বাস্তব সংখ্যা: সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
বাস্তব সংখ্যার শ্রেণিবিন্যাস
বাস্তব সংখ্যার শ্রেণিবিন্যাস (Classification of Real Numbers)
স্বাভাবিক সংখ্যা (Natural Number)
1, 2, 3, 4, … ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। 2, 3, 5, 7, … ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9, … ইত্যাদি যৌগিক সংখ্যা। দুইটি স্বাভাবিক সংখ্যার গ.সা.গু. 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক।
পূর্ণসংখ্যা (Integer)
শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়। অর্থাৎ …, −3, −2, −1, 0, 1, 2, 3, … ইত্যাদি।
ভগ্নাংশ সংখ্যা (Fractional Number)
$\frac{p}{q}$ আকারের কোনো সংখ্যাকে (সাধারণ) ভগ্নাংশ বলা হয়, যেখানে $q \ne 0$, $q \ne 1$ এবং $q$ দ্বারা $p$ নিঃশেষে বিভাজ্য নয়।
যেমন: $\frac{1}{2}, \frac{1}{3}, \frac{2}{3}, \frac{1}{4}, \dots$
$p < q$ হলে প্রকৃত ভগ্নাংশ এবং $p > q$ হলে অপ্রকৃত ভগ্নাংশ।
প্রকৃত: $\frac{1}{2}, \frac{2}{3}$ অপ্রকৃত: $\frac{3}{2}, \frac{5}{3}$
মূলদ সংখ্যা (Rational Number)
$\frac{p}{q}$ আকারের সংখ্যা যেখানে $p, q$ পূর্ণসংখ্যা এবং $q \ne 0$ হলে তাকে মূলদ সংখ্যা বলে।
যেমন: $\frac{3}{1}=3,\; \frac{11}{2}=5.5,\; \frac{5}{3}=1.666\ldots$
অমূলদ সংখ্যা (Irrational Number)
যে সংখ্যাকে $\frac{p}{q}$ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে।
যেমন: $\sqrt{2}=1.414213\ldots,\; \sqrt{3}=1.732\ldots,\; \frac{\sqrt{5}}{2}=1.118\ldots$
দশমিক ভগ্নাংশ সংখ্যা
মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলে।
সসীম: $0.52,\; 3.4152$ অসীম: $\frac{4}{3}=1.333\ldots,\; \sqrt{5}=2.236\ldots$
যদি অঙ্কের পুনরাবৃত্তি ঘটে → অসীম আবৃত্ত দশমিক যদি পুনরাবৃত্তি না ঘটে → অসীম অনাবৃত্ত দশমিক
বাস্তব সংখ্যা (Real Number)
- $0, \pm1, \pm2, \pm3, \dots$
- $\pm\frac{1}{2}, \pm\frac{3}{2}, \pm\frac{4}{3}, \dots$
- $\sqrt{2}, \sqrt{3}, \sqrt{5}, \dots$
- $1.23, 0.415, 1.333\ldots, 4.120345061\ldots$
ধনাত্মক সংখ্যা: শূন্যের চেয়ে বড় সকল বাস্তব সংখ্যা।
ঋণাত্মক সংখ্যা: শূন্যের চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যা।
অঋণাত্মক সংখ্যা: শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যা।
বাস্তব সংখ্যার শ্রেণিবিন্যাস (চিত্র)
↓
মূলদঅমূলদ
পূর্ণভগ্নাংশ
ধনাত্মক০ঋণাত্মক
মৌলিক১যৌগিক
সসীমঅসীম আবৃত্তঅসীম অনাবৃত্ত
Post a Comment