বার্ষিক পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন
৪র্থ অধ্যায়-উদ্ভিদের বংশ বৃদ্ধি
১) প্রজনন কী?
২) একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা কর।
৩) পরাগায়ন কী?
৪) ফলের উৎপত্তি কীভাবে হয়?
৫) অঙ্কুরোদগম কাকে বলে?
৬) নিষিক্তকরণ কী?
৭) একটি গাছের কলম কীভাবে তৈরি করতে হয়? বর্ণনা কর।
৫ম অধ্যায়-সমন্বয় ও নিঃসরণ
১) নিউরন বা স্নায়ুকোষ কী? একটি নিউরনের চিত্র এঁকে বর্ণনা কর।
২) সিন্যাপস কী?
৩) উদ্ভিদের হরমোন গুলোর নাম ও কাজ লিখ।
৪) রেচন পদার্থ / রেচন অঙ্গ কী কী? মূত্র কীভাবে তৈরি হয়?
৫) হরমোন কী? / হরমোন বলতে কী বোঝায়?
(৬) মস্তিষ্কের প্রধান অংশগুলি সংক্ষেপে বর্ণনা কর।
১০ম অধ্যায়-অম্ল, ক্ষারক ও লবণ
১) নির্দেশক কী?
২) এসিড ও ক্ষারকের পার্থক্য লেখ।
৩) Milk of lime কী?
৪) সকল ক্ষারক ক্ষার হলেও সকল ক্ষার ক্ষারক নয়, কথাটি ব্যাখ্যা কর।
৫) লবণ কী?
৬) চুনের পানি ঘোলা হওয়ার কারণ কী?
৭) এসিড কী? এসিড ও ক্ষারকের ব্যবহার লেখ।
একাদশ অধ্যায়- আলো
১) আলোর প্রতিসরণ কী?
২) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত লিখ।
৩) সংকট কোণ/ক্রান্তি কোণ কী? উদ্দীপকের চিত্রটি (পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন) ব্যাখ্যা কর। (প্রশ্নে যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র থাকে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে থাকে)
৪) অপটিক্যাল ফাইবার কী?
৫) ক্যামেরা ও চক্ষুর মধ্যে পার্থক্য লিখ।
৬) রেটিনা কী?
৭) অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার বলতে কী বোঝ?
দ্বাদশ অধ্যায়- মহাকাশ ও উপগ্রহ
১. বিগব্যাং তত্ত্ব কী? মহাবিশ্বের উৎপত্তি হলো কীভাবে?
২. মিল্কিওয়ে বা ছায়াপথ কী? মহাকাশ ও মহাবিশ্বের মধ্যে পার্থক্য লেখ।
৩. নক্ষত্র কী? গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ।
৪. কৃত্তিম উপগ্রহ কী? কৃত্তিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব লেখ।
৫. সৌরজগৎ কী? ৮টি গ্রহের নাম লেখ।
ত্রয়োদশ অধ্যায়-খাদ্য ও পুষ্টি
১. খাদ্য কী? খাদ্যের কাজ লেখ।
২. পুষ্টি কী? আমিষের অভাবজনিত রোগের নাম ও লক্ষণ লেখ।
৩. ক্যালরি কী? ক্যালরি সংক্রান্ত অঙ্কগুলি চর্চা কর।
৪. খাদ্যপ্রাণ কী? ভিটামিন-A, C ও D-এর অভাবজনিত রোগ ও রোগের লক্ষণ লেখ।
৫. খনিজ লবণ কী? মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
৬. ঘ্যাগ কী? গলগণ্ড রোগের লক্ষণ ও প্রতিকার লেখ।
৭. রাফেজ কী? পানির কাজ লেখ।
৮. সুষম খাদ্য কী? সুষম খাদ্যের তৈরি তালিকা করার নিয়ম।
চতুর্দশ অধ্যায়-পরিবেশ এবং বাস্তুতন্ত্র
এলোমেলোভাবে সাজেশন থেকে কিছু প্রশ্নের উত্তর নিম্নে দেওয়া হলো।
চতুর্থ অধ্যায়: উদ্ভিদের বংশবৃদ্ধি
১. প্রজনন কী?
২. একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা কর।
![]() |
| চিত্র: একটি আদর্শ ফুলের (জবা) বিভিন্ন অংশ। |
৩)অঙ্কুরোদগম কাকে বলে?
৪)নিষিক্তকরণ কি?
৫) একটি গাছে কলম তৈরি করার পদ্ধতি ব্যাখ্যা কর।
কলম করার পদ্ধতি
গুটি কলম করার পদ্ধতি
ত্রয়োদশ অধ্যায়:
১. ঘ্যাগ কী?
২. ভিটামিন A'- এর অভাবজনিত দুটি রোগের নাম লেখ।
৩. ভিটামিন-D' এর অভাবজনিত দুটি রোগের নাম লেখ।
দশম অধ্যায়: অম্ল, ক্ষারক ও লবণ
১। নির্দেশক কী?
২। এসিড ও ক্ষারকের মধ্যে পার্থক্য লেখ।
![]() |
| এসিড ও ক্ষারকের মধ্যে পার্থক্য |
"সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়" — ব্যাখ্যা
কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আর কিছু আছে যারা দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলে ক্ষার। তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক — \( \text{NaOH} \), \( \text{Ca(OH)}_{2} \), \( \text{NH}_{4}\text{OH} \) এগুলো ক্ষার। আবার এগুলো ক্ষারকও বটে। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না। তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয়। সুতরাং বলা যায় যে, সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়।


Post a Comment