এইচএসসি পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রের মডেল টেস্ট নিম্নে দেয়া হলো।
দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার উপযোগী ৫০ নম্বরের বাংলা দ্বিতীয় পত্রের একটি মডেল টেস্ট নিচে দেয়া হলো।
বিষয়:- বাংলা দ্বিতীয় পত্র
বিষয় কোড: ১০২
পূর্ণমান-৫০
সময়-১ ঘণ্টা ৩০ মিনিট
১। (ক) ব-ফলার উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লিখ।অথবা, (খ) নিচের যে কোন পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ নির্দেশকর।
আশ্রম, ভবিষ্যৎ, বিজ্ঞপ্তি, পুণঃপুন, আবৃত্তি, ব্রাহ্মণ, বৈসাদৃশ্য।
২। (ক) আধুনিক বাংলা বানানে ৫টি নিয়ম উদাহরণসহ লিখ।
অথবা, (খ) পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ।
আকাংখা, উজল্য, পৈত্রিক, বৈয়াকরণিক, শান্তনা, প্রতিযোগীতা, নুন্যতম, মুমুর্ষ, সম্বর্ধনা।
৩। (ক) বিশেষণ পদের শ্রেণি বিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা, (খ) নিচের অনুচ্ছেদের নিম্ন রেখাঙ্কিত শব্দগুলোর ব্যাকরনিক শব্দ শ্রেণি নির্নয় কর; (৫টি)
রবিবার সকালটা ছিল মেঘলা। বিমল আর রবিন দ্রুত হেটে বাড়ির দিকে যাচ্ছে। যে কোন সময় আকাশ থেকে বৃষ্টি করে পড়বে। হঠাৎ মেঘের ফাক দিয়ে সূর্যালো দেখা দিল। মেঘের খানিকটা উজ্জল লাল রংয়ের হয়ে গেল। রবিন বলল বাহ্ কী চমৎকার দৃশ।
৪। (ক) বাক্যের গাঠনিক শ্রেণি বিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা, (খ) বন্ধনীর নির্দেশমত বাক্যরূপান্তর কর (৫টি)।
1) তিনি ধনী হলেও অসাধু নন। (জটিল)
ঘ) পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক)
iii) সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র। (বিস্ময় বোধক)
jv) তুমি দীর্ঘজীবি হও। (বর্ণনা মূলক)
৪) সরস্বতী বর দিতবেন কী? (নেতিবাচক)
vi) আইন মেনে চলা উচিত। (অনুজ্ঞা সূচক)
vii) তার বয়স হলেও শিক্ষা হয়নি। যৌগিক)
viii) বিপদ এবং দুঃখ এক সাথে আসে। (সরল)
০৫। ক) উপসর্গ কাকে বলে? প্রত্যেক প্রকার উপসর্গ উদাহরণসহ আলোচনা কর।
অথবা, (খ) ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কর (৫টি)।
শতবর্ষ, হরতাল, রক্তারক্তি, সত্যাসত্য, তোরা, উপকূল, দম্পতি, রূপান্তর, কাজলকালো।
ঘ) পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক)
iii) সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র। (বিস্ময় বোধক)
jv) তুমি দীর্ঘজীবি হও। (বর্ণনা মূলক)
৪) সরস্বতী বর দিতবেন কী? (নেতিবাচক)
vi) আইন মেনে চলা উচিত। (অনুজ্ঞা সূচক)
vii) তার বয়স হলেও শিক্ষা হয়নি। যৌগিক)
viii) বিপদ এবং দুঃখ এক সাথে আসে। (সরল)
০৫। ক) উপসর্গ কাকে বলে? প্রত্যেক প্রকার উপসর্গ উদাহরণসহ আলোচনা কর।
অথবা, (খ) ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কর (৫টি)।
শতবর্ষ, হরতাল, রক্তারক্তি, সত্যাসত্য, তোরা, উপকূল, দম্পতি, রূপান্তর, কাজলকালো।
০৬। (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ।
ⅰ) কুপুরুষের মত কথা বলোনা।
ii) বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
iii) সে সভায় উপস্থিত ছিলেন।
iv) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
v) একথা প্রমাণ হয়েছে।
vi) অতি লোভে মুচি নষ্ট।
Vii) বিরাট গরু ছাগলের হাট।
viii) সকল সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
অথবা, (খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগ গুলো শুদ্ধ কর:
বৃষ্টি চলাকালীন সময়ে রাতুল ফিরে এলো। সে খুবই সুবুদ্ধিমান। তার আপাদ মস্তক পর্যন্ত ভেজা। পোষাক পাল্টানো আবশ্যকীয়। কিন্তু প্রথমেই সে আকণ্ঠ পর্যন্ত ভোজন করল। তা দেখে রাতুলের মা বিস্মিত হলো। তবে রাতুল নিঃসন্দিহান যে, তার অসুখ হবে না।
২০
০৭) নিচের যেকোন একটি বিষয় সম্পর্কে প্রবন্ধ রচনা কর।
ক) সময়ের মূল্য
খ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার
গ) চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ঙ) যুদ্ধ নয় শান্তি
Post a Comment