লোড হচ্ছে...

সর্বশেষ

বিগত বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার বাংলা ব্যাকরণের প্রশ্ন ও উত্তর।

বিসিএস, নিবন্ধন পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শকসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিগত বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার বাংলা ব্যাকরণের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

বাংলা ব্যাকরণ এর প্রশ্ন ও উত্তর

যন্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর ২০২০

  • দেশী শব্দ-ডিঙি।
  • 'পরের অন্নে যে বেঁচে থাকে'-এর এক কথায় প্রকাশ - পরান্নজীবী।
  • যে বানানটি শুদ্ধ- নভোচারী।
  • 'তুষার ধবল' সমাসবদ্ধ পদটি যে সমাসের উদাহরণ- উপমান কর্মধারয়।
  • একটি মাত্র শব্দ শুদ্ধভাবে লেখা- কারণ।

আরো দেখুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ২০২০

  • পর্তুগীজ শব্দ নয়- অজুহাত।
  • তৎসম শব্দের ব্যবহার বেশি- সাধু রীতিতে।
  • 'কাজটি ভাল দেখায় না' এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি যে ধাতুর উদাহরণ- কর্মবাচ্যের ধাতুর।
  • 'মুখচন্দ্র' যে সমাস- উপমিত কর্মধারয়।
  • বৃত্তি অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত যে শব্দে- পোদ্দারি।
  • 'বাবা' যে ভাষা থেকে আগত শব্দ- তুর্কি।
  • দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী যে বিভক্তি- তৃতীয়া।
  • 'শরতের শিশির' বাগধারার অর্থ- সুসময়ের বন্ধু।
  • 'সর্বাঙ্গীণ' শব্দের প্রকৃতি প্রত্যয়- সর্বাঙ্গ+ ঈন।
  • যে শব্দযুগল বিপরীতার্থক নয়- ঐচ্ছিক-অনাবশ্যিক।
  • 'প্রোষিতভর্তৃকা'-এর অর্থ- যে নারীর স্বামী বিদেশে থাকে।
  • কোনটি বাগধারা- শিরে সংক্রান্তি।
  • 'ইত্যাকার' শব্দটির সন্ধি বিচ্ছেদ- ইতি+ আকার।
  • যে বানানটি শুদ্ধ- পসারিণী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০

'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় বলে-বর্ণচোরা।
পর্তুগিজ শব্দ হলো-চাবি।
ভাষার মূল উপাদান-ধ্বনি।
শুদ্ধ বানান কোনটি?
গড্ডলিকা
গড্ডালিকা
গড্ডালীকা
গড্ডলীকা
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো-
দুল্ + না
দোল্ + না
দোল্ + অনা
দোল্ না + আ
[Note: অনা-প্রত্যয় যোগে গঠিত সঠিক প্রকৃতি ও প্রত্যয়- দুল্ + অনা = দুলনা > দোলনা।]
যে বাগধারাটির অর্থ 'মারা যাওয়া'-অক্কা পাওয়া।
'মনমাঝি' যে সমাসের উদাহরণ-রূপক কর্মধারয়।
'আগুন'-এর সমার্থক শব্দ নয়- অনিল।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন-চর্যাপদ।
Comparative শব্দটির পরিভাষা হলো - তুলনামূলক।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০
কোনটি শুদ্ধ বানান?
দন্দ
দ্বন্দ্ব
দগ্ধ
'ঠোঁটকাটা' বাগধারার অর্থ হচ্ছে-স্পষ্টভাষী।
'পরিমিত ব্যয় করে যে' এককথায় প্রকাশ-মিতব্যয়ী।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ-দিনমণি।
'গবেষণা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-গো+ এষণা।
'হরতাল' যে ভাষা থেকে আগত শব্দ-গুজরাটি।
'অনুরাগ' শব্দের বিপরীত শব্দ-বিরাগ।
বাংলা ভাষায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণ-১০টি।
বিশেষণ পদ শব্দ হলো-পাহাড়ি।
'অসীম' শব্দটির বিপরীত শব্দ-সসীম।
বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০
ঘোষ মহাপ্রাণ ধ্বনি-ঝ।
'চাকর' শব্দটি যে ভাষা থেকে আগত-বিদেশি।
'চাউল' যে ভাষার শব্দ-দেশি।
'পাখি'-এর সমার্থক শব্দ-দ্বিজ।

পেট্রোলিয়াম ইনস্টিটিউট সহকারী পরিচালক ২০২০

শুদ্ধ বানান-কুঞ্ঝটিকা।
কাজটা ভালো দেখায় না-এটি যে বাচ্যের উদাহরণ-কর্মকর্তৃবাচ্য।
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
ছাপা
খানাখ
জন + অক
রাঁধ + উনি
কাঁদ + না
'প্রদীপ নিভে গেল' বাক্যটি যে কালের- সাধারণ অতীত।
মৌলিক শব্দ-গোলাপ।
"সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা" এ বাক্যে 'ঔষধ' যে কারকে যে বিভক্তি-কর্মকারকে শূন্য।
খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-অবেলা।
যে বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত- মা শিশুটিকে হাসান।
সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক ২০২০
'মজুর' শব্দের স্ত্রীবাচক শব্দ-মজুরনী।
'ঈষৎ আমিষ গন্ধ যার'-এর এককথায় প্রকাশ-আঁষটে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক/কোর্ট পরিদর্শক ২০২০

  • 'জঙ্গম'-এর বিপরীত শব্দ- স্থাবর।
  • শুদ্ধ শব্দ- লক্ষণীয়।
  • 'সাহিত্য বিশারদ' যে সমাসের উদাহরণ- সপ্তমী তৎপুরুষ।
  • 'চকোলেট' যে ভাষার শব্দ- মেক্সিকান।
  • 'পরকে প্রতিপালন করে যে' এক কথায় হবে- পরৎ।
  • 'সমুদ্র'-এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অর্ণব
খ. পারাবার
গ. শোণিত
ঘ. গাভ
Note: গ ও ঘ দুটিই সঠিক।
  • 'শত্রু' শব্দের সমার্থক শব্দ- রিপু।
  • 'মুখ তোলা' বাক্যাংশের অর্থ- প্রসন্ন হওয়া।
  • 'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়- ক্ষমা করার ইচ্ছা।
  • দ্বন্দ্ব সমাসের উদাহরণ- অহিনকুল।
  • 'সনকবার' পদে 'খণ' যে অর্থে ব্যবহৃত- রোগ মুক্তির অপধীকাল (পরোক্ষ)।

বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০

ঘোষ মহাপ্রাণ ধ্বনি-ঝ।
'চাকর' শব্দটি যে ভাষা থেকে আগত-বিদেশি।
'চাউল' যে ভাষার শব্দ-দেশি।
'পাখি'-এর সমার্থক শব্দ-দ্বিজ।
পেট্রোলিয়াম ইনস্টিটিউট সহকারী পরিচালক ২০২০
শুদ্ধ বানান-কুঞ্ঝটিকা।
কাজটা ভালো দেখায় না-এটি যে বাচ্যের উদাহরণ-কর্মকর্তৃবাচ্য।
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
ছাপা + খানা
খ জন + অক
গ রাঁধ + উনি
ঘ কাঁদ + না
'প্রদীপ নিভে গেল' বাক্যটি যে কালের- সাধারণ অতীত।
মৌলিক শব্দ -গোলাপ।
"সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা" এ বাক্যে
'ঔষধ' যে কারকে যে বিভক্তি-কর্মকারকে শূন্য।
খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-অবেলা।
যে বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত - মা শিশুটিকে হাসান।

সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক ২০২০

'মজুর' শব্দের স্ত্রীবাচক শব্দ-মজুরনী।
'ঈষৎ আমিষ গন্ধ যার'-এর এককথায় প্রকাশ-আঁষটে।
'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'-এ বাক্যে প্রযোজ্য কর্তা-নাতি।
যে শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়-ভাষা।
'অর্ধেক সম্পত্তি'-এখানে 'অর্ধেক' যে পদ-বিশেষণ।
'অরিকে দমন করে যে'-এর এককথায় প্রকাশ-অরিন্দম।
'স্থ' যুক্তবর্ণে যে যে যুক্তবর্ণ আছে-স+ থ।
'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ-গো + এষণা।
'যা পূর্বে কখনো হয়নি'-এর সঠিক বাক্য সংকোচন হলো-অভূতপূর্ব।
'নির্মল' শব্দের বিপরীত শব্দ হলো-পঙ্কিল।
বাংলা ব্যাকরণে পুরুষ-৩ প্রকার।
নিচের কোনটি যৌগিক শব্দ?
হস্তী
গবেষণা
পঙ্কজ
জলধি
কোনোটিই নয়
বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয়-প্রত্যয়।
'অর্ধমৃত' সমাসের সঠিক ব্যাসবাক্য -অর্ধ রূপে মৃত।
'আনারস' যে ভাষা থেকে আগত শব্দ-পর্তুগিজ।
নিচের কোন শব্দটি শুদ্ধ?
বিদ্রূপ
গড্ডালিকা
দারিদ্র্যতা
সম্ভবপর
কোনোটিই নয়
[Note: বিদ্রুপ ও সম্ভবপর দুটি বানানই শুদ্ধ। অন্যদিকে গড্ডালিকা ও দারিদ্র্যতা বানানের শুদ্ধরূপ গড্ডলিকা ও দরিদ্রতা/দারিদ্র্য।।
-'পত্রপাঠ' বাগধারাটির সঠিক অর্থ-তৎক্ষণাৎ।
-'Manifesto' শব্দের বাংলা পরিভাষা-ইশতেহার।

পরিসংখ্যান ব্যুরোর থানা পরিসংখ্যানবিদ ২০২০

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ- স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
সদ্যোজাত শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ- সদ্যঃ+ জাত।
যে বানানটি শুদ্ধ- বিভীষিকা।
রাত্রির সমার্থক শব্দ- নিশীথ।
অপ্রাণিবাচক শব্দ- কমলনিকর।
বাক্যের অপরিহার্য শব্দ-ক্রিয়াপদ।
ফারসি শব্দ - নামায।
শ, স, য, হ-এই চারটি বর্ণের নাম- উষ্মবর্ণ।
'আফতাব' শব্দের অর্থ- অর্ক।
'মৃতের মত অবস্থা যার' তাকে এক কথায় বলে- মুমূর্ষু।
'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় শ্রৎ+ধা + অ + আ।
ঊর্ণনাভ শব্দ দিয়ে বুঝায়- মাকড়সা।
যে বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে- লেখাপড়া কর, নতুবা ফেল করবে।
সূর্যের প্রতিশব্দ- সবিতা।
অন্যের রচনা থেকে চুরি করাকে বলে- কুম্ভিলকবৃত্তি।
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯
'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ- বিশেষভাবে বিশ্লেষণ।
যেটি পর্তুগিজ শব্দ- আলপিন।
শব্দের মূলকে বলে- প্রকৃতি।
বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা-৩৯টি।
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য যে যে পদে বেশি- ক্রিয়া ও সর্বনাম।
'মনমাঝি' যে সমাসের উদাহরণ- রূপক কর্মধারয়।
'আগুন' শব্দের সমার্থক শব্দ- অনল।
যে বানানটি শুদ্ধ - ইতঃপূর্বে।
'দুর্গতি' শব্দের সন্ধি বিচ্ছেদ-দুঃ+ গতি।
'বিলাপ'-এর বিপরীত শব্দ- হাস্য।
উৎপত্তি অনুসারে বাংলাভাষার শব্দভাণ্ডারকে ভাগ করা যায়-৫ ভাগে।
'পরাগ, বইটি দিয়ে যাও'-বাক্যে 'পরাগ' যে পদ- সম্বোধন পদ।
'তিনি ধনী কিন্তু কৃপণ'-যে জাতীয় বাক্য-যৌগিক।
'রাই কুড়িয়ে বেল' বাগধারাটির অর্থ- ক্ষুদ্র থেকে বড়।
'যে আপনার রং লুকায়' এক কথায়- বর্ণচোরা।
বাক্যের পরিসমাপ্তি বোঝাতে যে চিহ্ন ব্যবহৃত হয়- দাঁড়ি।
কবিতার ছন্দ সাধারণত-৩ প্রকার।
'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে' যার-উপসর্গের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯

দ্বন্দ্ব-সমাস সংঘটিত শব্দ- দম্পতি।
'নম্র' শব্দের বিপরীতার্থক শব্দ- ধৃষ্ট।
বাংলা ভাষায় 'অক্ষর' হচ্ছে- শুদ্ধ উচ্চারণের অংশ।
'মনোযোগ' শব্দটির শুদ্ধ সন্ধি বিচ্ছেদ- মনঃ + যোগ।
'rebate' শব্দের সঠিক বাংলা পরিভাষা- রেয়াত।
'পর্বত' শব্দের প্রতিশব্দ/সমার্থক শব্দ- শৈল।
বাংলা তদ্ধিত-প্রত্যয় দিয়ে গঠিত শব্দ- জুতা।
সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে- অলয়।
যে বাক্যটি চলিত রীতিতে গঠিত হয়েছে- নেচে নেচে চলে গিয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯

'যা চিরস্থায়ী নয়'- নশ্বর।
'গরু'র বহু বচন- গরুর পাল।
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ- সরসিজ।
বাংলা ভাষার মূল উৎস- প্রাকৃত ভাষা।
'তিনি মাঠে খেলেন'- ক্রিয়া বিশেষণ।
'ধোপাবাড়ি'-এর অর্থ- গন্ধবণিক।
'যা বানানটি শুদ্ধ'- সমীচীন।
'বিশাখা' শব্দটি যে ভাষা থেকে এসেছে- আরবি।
'অহরাত্র'-এর সন্ধি বিচ্ছেদ- অহঃ+রাত্র।
'নিরামিষভোজী'-এর বাক্য সংকোচন- যে আমিষ খায় না।
'অর্বাচীন'-এর বিপরীত শব্দ- প্রাচীন।
'কর্মভোগ' অর্থানো যায় না- এখানে কর্ম অর্থ প্রকাশ করেছে।
'তাঁর বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটি যে ধরনের বাক্য- যৌগিক।
'অন্যের' শব্দের সন্ধি বিচ্ছেদ- অন্য+ এর।
'তিনিই' শব্দটি- সর্বনাম পদ।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ- সবিতা।
'শুদ্ধ' শব্দ- সম্বল।
'কোন শব্দ' - বাংলা শব্দ।

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯

'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ।
যেটি পর্তুগিজ শব্দ - আলপিন।
শব্দের মূলকে বলে - প্রকৃতি।
বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা - ৩৯টি।
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য যে যে পদে বেশি - ক্রিয়া ও সর্বনাম।
'মনমাঝি' যে সমাসের উদাহরণ - রূপক কর্মধারয়।
'আগুন' শব্দের সমার্থক শব্দ - অনল।
যে বানানটি শুদ্ধ - ইতঃপূর্বে।
'দুর্গতি' শব্দের সন্ধি বিচ্ছেদ - দুঃ + গতি।
'বিলাপ'-এর বিপরীত শব্দ - হাস্য।
উৎপত্তি অনুসারে বাংলাভাষার শব্দভাণ্ডারকে ভাগ করা যায় - ৫ ভাগে।
'পরাগ, বইটি দিয়ে যাও'-বাক্যে 'পরাগ' যে পদ - সম্বোধন পদ।
'তিনি ধনী কিন্তু কৃপণ'-যে জাতীয় বাক্য - যৌগিক।
'রাই কুড়িয়ে বেল' বাগধারাটির অর্থ - ক্ষুদ্র থেকে বড়।
'যে আপনার রং লুকায়' এক কথায় - বর্ণচোরা।
বাক্যের পরিসমাপ্তি বোঝাতে যে চিহ্ন ব্যবহৃত হয় - দাঁড়ি।
কবিতার ছন্দ সাধারণত – ৩ প্রকার।
'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে' যার - উপসর্গের।
কারক - ৬ প্রকার।


Post a Comment

Previous Post Next Post