লোড হচ্ছে...

সর্বশেষ

ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর।

ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র – বহুনির্বাচনী প্রশ্ন (ব্যাখ্যাসহ সমাধান)

১। প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক) পরে
খ) পূর্বে
গ) মাঝে
ঘ) সঙ্গে
✔ সঠিক উত্তর: পরে
প্রত্যয় মূল শব্দের শেষে বসে নতুন অর্থ তৈরি করে। তাই এটি ‘পরে’ স্থানে বসে।
২। কারক শব্দটির ইংরেজী কী?
ক) verb
খ) Noun
গ) Case
ঘ) Proverb
✔ সঠিক উত্তর: Case
কারক শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো “Case”। কারক দ্বারা কাজের সাথে অন্য পদ বা অব্যয়ের সম্পর্ক বোঝায়।
৩। কারক শব্দের আভিধানিক অর্থ কী?
ক) কাজ
খ) সম্বন্ধ
গ) সম্বোধন
ঘ) ক্রিয়া সম্পাদনকারী
✔ সঠিক উত্তর: সম্বন্ধ
কারক শব্দের অর্থ সম্পর্ক বা ‘সম্বন্ধ’। বাক্যের বিভিন্ন পদ কীভাবে পরস্পরের সাথে যুক্ত তা বোঝায়।
৪। খাটি বাংলা উপসর্গ কয়টি?
ক) ২০টি
খ) ২১টি
গ) ২২টি
ঘ) ২৩টি
✔ সঠিক উত্তর: ২১টি
খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। এগুলো বাংলা ভাষার নিজস্ব শব্দগঠন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।
৫। সমার্থক শব্দের অপর নাম কী?
ক) বিকল্প শব্দ
খ) সমশব্দ
গ) সমোচ্চারিত শব্দ
ঘ) প্রতিশব্দ
✔ সঠিক উত্তর: প্রতিশব্দ
সমার্থক শব্দকে প্রতিশব্দও বলা হয় কারণ এগুলো একই বা কাছাকাছি অর্থ প্রকাশ করে।
৬। বাংলা ভাষায় বিরাম চিহ্নের সংখ্যা কয়টি?
ক) ১২টি
খ) ১১টি
গ) ১০টি
ঘ) ১৩টি
✔ সঠিক উত্তর: ১২টি
বাংলা ভাষায় মোট ১২টি প্রধান বিরাম চিহ্ন স্বীকৃত আছে।
৭। কুল এর সমশব্দ কী?
ক) কল
খ) কাল
গ) বরই
ঘ) কূল
✔ সঠিক উত্তর: বরই
কুল ফলের প্রতিশব্দ বা সমশব্দ বরই। এ কারণে উভয় শব্দ একই ফল নির্দেশ করে।
৮। সমাস শব্দটি কোন ভাষা হতে এসেছে?
ক) সংস্কৃত
খ) ফার্সী
গ) আরবী
ঘ) হিন্দি
✔ সঠিক উত্তর: সংস্কৃত
"সমাস" শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা বা সংক্ষেপ করা।
৯। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) পালক
খ) আপন
গ) ভয়
ঘ) শত্রু
✔ সঠিক উত্তর: পালক
ঘাতক মানে হত্যাকারী, এর বিপরীত হলো ‘পালক’ অর্থাৎ লালন-পালনকারী।
১০। বঙ্গভাষাভিধান কখন প্রকাশিত হয়?
ক) ১৮১৬
খ) ১৮১৭
গ) ১৮১৮
ঘ) ১৮১৯
✔ সঠিক উত্তর: ১৮১৭
বাংলার প্রথম দিকের অভিধান “বঙ্গভাষাভিধান” ১৮১৭ সালে প্রকাশিত হয়।
১১। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯২০
খ) ১৯৩৩
গ) ১৯৫৪
ঘ) ১৯৫৫
✔ সঠিক উত্তর: ১৯৫৫
বাংলা ভাষা ও সাহিত্য বিকাশের জন্য বাংলা একাডেমি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
১২। বাংলা ভাষায় কাল কয় প্রকার?
ক) ৪
খ) ৩
গ) ৬
ঘ) ২
✔ সঠিক উত্তর: ৩ প্রকার
বাংলা ভাষায় সাধারণত তিন প্রকার কাল রয়েছে—বর্তমান, অতীত ও ভবিষ্যৎ।
১৩। প্রত্যয় কয় প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
✔ সঠিক উত্তর: ২ প্রকার
প্রত্যয় দুই প্রকার—কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়।
১৪। সমাসবদ্ধ পদকে বলে-
ক) সমস্ত পদ
খ) সমস্যামান পদ
গ) পূর্বপদ
ঘ) পরপদ
✔ সঠিক উত্তর: সমস্ত পদ
‘সমাসবদ্ধ’পথকে সমস্ত পদ বলা হয়।
১৫। সাধারণত কোন কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন চিহ্ন বসে?
ক) প্রশ্ন চিহ্ন
খ) কমা
গ) দাড়ি
ঘ) ড্যাশ
✔ সঠিক উত্তর: প্রশ্ন চিহ্ন
জিজ্ঞাসাসূচক বাক্যের শেষে প্রশ্ন করার জন্য প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহার করা হয়।

Post a Comment

Previous Post Next Post