenza। [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ২০০৫]
এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে- AIDS রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। [সহকারী থানা শিক্ষা অফিসার ২০০৫; প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা বিভাগ) ২০০৩; পরিসংখ্যান ব্যুরোর কম্পিউটার অপারেটর ১৯৯৯; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ১৯৯৯]
প্রাণিদেহে জীবাণুভুত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম- অ্যান্টিবডি। [শিক্ষা অধিদপ্তরের অধীন কুষ্টিয়া শিক্ষা জুনিয়র ইনস্ট্রাক্টর ২০১১]
কোনো রক্ত আমারের জন্য- সিপলা। [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন মেডিকেল অফিসার ২০০৯]
এক ধরনের ক্ষুদ্র ব্যাকটেরিয়া আমরা খাই- দইয়ের সাথে। [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ) ২০০৩]
ডেঙ্গু জ্বর বহন করে- মশা। [কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেক ইনস্ট্রাক্টর (ননটেক) ২০০৬]
রাইজোবিয়াম (Rhizobium) হলো- ব্যাকটেরিয়া। [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী অফিসার (তড়িৎকৌশল) ২০০৬]
র‍্যাবিস হলো- ভাইরাস। [র‍্যাবিস রোগের অপর নাম- Street Virus]


Post a Comment

Previous Post Next Post