লোড হচ্ছে...

সর্বশেষ

বিগত বছরের পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর।

বিসিএস পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, ব্যাংক নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

BD Job Questions and Answer - Bangla Literature


বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর

BSCIC-এর চিফ অডিটর ২০২১

'নূরজাহান' উপন্যাসটি লিখেছেন-ইমদাদুল হক মিলন।
জীবনানন্দ দাশ বাংলাদেশকে বলেছেন- নবান্নের দেশ।
BSCIC-এর প্রমোশন অফিসার/এক্সটেনশন অফিসার ২০২১
'মৃত্যুক্ষুধা' উপন্যাসটির রচয়িতা-কাজী নজরুল ইসলাম।
'ছন্দের যাদুকর' বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্তকে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর ২০২১
ক্ষুদ্র শত্রু ভাবি লোকে অবহেলে যারে/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।' কবিতার লাইন দুটির রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত।
'সত্যবাবু মারা গেছেন' শীর্ষক বইটির রচয়িতা- ফয়েজ আহমদ।

BEPZ-এর সহকারী ব্যবস্থাপক ২০২১

'ইউসুফ জুলেখা' কাব্য রচনা করেন-শাহ সগীর।
যে গ্রন্থটি অন্যদের থেকে আলাদা- শেষের কবিতা (ক. সোনার তরী খ. দোলন চাঁপা গ. মানসী ঘ. শেষের কবিতা)।
সিনিয়র স্টাফ নার্স ২০২১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয়- ১৯৭২ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়- অগ্নিবীণা (ক) সোনার তরী (খ) চিত্রা (গ) বলাকা।
  • মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা' যে ধরনের নাটক- সামাজিক প্রহসন।
  • 'বীরবল' যে লেখকের ছদ্মনাম-প্রমথ চৌধুরী।
জীবনানন্দ দাশের রচনা-রূপসী বাংলা।
  • 'রূপাই' জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থের চরিত্র- নক্সী কাঁথার মাঠ।
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি-ভারতের চুরুলিয়া।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাসিসটেন্ট ম্যানেজার ২০২১

'সঞ্চয়িতা' কাব্য সংকলনের কবি- রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক- প্রমথ চৌধুরী।
রূপসী বাংলার কবি বলা হয়-জীবনানন্দ দাশকে।
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' উক্তিটি- অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের।
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-মাইকেল মধুসূদন দত্ত।
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন- W.B Yeats
বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম- কারাগারের রোজনামচা।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- হাঙর নদী গ্রেনেড।
কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা- ধূমকেতু।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডীদাস।

আরো দেখুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০

ময়নামতির গীতিকা সংগ্রহ করেছিলেন- চন্দ্রকুমার দে।
চণ্ডী মঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরামের উপাধি ছিল- কবিকঙ্কন।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাটকটির রচয়িতা-সৈয়দ শামসুল হক।
'বরফ গলা নদী' উপন্যাসটির লেখক- জহির রায়হান।
কাজী নজরুল ইসলামের কাব্য নয়- কাজরী।
'হুলিয়া' ছদ্মনাম- প্রমথ চৌধুরীর।
'একাত্তরের দিনগুলি' নামের বইয়ের লেখক- জাহানারা ইমাম।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০

'রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ' গানটি রচনা করেন-কাজী নজরুল ইসলাম।
'মুক্তিযুদ্ধ' ভিত্তিক উপন্যাস-জোছনা ও জননীর গল্প।
বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন- বেগম রোকেয়া।
ভাষা আন্দোলনভিত্তিক 'কবর' নাটকটির রচয়িতা-মুনীর চৌধুরী।
'পোস্টমাস্টার' ছোট গল্পটির রচয়িতা-রবীন্দ্রনাথ ঠাকুর।
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক-পায়ের আওয়াজ পাওয়া যায়।
বঙ্কিমচন্দ্রের উপন্যাস-কপালকুণ্ডলা।
'শেষের কবিতা' যে শ্রেণির রচনা-উপন্যাস।
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্গত-অগ্নিবীণা।
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ-রূপসী বাংলা।

বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০

'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা-বড়ু চণ্ডীদাস।
যেটি উপন্যাস নয়-বলাকা।
'বিন্দু বিসর্গ' যে শ্রেণির গ্রন্থ-আত্মজীবনী।
কবি শামসুর রাহমানের সময়কাল-১৯২৯-২০০৬।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান-১৯১৩ সালে।
মুক্তিযুদ্ধভিত্তিক বই-আমার কিছু কথা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার প্রদান করা হয়- একুশে পদক।
'গাজী মিয়া' ছন্দনাম মীর মশাররফ হোসেনের।
রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবি-শাহ মুহম্মদ সগীর।
'ফেরারী সূর্য' উপন্যাসের রচয়িতা-রাবেয়া খাতুন।
সর্বাধিক চর্যাপদ রচয়িতা- কাহ্নপা।
'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' যে কবির রচিত চরণ-মাহবুব উল আলম চৌধুরী।
'আমি কোনো আগন্তুক নই' কবিতাটির কবি-আহসান হাবীব।
'শূন্যপুরাণ' যার রচনা-রামাই পণ্ডিত।
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক-অক্ষয়কুমার দত্ত।
'বহিপীর' রচনা করেন- সৈয়দ ওয়ালীউল্লাহ।
কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতাটি তার যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত-সিন্ধু হিন্দোল।
কবি আলাওল যে রাজসভার কবি ছিলেন- রোসাঙ্গ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক ২০২০

'বাংলার মিল্টন' যে কবির উপাধি-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রকাশকাল-১৮৪৩।
বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর ২০২০
রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য- পুনশ্চ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ- ব্যাকরণ কৌমুদী।
মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন- শ্রীকৃষ্ণকীর্তন।
কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়- অরণ্যনীলিমা।
মরুভাস্কর গ্রন্থের রচয়িতা- কাজী নজরুল ইসলাম।
হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ' আবিষ্কার করেন- ১৯০৭ সালে।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন করেন- কাহ্নপা। চর্যাপদের সর্বাধিক পদ রচনা
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
'বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর'- কাজী নজরুল ইসলামের কবিতার অংশ।
মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে স্মরণীয়- মেঘনাদবধ কাব্যগ্রন্থের জন্য।
'বঙ্গ আমার, জননী আমার, আমার দেশ'-গানটির রচয়িতা-দ্বিজেন্দ্রলাল রায়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লিখিত ও প্রকাশিত প্রথম উপন্যাস- জাহান্নাম হইতে বিদায়।
বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস- আলালের ঘরের দুলাল।
কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্য-নকশী কাঁথার মাঠ।
'একাত্তরের দিনগুলি' বইয়ের লেখক- জাহানারা ইমাম।
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- যে কবির কবিতার এই অমর পঙ্ক্তি- চণ্ডীদাস।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ২০২০

'আমার পরিচয়' এর রচয়িতা- সৈয়দ শামসুল হক।
'খাঁচার দুষি' কবিতাটি- বদী বিধির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
'স্বরাজ'র রচয়িতা- ড. মুহাম্মদ লুৎফর হক।
'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই...' গানের সুরকার ও গীতিকার- প্রতুল মুখোপাধ্যায়।
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ- যখন উদ্যত সঙ্গীত।
'মাতৃভাষায় যার ভক্তি নাই, সে মানুষ নহে' উক্তিটি- মীর মশাররফ হোসেনের।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক ২০২০

'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি'- গানটির রচয়িতা- আব্দুল গাফফার চৌধুরী।
'স্বাধীনতা তুমি' কবিতাটি- শামসুর রাহমানের।
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা- মুনীর চৌধুরী।
'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস।
'জীবন থেকে নেওয়া' সিনেমাটির পরিচালক- জহির রায়হান।
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটি- ফররুখ আহমদের।
'বাংলা ভাষার প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী।
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।
'মধুর চেয়েও মধুর এ বিশ্বর বাঁশি বাজে'- কাজী নজরুল ইসলামের কবিতার অংশ।
'চাঁদের আমাবস্যা' সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস।
'লালসালু' উপন্যাসের রচয়িতা- সৈয়দ ওয়ালীউল্লাহ।
'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থের রচয়িতা- জসীমউদ্দীন।

পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী ২০২০

'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর।
জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য-নকশী কাঁথার কাঁথার মাঠ।
'ক্রীতদাসের হাসি' উপন্যাসের লেখক- শওকত ওসমান।
'বিদ্রোহী' কবিতা কাজী নজরুলের-অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।
বেগম রোকেয়ার রচনা- মতিচুর।

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯

বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাশক্তিরহিত হন যে সালে -
(ক) ১৯২৯
(খ) ১৯৩০
(গ) ১৯৪১
(ঘ) ১৯২৮
[Note: সঠিক উত্তর ১৯৪২ সালে।।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন-চর্যাপদ।
বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের'
কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
'বনফুল' যে লেখকের ছদ্মনাম -বলাইচাঁদ মুখোপাধ্যায়।
'গৌড়ীয় ব্যাকরণ' যার রচনা-রাজা রামমোহন রায়।
'পাখি সব করে রব রাতি পোহাইল' -পঙ্ক্তিটির রচয়িতা- মদনমোহন তর্কালঙ্কার।
রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান - গীতাঞ্জলি।
যে পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয় - বিজলী।
'কাঁদো নদী কাঁদো' যার উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহ্।
হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি - বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের রচনা - উপন্যাস।
'মৈয়মনসিংহ গীতিকা'-এর সংগ্রাহক - চন্দ্রকুমার দে।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের রচয়িতা - সৈয়দ শামসুল হক।
'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের রচয়িতা - মানিক বন্দ্যোপাধ্যায়।
কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস যে গ্রামে - পাড়াতলী।
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পরিপ্রেক্ষিত - ভাষা আন্দোলন।
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের কবি - ফররুখ আহমদ।
কাজী নজরুল ইসলামের 'আলেয়া' যে ধরনের রচনা - গীতিনাট্য।
'স্বভাব কবি' হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস।
'হুলিয়া' কবিতাটির রচয়িতা নির্মলেন্দু গুণ।
'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি - সৈয়দ হামজা।
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ - চণ্ডীমঙ্গল।
জীবনানন্দ দাশের রচনা - ঝরা পালক।
'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত - কাব্যনাটক।
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা - হুমায়ুন কবির।
মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন।
'বসন্তকুমারী' নাটকের নাট্যকার - মীর মশাররফ হোসেন।
'সতীময়না ও লোরচন্দ্রানী' আখ্যানের রচয়িতা - দৌলত কাজী।

উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ - সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ - কারাগারের রোজনামচা।
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ - মতিচুর।
বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা - ব্রজবিলাস।
শামসুর রাহমান রচিত মুক্তিযুদ্ধ-নির্ভর কাব্যগ্রন্থ হচ্ছে - বন্দী শিবির থেকে।
ইতিহাস-ভিত্তিক নাটক - নীলদর্পণ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্মিত চরিত্র 'কুন্দনন্দিনী' ও 'হীরা' যে উপন্যাসে পাওয়া যায় - বিষবৃক্ষ।
'চর্যাপদে'র পদগুলো হচ্ছে একরকমের - গান।
'বেহুলা' চরিত্রটি পাওয়া যায় - মনসামঙ্গল কাব্যে।
মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য - বীরাঙ্গনা কাব্য।
শিশু-কিশোরদের জন্য লেখা শওকত ওসমানের গ্রন্থ - পঞ্চসঙ্গী।
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ - সারদামঙ্গল।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ - মহাপৃথিবী।
'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।' - মরমি গানটি রচনা করেছেন - লালন শাহ।
সেলিম আল দীনের লেখা নাটক - হাতহদাই।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক-নাটক - গোড়ায় গলদ।
হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধের ছোটগল্প - ঘরগেরস্থি।
আলাওল রচিত 'পদ্মাবতী' বলা হয় যেটিকে - পদ্মাবতী।
মীর মশাররফ হোসেন রচিত গদ্যগ্রন্থ - বিষাদসিন্ধু।
সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ - খোল করতাল।
মুকুন্দরাম চক্রবর্তী সৃষ্টি করেছেন যে চরিত্রটি - ভাঁড়ু দত্ত।
'এখানে আকাশ নীল' কবিতাটির রচয়িতা - জীবনানন্দ দাশ।
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি যে কাব্যের অন্তর্ভুক্ত - অগ্নিবীণা।
জসীমউদ্দীনদানের 'কবর' কবিতাটি প্রথম যে পত্রিকায় মুদ্রিত হয় - কল্লোল।
'ফোর্ট উইলিয়াম' কলেজের বাংলা বিভাগের লেখক - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে'র রচয়িতা - বড়ু চণ্ডীদাস।
শেখ চাঁদ রচিত নবীজীবনী ভিত্তিক কাব্য - রসুল বিজয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯

'বাংলাদেশ স্বপ্ন দেখে' গ্রন্থটির রচয়িতা- শামসুর রাহমান।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাট্যের মূল বিষয়- মুক্তিযুদ্ধ।
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি যার রচনা- জীবনানন্দ দাশ।
পুঁথি সাহিত্যের আদি কবি-শাহ্ গরীবুল্লাহ।
বাংলা সাহিত্যে 'সনেট' রচনার প্রবর্তক-মাইকেল মধুসুদন দত্ত।
'আমি ভগবান বুকে এঁকে দেই – পদচিহ্ন'-চরণটি যে কবির রচনা-কাজী নজরুল ইসলাম।
'ভানুসিংহ' যার ছদ্মনাম-রবীন্দ্রনাথ ঠাকুর।
'কারাগারের রোজনামচা' গ্রন্থটি রচনা করেন- শেখ মুজিবুর রহমান।
'সওগাত' পত্রিকার সম্পাদক যে-মো: নাসির উদ্দীন।
'পাখি সব করে রব রাতি পোহাইল'-পংক্তিটির রচয়িতা-মদন মোহন তর্কালঙ্কার।
বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র- সবুজপত্র।
কাব্যের 'Paradise Lost' রচয়িতা-জন মিল্টন।
'রাজবন্দীর জীবনবন্দী' যে ধরনের রচনা-প্রবন্ধ।
ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়ের অধীন অডিটর ২০১৯ –
'রজনী' উপন্যাসটির রচয়িতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন-ড. মুহম্মদ শহীদুল্লাহ।
'সনাতন পাঠক' যে সাহিত্যিকের ছদ্মনাম-সুনীল গঙ্গোপাধ্যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফোরম্যান ২০১৯

বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
'কাবুলিওয়ালা' গল্পের রচয়িতা-রবীন্দ্রনাথ ঠাকুর।
'কবিকঙ্কণ' উপাধি- মুকুন্দরাম চক্রবর্তীর।
'শ্রীকান্ত' উপন্যাস-এর রচয়িতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
'বীরবলের হালখাতা' যে জাতীয় গ্রন্থ-প্রবন্ধ।
'কবর' কবিতার রচয়িতা-জসীমউদদীন।
রবীন্দ্রনাথ বাংলা কাব্যের 'ভোরের পাখি'-বলেছেন- বিহারীলাল চক্রবর্তীকে।
উপন্যাস যে যুগের সৃষ্টি- আধুনিক যুগের।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক- চণ্ডালিকা।
নাটক ও প্রহসনে পার্থক্য-ব্যঙ্গবিদ্রুপ।
'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য'-এর রচয়িতা-বড়ু চণ্ডীদাস।
'মহাশ্মশান কাব্য' যার রচনা-কায়কোবাদ।
জীবনানন্দ দাশের রচনা- সাতটি তারার তিমির।
বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী।
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' গানটির গীতিকার-রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন- রামমোহন রায়।
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন- চর্যাপদ।
'ময়নামতির চর' কবর নাটকের পটভূমি- ১৯৪২ এর ঢাকা আন্দোলন।
'যেমনিছে গীতিকা'র সংগ্রহক-চন্দ্রকুমার দে।
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা- আলাওল।
বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়- উনিশ শতকে।
'কুলীনকুল সর্বস্ব' কাব্যনাটকটি রচনা- রামনারায়ণ তর্করত্ন।
রূপসী বাংলার কবি- জীবনানন্দ দাশ।
'সূর্যদীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা- আবু ইসহাক।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯

'সাহিত্য সম্রাট' উপাধি- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
'পদ্মাপুরাণ' গ্রন্থটির রচয়িতা- রমাই পণ্ডিত।
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা- মুনীর চৌধুরী।
'কড়ি দিয়ে কিনলাম' উপন্যাসটির রচয়িতা- বিমল মিত্র।
'লালসালু' উপন্যাসটির রচয়িতা- সৈয়দ ওয়ালীউল্লাহ।
হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থ- সবকিছু নষ্টদের অধিকারে যাবে।
'চর্যাপদ' আবিষ্কার করেন-মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
মুসলিম জাগরণের লেখিকা-বেগম রোকেয়া।
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসের লেখক আলাউদ্দিন আল আজাদ।
'কপালকুণ্ডলা' চরিত্রটির রচয়িতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
'পায়ের আওয়াজ পাওয়া যায়'- যে শ্রেণীর রচনা-কাব্য নাট্য।
'বরফ গলা নদী' যে শ্রেণীর রচনা-উপন্যাস।
রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন- বসন্ত।
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
কাজী নজরুল ইসলাম-এর
'বিদ্রোহী' কবিতাটি যে কাব্য-গ্রন্থের অন্তর্গত- অগ্নিবীণা।
'গৃহদাহ' উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
'Quarterly' শব্দের পরিভাষা ত্রৈমাসিক।
'সব্যসাচী' যে লেখকের উপাধি-সৈয়দ শামসুল হক।
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ-বিষাদসিন্ধু।
বাংলা ভাষায় 'সনেট'-এর প্রবর্তক-মাইকেল মধুসূদন দত্ত।
'মহাশ্মশান' কাব্যগ্রন্থের রচয়িতা-কায়কোবাদ।
'তুমি আসবে বলে হে স্বাধীনতা'-কবিতাটির রচয়িতা-শামসুর রাহমান।
'হুতোম পেঁচা' যার ছদ্মনাম-কালী প্রসন্ন সিংহ।
'ছন্দের যাদুকর' বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্তকে।
'কবর' কবিতার রচয়িতা-জসীমউদ্দীন।
বাংলা সাহিত্যে আদি নিদর্শন-চর্যাপদ।
'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়'- যার রচনা- লালন শাহ্।
'ফটিক' চরিত্রটি যে রচয়িতার সৃষ্টি- রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজর্ষি' একটি-উপন্যাস।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস- জাহান্নাম হইতে বিদায়।
কবি শামসুর রাহমান যে সালে মৃত্যুবরণ করেন- ২০০৬।
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।

Post a Comment

Previous Post Next Post