লোড হচ্ছে...

সর্বশেষ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৫ সালের প্রাক-নির্বাচনী পরীক্ষার কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর।

 ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজের নির্বাচনী পরীক্ষার কৃষিশিক্ষা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর।

কৃষি শিক্ষা প্রশ্ন ও উত্তর

কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র – বহু নির্বাচনী প্রশ্ন (উত্তরসহ)

১. গ্রিক শব্দ "Aqua" অর্থ কি?
ক. পানি
খ. চাষ
গ. মাছ
ঘ. আকার
✔ সঠিক উত্তর: ক. পানি
২. মাছের ড্রপসি রোগের কারণ কোনটি?
ক. ছত্রাক
খ. ব্যাকটেরিয়া
গ. ভাইরাস
ঘ. পরজীবী
✔ সঠিক উত্তর: খ. ব্যাকটেরিয়া
উদ্দীপক:
জনাব রাশেদ এ বছর তার পুকুরে রাজপুঁটি মাছ চাষ করেন। পোনা মজুদের সপ্তাহ খানেক পর তিনি তার পুকুরে কিছু মাছের ফুলকায় রক্তক্ষরণ, পচন ও ফুলে যাওয়া লক্ষণ প্রত্যক্ষ করেন।
৩. মাছগুলো কোন রোগে আক্রান্ত?
(ক) ক্ষতরোগ
(খ) ড্রপসি রোগ
(গ) কৃমি রোগ
(ঘ) ফুলকা পচা রোগ
✔ সঠিক উত্তর: (ঘ) ফুলকা পচা রোগ
৪. জনাব রাশেদের মাছের রোগ প্রতিরোধ ও প্রতিকারে করণীয়—
i. জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা
ii. জাল রোদে শুকিয়ে পুকুরে ব্যবহার করা
iii. পুকুরে চুন ও লবণ প্রয়োগ করা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✔ সঠিক উত্তর: (খ) ii ও iii
৫. রোটেনন ব্যবহার করা হয় কী কারণে?
(ক) রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দমনে
(খ) আগাছা দমনে
(গ) প্রাকৃতিক খাদ্য উৎপাদনে
(ঘ) জলজ পোকা নিয়ন্ত্রণে
✔ সঠিক উত্তর: (ক) রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দমনে
৬. গলদা চিংড়ির বৈশিষ্ট্য হলো—
i. এটি দেখতে সাধারণত হালকা নীল হয়
ii. এর মাথা দেহের তুলনায় বড়
iii. এর ফ্লাজেলা তিন জোড়া হয়

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✔ সঠিক উত্তর: (ক) i ও ii
৭. কোনটি মাছের প্রাকৃতিক খাদ্য?
(ক) প্ল্যাঙ্কটন
(খ) মাছ
(গ) পাতা
(ঘ) কচুরিপানা
✔ সঠিক উত্তর: (ক) প্ল্যাঙ্কটন
৮. মাছের প্রাকৃতিক খাবার কোনটি?
(ক) চালের কুঁড়া
(খ) গমের ভুসি
(গ) সরিষার খৈল
(ঘ) ডায়াটম
✔ সঠিক উত্তর: (ঘ) ডায়াটম
৯. কোন মাছের দেহ উজ্জ্বল ও রূপালি বর্ণের হয়?
(ক) শিং
(খ) মাগুর
(গ) রাজপুঁটি
(ঘ) তেলাপিয়া
✔ সঠিক উত্তর: (গ) রাজপুঁটি
১০. চিংড়ি প্রধানত কখন খাবার গ্রহণ করে?
(ক) সকালে
(খ) দুপুরে
(গ) বিকালে
(ঘ) রাতে
✔ সঠিক উত্তর: (ঘ) রাতে
১১. পোল্ট্রি খামারে ব্রুডার কিসের জন্য ব্যবহার হয়?
(ক) বাচ্চাকে খাওয়ানোর উদ্দেশ্যে
(খ) বাচ্চাকে তাপ দেওয়ার জন্য
(গ) টিকা প্রদানের জন্য
(ঘ) আলো-বাতাসের জন্য
✔ সঠিক উত্তর: (খ) বাচ্চাকে তাপ দেওয়ার জন্য
১২. মুরগির লিটার কী?
(ক) যন্ত্র
(খ) খাদ্য
(গ) ওষুধ
(ঘ) বিছানা
✔ সঠিক উত্তর: (ঘ) বিছানা
১৩. কোয়েলের জাত কোনটি?
(ক) হোমার
(খ) সিরাজি
(গ) হোয়াইট কিং
(ঘ) ইংলিশ হোয়াইট
✔ সঠিক উত্তর: (ঘ) ইংলিশ হোয়াইট
১৪. ব্রয়লার বাচ্চা পালনের জন্য কত ওজনের বাচ্চা কেনা উত্তম?
(ক) ২৫-৩০ গ্রাম
(খ) ৩২-৪৫ গ্রাম
(গ) ২০-২৫ গ্রাম
(ঘ) ৪৫-৫০ গ্রাম
✔ সঠিক উত্তর: (খ) ৩২-৪৫ গ্রাম
উদ্দীপক:
জানুয়ারি মাসে রিকু তার মুরগির খামারে লক্ষ করল যে, কিছু মুরগির মুখ দিয়ে লালা পড়ছে এবং সাদা চুনের মতো মল ত্যাগ করছে।
১৫. রিকুর খামারের মুরগির কোন রোগ হয়েছে?
ক) রাণিক্ষেত
খ) ককসিডিওসিস
গ) ফাউল কলেরা
ঘ) বার্ডফ্লু
✔ সঠিক উত্তর: ক) রাণিক্ষেত
১৬. উক্ত রোগ প্রতিরোধে রিকুর গৃহীত পদক্ষেপ—
i. মুরগিকে সময়মতো প্রতিষেধক দেওয়া
ii. খামারে জীবাণুনাশক স্প্রে করা
iii. টেরামাইসিন ক্যাপসুল খাওয়ানো

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✔ সঠিক উত্তর: (ক) i ও ii
১৭. মিসেস ক্যাম্পবেল কত সালে খাঁকি ক্যাম্পবেল হাঁস উদ্ভাবন করেন?
(ক) ১৮০১
(খ) ১৯০১
(গ) ১৯৭১
(ঘ) ২০০১
✔ সঠিক উত্তর: (খ) ১৯০১
১৮. কবুতরের কোন জাতটি মাংস উৎপাদনের জন্য বিখ্যাত?
ক) গোলা
খ) সিরাজি
গ) আমেরিকান কিং
ঘ) ফ্যানেটেল
✔ সঠিক উত্তর: ক) গোলা
উদ্দীপক:
আলম সাহেব ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপন করলেন। খামারে তিনি উন্নতজাতের কিছু মুরগি পালন করতে লাগলেন যা ৫–৬ মাসেই ডিম দিতে শুরু করল।
১৯. আলম সাহেবের পালনকৃত জাত কোনটি?
ক) ব্রয়লার
খ) লেয়ার
গ) সাসেক্স
ঘ) ব্রাহমা
✔ সঠিক উত্তর: খ) লেয়ার
২০. উদ্দীপকে উল্লেখিত মুরগির বৈশিষ্ট্য—
i. চর্বি কম থাকে
ii. ওজনে হালকা
iii. শারীরিক বৃদ্ধি বেশি

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✔ সঠিক উত্তর: (ক) i ও ii

Post a Comment

Previous Post Next Post