সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর।
১.প্রাণী দেহের যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক কী উঃ কোষ।
২. যে তন্ত্রের মাধ্যমে পরিপাক সমপন্ন হয় তাকে কী বলে উঃ পৌষ্টিকতন্ত্র।
(৩) দেহের অঙ্গ-প্রত্যাঙ্গ এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোনটি? উঃ রক্ত সংবহনতন্ত্র
(৪) বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?
উঃ খাদ্য।
(৫) খাদ্য পরিপাক আরম্ভ হয় কোথায়?
উঃ মুখগহ্বর।
(৬) লালার বর্ণ কীরূপ?
উঃ বর্ণহীন।
(৭) লালা কোথা থেকে নিঃসৃত হয়?
উঃ লালা গ্রন্থি।
(৮) আমিষ খাদ্যের উপর কাজ করে কোন এনজাইম?
উঃ ট্রিপসিন।
(৯) শর্করা জাতীয় খাবার চিবানোর পর মুখে রাখলে কেমন লাগে? উঃ মিষ্টি।
(১০) নিচের কোনটি খাদ্যবস্তু গিলতে সাহায্য করে? উঃ জিহ্বা।
(১১) অরনালি খাদ্য ও পানিয়কে কোথায় পৌছায়?
উঃ পাকস্থলিতে।
(১২)
আমাদের গ্রহণকৃত খাদ্যের অধিকাংশ ধরনের?
উঃ জটিল।
১৩) পৌষ্টিকনালির সাথে কয়টি জোড়া লালা গ্রন্থি আছে?
উঃ ৩টি।
১৪. কোথায় থেকে পরিপাকনালির শুরু হয়?
উঃ মুখছিদ্র।
*মানুষের মুখগহ্বরে লালা গ্রন্থির সংখ্যা কত?
উ: ৩ জোড়া
১৫. একজন পূর্ণবয়স্ক লোকের দাঁতের সংখ্যা কত?
উঃ ৩২ টি।
১৬. মানুষের দাঁত কত প্রকার?
উঃ চার
(১৭.) মানুষের স্থায়ী দাঁত কত প্রকার?
উ: ৪.
(১৮) মানুষের কর্তন দাঁতের সংখ্যা কত? উঃ ৮ টি
(১৯) খাদ্যবস্তু কেটে ছোট করে কোন দাঁত?
উঃ কর্তন দাঁত।
(২০) শক্ত খাবার ছেঁড়া ও কাটা কোন দাঁতের কাজ?
উঃ ছেদন দাঁত।
কেন মানবদেহে ছেদন সংখ্যা কত?
উ: ৪
(২১) খাদ্যবস্তু চিবাতে সাহায্য করে কোন ধরনের দাঁত?
উঃ পেশণ দাঁত।
(২২) পাকস্থলীর আকৃতি কেমন?
উঃ থলের মতো।
(২৩) পুরু ও পেশিবহুল থলিটাকে 'কী বলে? উ: পাকস্থলী।
(২৪) পাকস্থলীর গ্রন্থির নাম কী? উঃ গ্যাস্ট্রিক।
(২৫) পরিপাকনালির সবচেয়ে দীর্ঘ অংশ কোনটি? উঃ ক্ষুদ্রান্ত্র।
(২৬) ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম কোন অস্ত্রের অংশ? উ: ক্ষুদ্রান্ত্র।
(২৭) ডিওডেনাম দেখতে কেমন? উঃ U আকৃতির।
(২৮) ইলিয়ামে কোন পদ্ধতিতে শোষণকার্য সম্পন্ন হয়?
উ: ব্যাপন।
২৯. বৃহদন্ত্র কয়টি অংশে বিভক্ত? উঃ ৩টি।
(৩০) কোনটি বৃহদন্ত্রের অংশ? উঃ সিকাম।
(৩১. পরিপাকতন্ত্রের অন্তর্গত কোনটি? উঃ রেক্টাম।
(৩২) লালার এনজাইম কোনটি? উঃ টায়ালিন।
(৩৩) স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোন এনজাইম? উ: লাইপেজ।
(৩৪. অ্যামাইলেজ কোন জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয়? উঃ শর্করা
(৩৫ অগ্নাশয় নিঃসৃত হরমোনকে কী বলে? উ: ইনসুলিন।
(৩৬) পাচক রস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? উঃ গ্যাসট্রিক
(৩৭) পরিপাকতন্ত্রের জটিলতা কোনটি? উঃ গ্যাসট্রাইটিস
(৩৮) আমাশয় কয় ধরনের হতে পারে? উঃ ২
(৩৯) কোনটির আক্রমণে রক্ত আমাশয় হয়? উঃ ব্যাকটেরিয়া
(৪০) কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে? উঃ সেলুলোজ।
(৪১) রক্তের স্বাদ কেমন? উঃ ক্ষারধর্মী
Post a Comment