লোড হচ্ছে...

সর্বশেষ

প্রাপ্তবয়স্ক ব্যক্তির ২০ টি সাধারণ রোগের ওষুধের নাম ও ব্যবহার।

কয়েকটি অতি সাধারণ রোগের ওষুধের নাম ও ব্যবহারের নিয়ম দেয়া হলো।

১. পায়ের গোড়া ফেটে যাওয়ার ঔষধ

পায়ের গোড়ালি ফেটে যাওয়া, ব্যথা করা, এমনকি রক্ত বের হলে উত্তম সমাধান হলো SALICID 12% Cream ওষুধটি ব্যবহার করা।


১২% স্যালিসাইলিক এসিড মরা চামড়া নরম করে তুলে ফেলে এর ফলে ফাটা জায়গা দ্রুত ঠিক হয়। নিয়মিত ব্যবহার করলে ৩–৭ দিনের মধ্যেই দৃশ্যমান উন্নতি দেখা যায়।


 ব্যবহারের নিয়মঃ

প্রতিদিন রাতে পা ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে লাগাতে হবে। দিনে ১ থেকে ২ বার আলতো করে লাগিয়ে দিতে হবে।


⚠️ যাদের জন্য নিষেধ: 

শিশু, পরামর্শ ব্যতীত ডায়াবেটিস রোগী, গভীর ক্ষতে

২.  একজন ক্ষুধামন্দা, কানে কম শোনা ও ডায়াবেটিস রোগীর ঔষধ/প্রেসক্রিপশন।

72 Y Female 02/12/2025

Complaint

Anxiety/Depression Uncontrolled DM(Diabetes), Poor hearing

Rx,

Tab. Thyrox 25 mg

1+0+0

খাওয়ার আগে চলবে (থাইরয়েড এর জন্য)

Tab. Glicron 80 mg

দেড়+০+দেড়

খাওয়ার আগে চলবে।

Tab. Glinta M 2.5/500mg

১+০+১ খাওয়ার পরে চলবে

00/20.6, 15.7/26.5

Tab. Rolip 5 mg

Tab. Renxit

0+0+5

খাওয়ার আগে চলবে। চর্বি দূর করতে।

Tab. Calcin-O 400 mg

১+০+১ খাওয়ার পরে চলবে।

Tab. Maxpro 20 mg

১+০+১টা খাওয়ার আগে ২ মাস গ্যাস্ট্রিক এর জন্য।

Tab. Furoclav 250

2+0+2 খাওয়ার পরে ১৪ দিন ইনফেনশন এর জন্য

Advices

সকাল ৭.৩০ঃ নাস্তা (২টা রুটি), সকাল ১১.০০: নাস্তা (২ টা রুটি), দুপুর ২.০০: ভাত, বিকাল ৬.০০ঃ নাস্তা (১-২ টা রুটি), রাত ১০.০০ঃ ভাত

পানি খাবেন সারাদিনে ৬-৮ গ্লাস।

সকালে খালিপেটে পানি খাবেন না।

Follow-up

১ মাস পর, FBS, ABF, S.Creat, Urine RME, TSH, FT4, CBC, টেস্ট রিপোট নিয়ে আসবেন

৩. ত্বক থেকে আচিল (Warts), কড়া (corns) এবং ক্যালাস (calluses) দূর করতে ব্যবহার করুন→

D-film Solution-15ml (Salicylic Acid and Collodion)

১ বাব দিনে বিশেষ করে রাতে ঘুমানোর আগে ব্যবহার করা ভালো। ৬-১২ সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ হতে পারে।

ব্যবহার নিষেধঃ মুখমণ্ডল, যৌনাঙ্গ, পায়ুপথ এবং জন্মগত তিলে।


৪.এলার্জি, চুলকানি, স্ক্যাবিসাইডাল রোগের জন্য চিকিৎসা :

Rx:

  1. Tab. Penvik- 250/500 mg 1+1+1+1 7 দিন
  2. Cap. Fluclox 500mg (fluxacillin) 1+1+1+1-7 দিন (প্রয়োজন মতো)
  3. Cream. Unix (permethrin) রোজ 1 বার রাতে ব্যবহার ৭ দিন
  4. Solution. Tetrasol (monosulfiram) গোসলের পরে মাখুন শরীরে ---- ৭দিন

৫.গলা ব্যথা, টনসিলের ব্যথা:

Rx:

  1. Tab. Moxquin 400mg (Moxifloxacin) 0+0+1------ ৭ দিন
  2. Tab. Bilista 20mg (Bilastine) 0+0+1--------৭ দিন
  3. Cap. Doxicap 100mg (Doxycycline) ৭দিন
  4. Cap. Sergel 40mg (Esomeprazole) ৭দিন 1+0+1---

৬.কিছু খেতে পারে না খাবারের অরুচি:

Rx:

  1. Syp. Zovia gold (multivitamin &multi mineral) 2 চামচ × 2 বার ---- 1 মাস
  2. Tab. Firmvit (Multivitamin + L-lysine) 1+0+1 1 মাস
  3. Tab. Efodio 10mg(Domperidone maleate) 1+1+1 1 মাস (খাবার আগে)
Headache Medication Information

৭. Headache (মাথাব্যাথা)

Rx:

Paracetamol:

Tab. Renova 500mg-Opsonin, Tab. Fast 500 mg-Acmes, Reset 500mg-incepta, Xpa-Aristopharma, Xcel-ACI. 1+1+1 - 7 day.

Or, Paracetamol + Caffeine:

Tab. Reset Plus-incepta, Renova plus-Opsonin, Fast plus-Acme, Xpa C-Aristopharma, Cetam plus-Pacific Pharmaceuticals. 1+1+1 - 7 day.

Or, Pizotifen:

Tab.Pizofen 1.5mg-Navana, Zofen 1.5mg-Aristopharma 0+0+1 -

Or, Amitriptyline Hcl:

Tab. Tryptin 10mg-Square. 0+0+1

Tolfenamic acid:

Tab. Tufnil 200mg-SK+F, Tab. Migratol 200mg-Beacon. Adult: 100-200mg tid or 1+1+1

Cream. Salinix 15/30-incepta, Icykool 15-Beximco.

Fluphenazine Hcl + Nortriptyline:

Tab. Norzin-Aristopharma. 1+0+1 -

৮) Urinary Tract Infection (মূত্রনালীর প্রদাহ)

রোগের লক্ষণ:

  • ১. জ্বর, ঘন ঘন প্রসাব, প্রস্রাবে জ্বালাপোড়া।
  • ২. তলপেটে ব্যথা ও বমিভাব।
  • ৩. শরীর জ্বালাপোড়া।

চিকিৎসা:

১) Paracetamol: Napa/Ace/Renova/Tamen/Fast
প্রাপ্ত বয়স্ক (Adult): 665mg দিন ৩-৪ বার ৫দিন (ভরাপেটে)

২) Ciprofloxacin: Ciprocin/Neofloxin/Ciprox
প্রাপ্ত বয়স্ক (Adult): 500mg দৈনিক ২বার ৭-১৪ দিন।

৩) Tiemonium Methylsulphate: Algin/Viset
প্রাপ্ত বয়স্ক (Adult): ১টি ট্যাবলেট দৈনিক ৩বার ৭দিন।

৪) Omeprazole: Seclo/Losectil/Omep
প্রাপ্ত বয়স্ক (Adult): 20mg দৈনিক ২বার ১৫ দিন।

৫) Amitriptyline: Tryptin/Amilin
প্রাপ্ত বয়স্ক (Adult): 10mg দৈনিক ১ বার রাতে ১৫দিন।

৯) Polymenorrhoea (একাধিক ঋতুস্রাব)

রোগের লক্ষণ:

  • ১) মাসে একাধিক ব্রিডিং।
  • ২) রক্তশূণ্যতা দেখা দেয়।
  • ৩) জ্বর ও দূর্বলতা দেখা দেয়।
  • ৪) তলপেট ব্যথা হয়।

চিকিৎসা:

১) Norethisterone: Normens/Remens/Noteron
প্রাপ্ত বয়স্ক (Adult): ১টি ট্যাবলেট দিন ৩ বার -২১দিন।

২) Zinc+Iron+Folic acid: Cap. Zif-CI
প্রাপ্ত বয়স্ক (Adult): ১টি ক্যাপসুল দিন ১ বার ---১মাস।

৩) Tranexamic Acid: Traxyl/Frabex/Intrax
প্রাপ্ত বয়স্ক (Adult): 500mg দৈনিক ২ বার ৫ দিন।

৪) Cefixime: Cef-3/Afix/Roxim/Denver
প্রাপ্ত বয়স্ক (Adult): 200mg দৈনিক ২ বার ৭-১০ দিন।

৫) Omeprazole: Seclo/Losectil/Omep
প্রাপ্ত বয়স্ক (Adult): 20mg দৈনিক ২ বার ১০ দিন।

Nahid hasan.

চিকিৎসা সংক্রান্ত তথ্য

১০.ঠান্ডা, কাশি প্রচুর হচ্ছে এখন কি করবেন ?

  • Tab. Cetirizine 10mg
    0+0+1--8 days
  • Syrup. Ambroxol / Dextromethorphan hydrobromide ২চামচ করে দৈনিক ৪ বার ৫ দিন খেতে হবে। ৫,৬ দিন খাওয়ার পর কাশি, ঠাণ্ডা ভালো না হয়, তবে সাথে Antibiotic

১১.প্রচুর মাথা ব্যথা হচ্ছে কি ট্রিটমেন্ট দিবেন?

প্রথম পর্যায়ে

  • Tab. paracetamol 500 mg 1+1+1-3 days

যদি কাজ না হয়

  • Tab. Tolfenamic Acid 200mg 1+0+1 মাথা ব্যথা থাকলে খাবে। যদি তীব্র মাথাব্যথা হয় তাহলে চলবে

১২.মাসিক চলাকালীন যদি প্রচন্ড ব্যথা হয় করণীয় কি -----?

  • Tab. Indomethacin 25mg 1+0+1. 3days
  • Tab. Tiemonium Methylsulphate 50mg 1+1+1 .......3 days ভরা পেটে খাবে।
  • Cap. Esomeprazole 20mg 1+0+1 10 days খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবে

১৩. হাতে পায়ে চুলকানি হচ্ছে চুলকালে ইনফেকশন হচ্ছে----?

  • Cap. Flucloxacillin 500mg 1+1+1+1 1-7Days (ইনফেকশন হলে খেতে হবে)
  • Tab.Hydroxyzine Hydrochloride 1+0+1 10 days
  • Cream permethrin 5% সারা শরীরে লাগাতে হবে

১৪.Pleural effusion (ফুসফুসে পানি)

রোগ পরিচিতি:

ফুসফুস দ্বি-স্তর বিশিষ্ট একটি পর্দা দ্বারা আবৃত থাকে তাকে ভিসেরাল প্লুরা বলে। কোনো কারণে ফুসফুসের এই পর্দার মধ্যে পানি জমলে তাকে প্লুরাল ইফিউশন বলে।

রোগের কারণ:

  • নিউমোনিয়া, ফুসফুসে যক্ষা, ফুসফুসে ক্যান্সার, ফুসফুসে টিউমার।
  • কার্ডিয়াক ফেইলর, লিভারে ফোঁড়া, পালমোনারী ইনফেকশন।
  • বাতজ্বর, আঘাত জনিত কারণে।

রোগের লক্ষণ:

  • জ্বর
  • কাশি
  • বুকব্যথা
  • শ্বাসকষ্ট
  • বমিভাব
  • অক্সিজেনের ঘাটতি
  • শরীর নীল বর্ণ ধারণ।

পরীক্ষা-নিরীক্ষা:

  1. Chest X-ray
  2. CT Scan of chest

চিকিৎসা: Treatment

Rx

  1. রোগীকে হাসপাতালে প্রেরণ করতে হবে।
  2. ফুসফুস থেকে পানি বের করতে হবে।
  3. Paracetamol: Napa/Ace/Renova/Tamen/Fast
    • প্রাপ্ত বয়স্ক (Adult): 665mg দিন ৩-৪ বার ৫দিন (ভরাপেটে)
    • শিশু (Child): 20mg/kg দৈনিক ৩বার ৫দিন (ভরাপেটে)
  4. Cefixime: (Cef-3/Afix/Denver/Roxim)
    • প্রাপ্ত বয়স্ক (Adult): 200mg দৈনিক ২বার ৭ দিন।
    • শিশু (Child): 10mg/kg/day দৈনিক সমান ২ ভাগে ৭দিন।
  5. Ebastine: Ebatin 10 mg
    • প্রাপ্ত বয়স্ক (Adult): 10 mg দিন ১ বার ১ মাস।
    • শিশু (Child): ১ চামুচ দিন ১ বার ১০ দিন।
ব্রণ ও ফোঁড়া চিকিৎসা

১৫.ব্রণ:

লক্ষণ : মুখে লালচে দানা দেখা যায়। দানার ভিতরে চালের মতো সাস থাকে। প্রথমে লাল পরে পেকে পুজ পানি বের হয়।

Rx:

  1. Cream. Salicid (Salicylic Acid 2%)
    প্রাপ্ত বয়স্ক: দিন 2 বার করে লাগাবেন

  2. Gel: Clindacin plus/ Fona plus/Azelen20%
    আক্রান্ত স্থানে দৈনিক ২ বার পরিস্কার করে লাগাতে হবে ১ মাস

  3. Tab. Revital teen G (Multivitamin and multi mineral)
    প্রাপ্ত বয়স্ক: 1 টা করে দিনে একবার ১৫ দিন।

  4. Tab. Giane 2 mg
    প্রাপ্ত বয়স্ক: 2 mg করে রাতে 1 বার 21 দিন।

১৬.ফোঁড়া:

লক্ষণ : ত্বক লাল হয়ে ফুলে উঠে। ভিতরে পুজ জমে। টনটন ব্যথা হয়। জ্বর আসে

Rx:

  1. প্রথমে ফোঁড়া কেটে পুজ বের করতে হবে।
  2. তারপর ড্রেসিং করে দিতে হবে।
  3. Flucloxacillin: Floclox/Fluster / A- flox
    প্রাপ্ত বয়স্ক: 500 mg দিন 4 বার 7 দিন।

  4. Metronidazole: Filmet / Amodis / Metryl
    প্রাপ্ত বয়স্ক: 400 mg দৈনিক 3 বার 5 দিন।

  5. Ketorolac: Rolac / Todol/ Torax
    প্রাপ্ত বয়স্ক: 10 mg দৈনিক 2 বার 5 দিন।

  6. Omeprazole: Seclo / Losectil / Omep
    প্রাপ্ত বয়স্ক: 20 mg দৈনিক 2 বার 10 দিন।

১৭.ডায়রিয়া রোগ

লক্ষণ

  • পাতলা পায়খানা
  • বমি বমি ভাব
  • পেট ব্যথা

পরীক্ষা

  • S. Creatinine (কিডনির পরীক্ষা)
  • CBC
  • Urine R/E
  • S. Electrolytes (শরীরের লবণ পরীক্ষা)

চিকিৎসা

  • Tab. Ciprofloxacin 500mg – 1+0+1 (৭ দিন)
  • Tab. Metronidazole 400mg – 1+1+1 (৫ দিন)
  • Tab. Amodis / Filmet
  • Tab. Azithromycin 500mg – 0+0+1 (৫ দিন)
  • Tab. Ondansetron 8mg – 1+1+1 (৫ দিন)
    বমি বন্ধ হলে বন্ধ করতে হবে

১৮.অর্শ / গেজ রোগ

লক্ষণ

  • গুহ্যদ্বার দিয়ে রক্ত বের হওয়া
  • জ্বালা-পোড়া ও ব্যথা
  • কষ্ট করলে গুহ্যদ্বার নিচে নেমে আসা

চিকিৎসা

  • Syrup Pilen 450ml – ৪ চামচ করে দিনে ২ বার
  • Syrup Senalex 200ml – রাতে ৬ চামচ গরম পানির সাথে
  • Syrup Carmina 450ml – ৪ চামচ করে দিনে ২ বার
  • Oil Multicur 30ml – গুহ্যদ্বারে ব্যবহার
  • Tab. Alben DS – ১ম দিন ১টা, ২য় দিন ১টা

১৯.গনোরিয়া রোগ

লক্ষণ

  • তলপেটে ব্যথা
  • প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজ বের হওয়া
  • প্রস্রাবের জ্বালা-পোড়া

চিকিৎসা

  • Tab. Ciprofloxacin 500mg – 1+0+1 (৭ দিন)
  • Injection Ceftriaxone 1gm – দৈনিক ১ বার (৭ দিন)

২০.বসন্ত রোগ

লক্ষণ

  • জ্বর
  • শরীর ব্যথা
  • পানিভরা ফুসকুড়ি / র‍্যাশ

চিকিৎসা

  • Tab. Acyclovir 200mg / 400mg – 1+1+1+1+1 (৫ দিন)
    ৫০ কেজির বেশি হলে ৪০০mg, কম হলে ২০০mg
  • Tab. Virax 200mg / 400mg
  • Tab. Cefixime 200mg – 1+0+1 (৭ দিন)
  • Tab. Cef-3
ঘুম কম হলে:
  • Tab. Amitriptyline 25mg – 0+0+1 (১ দিন)

সাধারণ প্রশ্ন ও উত্তর

১. জ্বরের এন্টিবায়োটিক কোনটি? উত্তর: Azithromycin, Cefixime. ২.শিশুদের জ্বরের এন্টিবায়োটিক কোনটি? উত্তর: Cefixime: Cef-3/Afix/Denver Suspension Syrup. ৩.বমির জন্য কোন ঔষধ খেতে হয়? উত্তর: Ondasetrone 8 mg Tablet.

Post a Comment

Previous Post Next Post