লোড হচ্ছে...

সর্বশেষ

এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী উচ্চ মাধ্যমিক কলেজে পদের সংখ্যা ও বিষয়/বিভাগ খোলার শর্তাবলী।

এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী, এমপিওভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক কলেজে (১১শ-১২শ) ১৬ ধরনের পদ থাকবে।

ক্রমিক পদবি পদ সংখ্যা
অধ্যক্ষ
প্রভাষক/সহকারী অধ্যাপক (বাংলা)
প্রভাষক/সহকারী অধ্যাপক (ইংরেজি)
প্রভাষক/সহকারী অধ্যাপক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
প্রভাষক/সহকারী অধ্যাপক (অনুমোদন থাকলে ঐচ্ছিক প্রতি বিষয়ে ১ জন করে)
শরীরচর্চা শিক্ষক
প্রদর্শক (পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান/প্রাণিবিজ্ঞান বিষয় অনুমোদন ও ল্যাব চালু থাকলে ঐচ্ছিক প্রতি বিষয়ে ০১ (এক) জন করে)
সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
হিসাব সহকারী
১০ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
১১ ল্যাব সহকারী (পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান/প্রাণিবিজ্ঞান বিষয় অনুমোদন ও বিজ্ঞান ল্যাব চালু থাকলে ঐচ্ছিক প্রতি বিষয়ে ০১ (এক) জন করে)
১২ অফিস সহায়ক
১৩ নিরাপত্তা কর্মী
১৪ পরিচ্ছন্নতা কর্মী
১৫ নৈশ প্রহরী
১৬ আয়া [মহিলা কলেজে জন্য/সহশিক্ষা চালু থাকলে]
মোট ১৬ (ষোলো) ধরনের পদ 

উচ্চ মাধ্যমিক কলেজে (১১শ-১২শ) বিষয়/বিভাগ খোলার শর্তাবলি

(i) একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে (Each stream) ন্যূনতম ৩৫ (পঁয়ত্রিশ) জন এবং বিজ্ঞান বিভাগে ২৫ (পঁচিশ) জন শিক্ষার্থী থাকতে হবে। মফস্বলে মানবিক/ব্যবসায় খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম ৩০ (ত্রিশ) জন এবং বিজ্ঞান বিভাগে ন্যূনতম ২০ (বিশ) জন শিক্ষার্থী থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তিমূলক/ট্রেডভিত্তিক/জীবনমুখী/কর্মমুখী বিষয়সমুহকে উৎসাহিত করা হবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা প্রতি ট্রেডে ২০ (বিশ) জন হলেও গ্রহণযোগ্য হবে।

(ii) উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত সাধারণত প্রতি বিভাগে শাখাভিত্তিক চারটি বিষয় (Subject) থাকবে। তবে ৫ম বা ততোধিক বিষয় খুলতে হলে ঐ বিষয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ৩৫ (পঁয়ত্রিশ) জন হতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে মোট শিক্ষার্থী ৯০ (নব্বই) জন থাকতে হবে।

iii) প্রভাষকদের এমপিও প্রাপ্তির ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা শহরে (সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌরসভা) উচ্চ মাধ্যমিক স্তরে দুই বর্ষ মিলে ন্যূনতম ৫০ (পঞ্চাশ) জন এবং মফস্বলে ৪০ (চল্লিশ) জন থাকতে হবে। মহিলা কলেজের ক্ষেত্রে প্রভাষক এমপিও প্রাপ্তির ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা শহরে (সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌরসভা) উচ্চ মাধ্যমিক স্তরে দুই বর্ষ মিলে ন্যূনতম ৪০ (চল্লিশ) জন এবং মফস্বলে ৩০ (ত্রিশ) জন থাকতে হবে।

Post a Comment

Previous Post Next Post