কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network)
কম্পিউটার নেটওয়ার্ক হলো তার (Cable) এর মাধ্যমে অথবা তার (Cable) বিহীনভাবে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ ব্যবস্থা।
নেটওয়ার্ক-এর অন্তর্ভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে ডেটা এবং তথ্য আদান-প্রদান (Share) করা যায়।
এক কম্পিউটারে রক্ষিত ফাইল নেটওয়ার্কভুক্ত অন্য যে কোন কম্পিউটার হতে সম্পাদন, ফরমেটিং অথবা ছাপানো সম্ভব।
বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা ব্যবস্থা করা যায়। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ব্যবহারকারীগণ অনুমোদনের ভিত্তিতে বিভিন্ন ডকুমেন্টে বা প্রোগ্রামে কাজ করতে সমর্থ হয়।
কম্পিউটার নেটওয়ার্ক-এর লক্ষ্য (Goal of Computer Network)
একটি কম্পিউটার নেটওয়ার্কের লক্ষ্য নিম্নরূপ:
রিসোর্স শেয়ার করা (Resource Sharing)
নেটওয়ার্কভুক্ত যে কোন একটি কম্পিউটারের ডেটা, প্রোগ্রাম, যন্ত্রপাতি, নেটওয়ার্কভুক্ত অন্য যে কোন কম্পিউটার হতে সহজেই ব্যবহার করা যায়।
উচ্চ বিশ্বাসযোগ্যতা (High Reliability)
রিসোর্সসমূহের বিকল্প উৎসগুলোর বিশ্বাসযোগ্যতা বেশি। যেমন ফাইলসমূহ নেটওয়ার্কভুক্ত দুই বা তিনটি কম্পিউটারে রাখা সম্ভব। হার্ডওয়ার বিকল হওয়ার ফলে একটি কম্পিউটার নষ্ট হলেও অন্য কম্পিউটারে রক্ষিত ফাইলের কপিগুলো ব্যবহার করা যাবে।
অর্থের সাশ্রয় (Saving Money) রিসোর্স ভাগাভাগির ফলে অর্থের সাশ্রয় হয়।
যোগাযোগের মাধ্যম (Communication Medium)
কম্পিউটার নেটওয়ার্ক যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম যা বিস্তৃত পরিসরে আলাদা আলাদা ব্যক্তির মধ্যে যোগাযোগের ব্যবস্থা করে থাকে। ধরা যাক দূরে অবস্থানকারী কয়েকটি এ্যাপার্টমেন্টের দুই বা ততোধিক ব্যক্তি একটি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে সহজে একটি রিপোর্ট তৈরি করতে পারে।
নেটওয়ার্ক স্ট্রাকচার/ধরন (Structure/Types)
নেটওয়ার্ক: তিন ধরনের
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN): Local Area Network
মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN): Metropolitan Area Network
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN): Wide Area Networks
লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network)
লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network):
কাছাকাছি দূরত্বে অবস্থিত কম্পিউটারসমূহকে পরস্পরের মধ্যে সম্পৃক্ত করার ব্যবস্থাকে (LAN) লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। কাছাকাছি দূরত্ব বলতে একটি ফ্লোরের বিভিন্ন কক্ষ বা একটি ভবনের বিভিন্ন ফ্লোর বা কাছাকাছি অবস্থিত ভবনকে বুঝায়। সাধারণত একটি প্রতিষ্ঠান বা অফিসের বিভিন্ন সেকশন বা বিভাগের কাজসমূহ যে কোন একটি বিভাগে বসে তদারকি করা, সমন্বয় সাধন করা কিংবা সম্পাদন করার সুবিধার্থে সেই অফিসের বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলোকে ল্যানের আওতায় সম্পৃক্ত করা হয়।
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)
একটি বড় মেট্রপলিটন শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহকে পরস্পর সংযুক্ত করার প্রক্রিয়াকে বলে MAN (মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক)। যেমন: ঢাকা শহরের শাহবাগ, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, গুলশান, বনানী ইত্যাদির এলাকায় অবস্থিত কম্পিউটারসমূহ পরস্পর সম্পৃক্ত করার জন্য ব্যবস্থাকে MAN বলে। MAN স্থাপনে সাধারণত LAN এর অনুরূপ টেকনোলজি ব্যবহার করা হয়।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)
বিস্তৃত ভৌগোলিক এলাকাব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে WAN (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক) বলে। দেশের বিভিন্ন শহরে অবস্থিত কম্পিউটার এবং বাংলাদেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত কম্পিউটারসমূহকে পরস্পর সংযুক্ত করতে হলে তা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেট ব্যবস্থায় বিদ্যমান নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ওয়ান) বলে। ওয়ান নেটওয়ার্কের জন্য প্রয়োজন হয় ফিজিক্যাল লাইন, ফাইবার অপটিক ক্যাবল, মডেম, টেলিফোন লাইন, স্যাটেলাইট ট্রান্সমিশন, মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ইত্যাদি। ইন্টারনেট সারা বিশ্বে সর্ববৃহৎ ও স্বল্প ব্যয়সম্পন্ন ওয়ান হিসাবে সুখ্যাতি অর্জন করেছে।
Post a Comment