মডেল টেস্ট -১
একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫০ নম্বরের বর্ষ সমাপনী পরীক্ষার উপযোগী একটি মডেল টেস্ট দেওয়া হল।
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিষয় কোড: ২৭৫
সময়: ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান: ৫০
১। রি. অভিনন্দ তথ্য ব্যবস্থাপনা বিষয়ক মাল্টিমিডিয়া কাট দিয়ে মাত্র তিন মিনিটের কম্পিউটারভিত্তিক মধ্যে নেটওয়ার্ক প্রতিযোগিতা করেন। পরে তিনি অন্যান্য প্রশ্নের সাথে দেশের তথ্য আদান প্রদানের জন্য IEEE 802.16 স্ট্যান্ডার্ডবিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহার নিশ্চিত করেন।
(ক) ল্যান নেটওয়ার্ক কী? — ১
(খ) স্ট্যান্ডার্ড ভিত্তিক নির্ভরযোগ্য নেটওয়ার্কের সুবিধাগুলো ব্যাখ্যা করো। — ২
(গ) নেটওয়ার্ক সিস্টেম ব্যবহারের ব্যাখ্যা দাও। — ৩
(ঘ) রি. অভিনন্দের দেওয়া নির্ণয়গুলো বিশ্লেষণ করো। — ৪
A → | F/A | → S
(ক) ফ্লোচার্ট কী? — ১
(খ) ফ্লোচার্ট ব্যবহার করে নির্ণয় প্রক্রিয়া কীভাবে কম-ব্যয়ী হয়? — ২
(গ) প্রদত্ত চিত্রটি কোন নির্ণয়ের ভিত্তিতে তৈরি হয়েছে তা উল্লেখসহ ব্যাখ্যা করো। — ৩
(ঘ) ফ্লোচার্ট ব্যবহারের উপকারিতা বিশ্লেষণ করো। — ৮
|
চিত্র – ১ Fruit List ● Mango ● Apple ● Coconut |
চিত্র – ২ WE LIVE IN BANGLADESH H2SO4 (x + y)2 = x2 + 2xy + y2 |
(ক) ওয়েব পেজ কী? — ১
(খ) <font> tag ব্যাখ্যা করো। — ২
(গ) চিত্র – ১ এর মতো একটি তালিকা তৈরির জন্য HTML কোড লেখো। — ৩
(ঘ) চিত্র – ২ এর বাক্সটির সম্পূর্ণ HTML কোড লিখে দেখাও। — ৮
|
চিত্র – ১ অ্যানালগ তরঙ্গ △ ∿ ∿ △ ∿ ∿ |
চিত্র – ২ ডিজিটাল তরঙ্গ ▇▁▇▁▇▁▇ |
(ক) ডিজিটাল সংকেত কী? — ১
(খ) অ্যানালগ সংকেতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। — ২
(গ) অ্যানালগ ও ডিজিটাল সংকেতের তুলনা দেখাও। — ৩
(ঘ) চিত্রের আলোকে অ্যানালগ ও ডিজিটাল তরঙ্গ বিশ্লেষণ করো। — ৮
তথ্য ব্যবস্থাপনায় সে তার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় পুনরায় লগইন করতে গেলে নতুন পাসওয়ার্ড তৈরি করার সময় তার প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। পরে সে জানতে পারে তার সংরক্ষিত নথিতে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে সমস্যা হয়েছে।
(ক) তথ্য কী? — ১
(খ) পুনরুদ্ধার কী? — ২
(গ) তথ্য পুনরুদ্ধারের দুইটি পদ্ধতি ব্যাখ্যা করো। — ৩
(ঘ) পাসওয়ার্ড ভুলে গেলে তথ্য পুনরুদ্ধার সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করো। — ৮
(চিত্র – ২)
(ক) গেট কী? — ১
(খ) P+1 = 1 ব্যাখ্যা করো — ২
(গ) উপরের চিত্র ২ এর ভিত্তিতে ফলাফলের সত্যক সারণি তৈরি করো — ৩
(ঘ) Boolean function সরলীকরণ করো — ৮
তুমি একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও যা first, last, next, previous লিংকসহ ডেটা দেখাতে পারে। ডেটাবেজের সমস্যা সমাধানের জন্য PHP, MySQL ইত্যাদি ব্যবহারের কথা বলা হয়েছে।
(ক) ওয়েব অ্যাপ্লিকেশন কী? — ১
(খ) ডেটাবেজের সুবিধা ব্যাখ্যা করো — ২
(গ) অ্যাপ্লিকেশন তৈরির ধাপসমূহ ব্যাখ্যা করো — ৩
(ঘ) ডেটাবেজ ডিজাইনের গুরুত্ব বিশ্লেষণ করো — ৮
Institute picture নামে একটি ছবি ধরো (institute.png)
| Serial no | Institute picture |
|---|---|
| 01 | ![]() |
| Id no | Emp. name | Salary |
|---|---|---|
| 1001 | Nafis | 50,000 |
| 1005 | Sajol |
(ক) ফন্ট ট্যাগ ও অ্যাট্রিবিউটসমূহ ব্যাখ্যা করো — ১
(খ) উপরের ২টি টেবিলের মতো ওয়েবপেজ তৈরি করতে HTML কোড লেখো — ২
(গ) ডেটাবেজের নতুন তথ্য ওয়েবপেজে দেখাতে চাইলে কোড ব্যাখ্যা করো — ৩
(ঘ) HTML টেবিলের ব্যবহারিক গুরুত্ব ব্যাখ্যা করো — ৮
নৈব্যক্তিক অভীক্ষা
২। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের উদাহরণ কোনটি? (ক) ভিডিও স্ট্রিমিং (খ) কী-বোর্ড (গ) প্রিন্টার (ঘ) ইউএসবি পোর্ট
৩। এস এম এস কোন পদ্ধতিতে ডেটা কম্যুনিকেশন করে? (ক) হাফ-ডুপ্লেক্স (খ) ফুল ডুপ্লেক্স (গ) সিমপ্লেক্স (ঘ) ইউনিকাস্ট ৪। Wi-MAX এর ফ্রিকোয়েন্সি ব্যান্ড কত? (ক) 802.11 GHz (খ) 802.11a GHz (গ) 802.15 GHz (ঘ) 802.16 GHz ৫। GPRS এর পূর্ণরূপ কী? (ক) Global Packet Radio Service (খ) General Packet Radio Service (গ) Global Package Radio Service (ঘ) General Package Radio Service
৬। 4G প্রযুক্তি কোন স্ট্যান্ডার্ডে কাজ করে? (ক) TAC (খ) GSM (গ) LTE (ঘ) MIMO ৭। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? (ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ ৮। অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য- i. অতি স্বচ্ছতা ii. সহজ পরিবহনযোগ্যতা iii. রাসায়নিক নিষ্ক্রিয়তা নিচের কোনটি সঠিক? (ক) ii (খ) ii,iii (গ) i, iii (ঘ) i,ii,iii ৯। হটস্পট কী? (ক) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা (খ) তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা (গ) তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা (ঘ) বিশেষ সফটওয়্যার ১০। টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কিং করার জন্য কোনটি উদ্ভাবিত হয়েছিল? (ক) মডেম (খ) রাউটার (গ) হাব (ঘ) সুইচ ১১। কোন বর্তনী ৪ বর্গকে ASCII তে রূপান্তর করে? (ক) অ্যাডার (খ) এনকোডার (গ) ডিকোডার (ঘ) কাউন্টার ১২। ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? (ক) ৬ (খ) ৩২ (গ) ৩৬ (ঘ) ৬৪ ১৩। ইউনিকোডের সাহায্যে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? (ক) ২^৮ (খ) ২^১৬ (গ) ২^৩২ (ঘ) ২^৬৪ নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও: হিং মায়িক কামালকে বলল, "তোমার বয়স কত?" কামাল বলল যে তার বয়স (১০১১০১)₂ ১৪। কামালের বয়সের সমকক্ষ ডেসিমেল সংখ্যা হলো- (ক) (২৫)₁₀ (খ) (৩৫)₁₀ (গ) (৫৫)₁₀ (ঘ) (৬৫)₁₀ ১৫। ১০ বছর পর কামালের বয়স বাইনারীতে কত হবে? (ক) (১০১০১১)₂ (খ) (১০১১১০)₂ (গ) (১০১১১১)₂ (ঘ) (১১০০১১)₂ ১৬। ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত বর্তনীর নাম কি? (ক) কাউন্টার (খ) ডিকোডার (গ) মাল্টিপ্লেক্সার (ঘ) এনকোডার ১৭। (১০০)₁₀ এর (AA)₁₆ এর যোগফল কত? (ক) 1AA (খ) 1B (গ) AF (ঘ) AE ১৮। BABA থেকে DADA কত বড়? (ক) ১০১০ (খ) ১১১১ (গ) ২০২০ (ঘ) ২২২২ ১৯। -৫ এর ২ এর পরিপূরক মান কত? (ক) ১১০১ (খ) ১০০১ (গ) ১০১০ (ঘ) ১০১১ ২০। HTML ভাষায় সবচেয়ে ছোট লেখা h6 ii. প্যারাগ্রাফ শুরুর ট্যাগ
iii. লাইন ব্রেক এর ট্যাগ নাই নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i,ii (গ) ii,iii (ঘ) i,ii,iii ২১। RGB(255,255,255) দ্বারা কোন রং নির্দেশ করে? (ক) লাল (খ) সবুজ (গ) সাদা (ঘ) নীল ২২। ওয়েবসাইটের ঠিকানাকে কি বলে? (ক) http (খ) URL (গ) Domain (ঘ) www ২৩। CSS এর পূর্ণ রূপ কী? (ক) Cascading style sheet (খ) cascading sheet style (গ) Color style sheet (ঘ) Color sheet style ২৪। নিচের কোন ট্যাগটি ক্লোজিং ট্যাগ নাই? (ক)
(খ) (ঙ)
২৫। HTML ফাইল নামের এক্সটেনশন কোনটি?
(ক) .html (খ) .txt (গ) .doc (ঘ) .js

Post a Comment