লোড হচ্ছে...

সর্বশেষ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের বর্ধিত বাড়ি ভাড়া ভাতা প্রদানের বিজ্ঞপ্তি।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের দীর্ঘদিনের আন্দোলন ও দাবি আদায়ের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ, www.dshe.gov.bd তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. স্মারক নং- ৩৭.০২.০০০০.১১৪.২০.৪০১.২৫-৮৪ এ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১ নভেম্বর ২০২৫ তারিখে বর্ধিত বাড়ি ভাড়া ভাতা প্রদানের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি


বিষয়: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের জন্য 'বাড়ি ভাড়া ভাতা' প্রদান।


আরো দেখুন

সূত্র: (১) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং: ০৭.০০.০০০০.১৭৩.৩১.০৪৮.১০-২৬৩; তারিখ: ২১.১০.২০২৫;
(২) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক: ৩৭.০০.০০০০.০০০.০৬৪.২০.০০৩.২৫.১৪২২; তারিখ : ২৮/১০/২০২৫।
উপর্যুক্ত বিষয়ে অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোস্থ পত্রের মাধ্যমে বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদানে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

শর্তসমূহ:

(ক) পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে;
(খ) এমপিওভুক্ত 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)'; 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)' এবং সরকারি কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে;
(গ) বর্ণিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না;
(ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে; এবং
(ঙ) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।
এমতাবস্থায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে 'বাড়ি ভাড়া ভাতা' প্রাপ্য হবেন মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো।
(স্বাক্ষরিত)
(মোহাম্মদ ইউনুছ আলী)
সরকারী পরিচালক (বাজেট)
ফোন: ০২-৪১০৫০২৫৫

বিজ্ঞপ্তিটি  এখানে ক্লিক করে ডাউনলোড করুন।









Post a Comment

Previous Post Next Post