লোড হচ্ছে...

সর্বশেষ

শিক্ষক-কর্মচারীদের বদলিসহ ২০২৫ সালের এমপিও নীতিমালার সকল সংশোধনীসমূহ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করেছে। ২০২৫ সালের এমপিও নীতিমালায় যেসব বিষয়ে সংশোধন আনা হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো।

এমপিও নীতিমালা ২০২৫ এর সংশোধনীসমূহ

প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্নাতক (পাস) কলেজ/স্নাতক (সম্মান) কলেজ/স্নাতকোত্তর কলেজের এমপিওভুক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এমপিও ভুক্তির তারিখ হতে ০৮ (আট) বছর সন্তোষ জনক চাকরি পূর্তিতে প্যাটার্ন ভুক্ত প্রভাষক/সহকারী অধ্যাপকের মোট পদের ৫০% নির্ধারিত বিভিন্ন সূচকে মোট ১০০ নম্বরের মূল্যায়নের ভিত্তিতে 'সহকারী অধ্যাপক' পদে পদোন্নতি পাবেন। ভগ্নাংশের ক্ষেত্রে ০.৫ বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করে পদোন্নতি দেয়া যাবে। এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না। অন্যান্য প্রভাষকগণ এমপিওভুক্তির ১০ (দশ) বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং পরবর্তী ০৬ বছরের মধ্যে অর্থাৎ ধারাবাহিকভাবে এমপিও ভুক্তির ১৬ (ষোল) বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে 'সহকারী অধ্যাপক' পদে পদোন্নতি পাবেন। পদোন্নতি ব্যতীত সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না। এ নীতিমালা জারির পূর্বে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/স্কুল এন্ড কলেজ/উচ্চ মাধ্যমিক কলেজে যারা "জ্যেষ্ঠ প্রভাষক" হিসেবে বর্তমানে কর্মরত আছেন তাদের পদবি "সহকারী অধ্যাপক" হিসেবে পরিবর্তিত হবে।

আরও দেখুন

শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) পরিবর্তন:

এমপিওভুক্ত কোনো সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক/অধ্যক্ষ/উপাধ্যক্ষ অন্য কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমপদে/উচ্চতর পদে নিয়োগ পাওয়ার জন্য বিধি মোতাবেক আবেদন করলে তাঁকে বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে তাঁকে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ায় নতুন প্রতিষ্ঠানে আবেদনকৃত পদে নির্বাচিত হলে যোগদানের পূর্বে পূর্বোক্ত প্রতিষ্ঠানের না-দাবিপত্র ও ছাড়পত্র নিতে হবে। তবে এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে যোগদানের মধ্যবর্তী সময় সর্বোচ্চ ২ (দুই) বছর পর্যন্ত তাঁর ইনডেক্স বহাল থাকবে। ০২ (দুই) বছরের অধিক হলে চাকরির বিরতি (Break of Service) বলে গণ্য হবে এবং এক্ষেত্রে পূর্বের ইনডেক্সের কোনো সুবিধাদি দাবি করা যাবে না এবং ঐ ইনডেক্সের কোনো অভিজ্ঞতা গণনাযোগ্য হবে না এবং ইনডেক্স পূর্নবহাল করা যাবে না। যদি কোন শিক্ষক-কর্মচারীর নিয়মতান্ত্রিক ইনডেক্স কর্তন করা হয় তাহলে তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকান্ড হতে বিরত/অব্যাহতি প্রাপ্ত হবেন এবং তিনি উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/এডহক কমিটির অংশ হতে পারবেন না। জোরপূর্বক দায়িত্ব পালন করলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধান/কমিটি ফৌজদারী মামলা রুজু করবেন।

এনটিআরসিএ'র সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্তসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/প্রভাষকদের কোনো প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে।

 জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা নির্ধারণ: 

পদবী/গ্রেডের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। তবে একই গ্রেডের ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা তাঁদের সংশ্লিষ্ট পদে প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে গণনা করা হবে। এমপিওভুক্তি একই তারিখে হলে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ঐ প্রতিষ্ঠানের যোগদানের তারিখ বিবেচনা করা হবে। তবে কোনো শিক্ষকের নিয়োগ নিয়মিতকরণ করা হলে নিয়মিতকরণের তারিখ যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে। যোগদানের তারিখ একই হলে জন্ম তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ হবে। জন্মতারিখ একই হলে একাডেমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে একাডেমিক পরীক্ষার ফলাফল বলতে এস.এস.সি/সমমান এবং তদুর্ধ্ব পাবলিক পরীক্ষাসমূহের ফলাফল বুঝাবে।

অন্যান্য

বাংলা/ইংরেজি/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু থাকলে উপর্যুক্ত বিষয়ে প্রভাষক/সহকারী অধ্যাপক পদে ০৭ (সাত) জনের অধিক এমপিও ভুক্ত হতে পারবে না।

গত ২৩/১০/২০১৯ খ্রি. তারিখ পর্যন্ত বিধি মোতাবেক নিয়োগকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্সে কর্মরত অনধিক ৩৫০০ (তিন হাজার পাঁচ শত) জন শিক্ষক এর এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষার্থী/পরীক্ষার্থী/পাসের হার থাকা সাপেক্ষে এমপিওভুক্ত করতে হবে।

নিম্ন মাধ্যমিক পর্যায়ে ভৌত বিজ্ঞানের শিক্ষক পদার্থবিজ্ঞান/রসায়ন বিষয়ে স্নাতক বা সমমান হলে ঐ প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে উন্নীত হলে যথাক্রমে রসায়নে/পদার্থবিজ্ঞানে একজন শিক্ষক প্রাপ্ত হবেন।

এ নীতিমালা জারি হওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে কর্মরত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানে পদার্থবিজ্ঞান/রসায়ন হলে ঐ শিক্ষককে সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান/রসায়ন) পদে সমন্বয় করতে হবে। সমন্বয়ের পর অবশিষ্ট ০১টি শূন্য পদে সহকারী শিক্ষক (রসায়ন/পদার্থবিজ্ঞান) এনটিআরসিএ তে চাহিদা প্রদান করতে হবে।

এ নীতিমালা জারি হওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে কর্মরত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানে পদার্থবিজ্ঞান/রসায়ন হলে ঐ শিক্ষককে সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান/রসায়ন) পদে সমন্বয় করতে হবে। সমন্বয়ের পর অবশিষ্ট ০১টি শূন্য পদে সহকারী শিক্ষক (রসায়ন/পদার্থবিজ্ঞান) এনটিআরসিএ তে চাহিদা প্রদান করতে হবে।

এ নীতিমালা জারির পূর্বে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা "অফিস সহকারী কাম হিসাব সহকারী" হিসেবে কর্মরত আছেন তাদের পদবী "হিসাব সহকারী" হিসেবে পরিবর্তিত হবে।

বিস্তারিত তথ্যের জন্য এমপিও নীতিমালা-২০২৫ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


Online Shikkha — শিক্ষা, প্রস্তুতি ও সাম্প্রতিক সংবাদ

School, College, Admission Test, BD Jobs, Competitive Exam Prep, MCQ, Job Solutions & Latest Education News

স্কুল, কলেজ, ভর্তি পরীক্ষা, চাকরি ও প্রতিযোগিতামূলক সকল পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার সর্বশেষ খবর জানতে অনলাইন শিক্ষা ওয়েবসাইটটি ভিজিট করুন।

School, College, Admission Test, BD Jobs, All Competitive Exam Preparation, Quiz, MCQ, Job Question Solution, FAQ, Live MCQ Test, Exam Suggestion, Science, Technology, Health, Agriculture and Latest Education News are regularly posted in Online Shikkha Website.

Visit: https://www.onlineshikkha.top

Post a Comment

Previous Post Next Post