লোড হচ্ছে...

সর্বশেষ

বাংলা ভাষায় ব্যবহৃত কিছু দেশি ও বিদেশী শব্দ।

 দেশী শব্দ

বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা। উদাহরণ- কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর, ডিঙা, ঢেঁকি ইত্যাদি।


বিদেশি শব্দ

পর্তুগিজ শব্দ- আনারস, আলপিন, আলমারি, গীর্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, পেয়ারা ইত্যাদি।

ফরাসি শব্দ- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরা ইত্যাদি।

ওলন্দাজ শব্দ- ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।

গুজরাটি শব্দ- খদ্দর, হরতাল ইত্যাদি।

পাঞ্জাবি শব্দ- চাহিদা, শিখ ইত্যাদি।

তুর্কি শব্দ- চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।

চীনা শব্দ- চা, চিনি ইত্যাদি।

মায়ানমার শব্দ- লুঙি, ফুঙি ইত্যাদি।

জাপানি শব্দ- রিক্সা, হারিকিরি ইত্যাদি।

আরবী শব্দ- আল্লাহ, ইসলাম, ঈমান, যাকাত, কলম, কিতাব, ইদ, নগদ, বাকি ইত্যাদি।

ফারসি শব্দ- রোযা, চশমা, তারিখ, তোশক, আমদানি ইত্যাদি।

মিশ্র শব্দ-

ক) রাজা-বাদশা (তৎসম+ফারসি)

খ) হাট-বাজার (বাংলা + ফারসি)

গ) হেডমৌলভী (ইংরেজি + ফারসি)

ঘ) খ্রিস্টাব্দ (ইংরেজি + তৎসম)

ঙ) ডাক্তারখানা (ইংরেজি + ফারসি)

চ) পকেটমার (ইংরেজি + বাংলা)

ছ) চৌহদ্দি (ফারসি + আরবি)


পারিভাষিক শব্দ-

ক) অম্লজান- Oxygen

খ) উদযান- Hydrogen

গ) নথি- File

ঘ) মহাব্যবস্থাপক - General Manager

ঙ) সাময়িকী- Periodical

Post a Comment

Previous Post Next Post