অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. অযৌন জনন কি? ব্যাখ্যা কর।
উত্তর: যে কোনো দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হলে, তাকে অযৌন জনন বলে।অযৌন জনন দুই প্রকার। যথা - অজীব ও জীব।
২. পরাগায়ন কি? পরাগায়নের প্রকারভেদ লেখ।
পরাগায়ন ২ প্রকার। যথা-
১. স্ব-পরাগায়ন,
২. পর-পরাগায়ন।
৩. স্নায়ুতন্ত্র কি?
৪। রেচন কি? সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা কর।
৫. গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য লিখ।
১. গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। অপরদিকে উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘোরে।
৬. খাদ্য ও পুষ্টির মধ্যে পার্থক্য লিখ।
৭. বাস্তুতন্ত্র বলতে কি বুঝ? বাস্তুতন্ত্রের উপাদান কয়টি ও কি কি?
৮। খাদ্যশৃংখল ও খাদ্যজাল বলতে কী বুঝ?
খাদ্যজাল একটি প্রক্রিয়া। খাদ্যশৃঙ্খল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একেই খাদ্যজাল বলা হয়।
৯. নির্দেশক বলতে কী বোঝায়?
উত্তর: যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনটি অম্ল, কোনটি ক্ষারক বা কোনটিই নয় তা নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। লিটমাস, মিথাইল রেড ইত্যাদি বিভিন্ন ধরনের নির্দেশক।
১০। সৌরজগৎ কাকে বলে? এখানে কোন কোন গ্রহ আছে?
১. বুধ,
২. শুক্র,
৩. পৃথিবী,
৪. মঙ্গল,
৫. বৃহস্পতি,
৬. শনি,
৭. ইউরেনাস ও
৮. নেপচুন।
১১. বুলবিল কি?
উ: কিছু কিছু উদ্ভিদের কান্ড পর্যাপ্ত পরিমাণে প্রবাহিত না হয়ে পিন্ডের আকৃতি ধারণ করে এদের বুলবিল বলে। যেমন: চুপড়ি আলু।
১২. আনারসকে যৌগিক ফল বলা হয় কেন?
উ: যৌগিক ফল বলতে বোঝায় যে ফুলের একটি সম্পূর্ণ মঞ্জুরির ফল পরিণত হওয়াকে, আনারসের ফুলের নিষিক্তিকরণের পর এর ফুলের পুরো পুষ্পমঞ্জরি ফলে পরিণত হয়। এজন্য আনারসকে যৌগিক ফল বলা হয়।
১৩. মহাশূন্য কাকে বলে?
উঃ মহাবিশ্বে বিদ্যমান গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি ইত্যাদির
মধ্যবর্তী ফাঁকা জায়গা মহাশূন্য নামে পরিচিত।
১৪. পৃথিবী আলো পায় কেন?
উঃ প্রতিটি নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে। সৌরজগতে পৃথিবী সূর্যের একটি গ্রহ। গ্রহ ও উপগ্রহের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে প্রতিফলিত হয়। এজন্য পৃথিবী আলো পায়।
১৫. প্রোটিন কি?
উত্তর: প্রোটিন হলো অ্যামাইনো এসিডের একটি যৌগ। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ফসফরাসের সমন্বয়ে গঠিত।
১৬. রাফেজ কি?
উত্তর: রাফেজ বলতে ফল ও সবজির অপাচ্য তন্তুময় অংশকে বোঝায়।
রাফেজ দেহে পরিবর্তিত হয় না। এটি অপরিবর্তিত ভাবে পৌষ্টিক নালির ভেতর দিয়ে স্থানান্তরিত হয়। রাফেজ হলো আঁশযুক্ত খাবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে।
Post a Comment