লোড হচ্ছে...

সর্বশেষ

অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১.  অযৌন জনন কি? ব্যাখ্যা কর।

উত্তর: যে কোনো দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হলে, তাকে অযৌন জনন বলে।অযৌন জনন দুই প্রকার। যথা - অজীব ও জীব।

২. পরাগায়ন কি? পরাগায়নের প্রকারভেদ লেখ।

উত্তর: ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের দুটি ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে।
পরাগায়ন ২ প্রকার। যথা-
১. স্ব-পরাগায়ন,
২. পর-পরাগায়ন।

৩. স্নায়ুতন্ত্র কি? 

উত্তর: প্রাণিদেহের যে সকল বস্তু বিভিন্ন
অঙ্গোর মধ্যে সংযোগ সাধন করে, জৈবিক
কার্যাবলীর মাধ্যমে সম্পর্ক স্থাপন করে ও
সম্পাদন উপযুক্ত পরিবেশের আবেদন তৈরির মাধ্যমে
উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সম্পর্ক স্থাপন করে
তাকে স্নায়ুতন্ত্র বলা হয় ।

৪। রেচন কি? সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা কর।

উত্তর: রেচন বলতে আমাদের দেহের
ক্ষতিকারক বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে
বোঝায়। রেচন তিন প্রকার। চর্ম, বৃক্ক, ফুসফুস।
বৃক্ককে প্রধান রেচন অঙ্গ বলা হয়।

৫. গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য লিখ।

উত্তর: গ্রহ ও উপগ্রহের মধ্যে দুটি পার্থক্য হলো-

১. গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। অপরদিকে উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘোরে।

২. সূর্যের চেয়ে গ্রহ ছোট। কিন্তু গ্রহ থেকে উপগ্রহ ছোট।

৬. খাদ্য ও পুষ্টির মধ্যে পার্থক্য লিখ।

উত্তর: খাদ্য ও পুষ্টির মধ্যে পার্থক্য হলো-
খাদ্য আমাদের দেহের বৃদ্ধি সাধন করে।
অন্যদিকে, পুষ্টি আমাদের দেহের শক্তি সরবরাহ করে।
আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। অপরদিকে, খাদ্য থেকে আমরা পুষ্টি পাই।

৭. বাস্তুতন্ত্র বলতে কি বুঝ? বাস্তুতন্ত্রের উপাদান কয়টি ও কি কি?

উত্তর: যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র।
বাস্তুতন্ত্রের উপাদান ২টি। যথা-
১. অজৈব উপাদান ও ২. জৈব উপাদান।

৮। খাদ্যশৃংখল ও খাদ্যজাল বলতে কী বুঝ?

উত্তর: উদ্ভিদ উৎস থেকে শুরু করে বাস্তুতন্ত্রে একটি প্রাণীকে অন্য একটি প্রাণীর খেয়ে ফেলার যে প্রক্রিয়ার জীবন ধারণের যে প্রক্রিয়া তাই খাদ্যশৃঙ্খল। 

খাদ্যজাল একটি প্রক্রিয়া। খাদ্যশৃঙ্খল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একেই খাদ্যজাল বলা হয়।

৯. নির্দেশক বলতে কী বোঝায়?

উত্তর: যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনটি অম্ল, কোনটি ক্ষারক বা কোনটিই নয় তা নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। লিটমাস, মিথাইল রেড ইত্যাদি বিভিন্ন ধরনের নির্দেশক।

১০। সৌরজগৎ কাকে বলে? এখানে কোন কোন গ্রহ আছে?

উত্তর: মহাবিশ্বের সূর্য ও একে ঘিরে আবর্তনশীল ৮টি গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি ইত্যাদি নিয়ে সূর্যের যে পরিবার তাকে সৌরজগৎ বলা হয়। আবর্তনশীল সৌরজগতে সূর্যকে ঘিরে আটটি গ্রহ আছে। এগুলো হলো-

১. বুধ,

২. শুক্র,

৩. পৃথিবী,

৪. মঙ্গল,

৫. বৃহস্পতি,

৬. শনি,

৭. ইউরেনাস ও

৮. নেপচুন।

১১. বুলবিল কি?

উ: কিছু কিছু উদ্ভিদের কান্ড পর্যাপ্ত পরিমাণে প্রবাহিত না হয়ে পিন্ডের আকৃতি ধারণ করে এদের বুলবিল বলে। যেমন: চুপড়ি আলু।

১২. আনারসকে যৌগিক ফল বলা হয় কেন?

উ: যৌগিক ফল বলতে বোঝায় যে ফুলের একটি সম্পূর্ণ মঞ্জুরির ফল পরিণত হওয়াকে, আনারসের ফুলের নিষিক্তিকরণের পর এর ফুলের পুরো পুষ্পমঞ্জরি ফলে পরিণত হয়। এজন্য আনারসকে যৌগিক ফল বলা হয়।

১৩. মহাশূন্য কাকে বলে?

উঃ মহাবিশ্বে বিদ্যমান গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি ইত্যাদির

মধ্যবর্তী ফাঁকা জায়গা  মহাশূন্য  নামে পরিচিত।

১৪. পৃথিবী আলো পায় কেন?

উঃ প্রতিটি নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে। সৌরজগতে পৃথিবী সূর্যের একটি গ্রহ। গ্রহ ও উপগ্রহের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে প্রতিফলিত হয়। এজন্য পৃথিবী আলো পায়।

১৫. প্রোটিন কি?

 উত্তর: প্রোটিন হলো অ্যামাইনো এসিডের একটি যৌগ। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ফসফরাসের সমন্বয়ে গঠিত।

১৬. রাফেজ কি?

উত্তর: রাফেজ বলতে ফল ও সবজির অপাচ্য তন্তুময় অংশকে বোঝায়।

রাফেজ দেহে পরিবর্তিত হয় না। এটি অপরিবর্তিত ভাবে পৌষ্টিক নালির ভেতর দিয়ে স্থানান্তরিত হয়। রাফেজ হলো আঁশযুক্ত খাবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে।

Post a Comment

Previous Post Next Post