লোড হচ্ছে...

সর্বশেষ

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শ্রেণী: সপ্তম

বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হল।

১. যৌতুক বলতে কি বুঝ?

উত্তরঃ বিবাহের সময় যেকোনো পক্ষ কর্তৃক অন্য পক্ষকে বা কারো কর্তৃক যে অর্থ, সম্পদ, দামি সরঞ্জাম বা যেকোনো কিছু প্রদান করলে বা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তখন তাকে যৌতুক বলে। যৌতুক একটি সামাজিক ব্যাধি।

২. যৌতুক প্রতিরোধ করার উপায় কি?

উত্তরঃ আমাদের পাড়া-মহল্লায় সকল মানুষকে যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করব, তাদের আন্দোলনে যোগদান সম্পর্কে জানাবো এবং যোগদান করতে আহবান জানাবো, সকলের মনে যৌতুকের কুফল সম্পর্কে মনোভাব ও সচেতনা জাগিয়ে তুলব।

৩। বাল্যবিবাহ বলতে কি বুঝ?

উত্তরঃ যে বিবাহে বর ও কনে উভয়ই শিশু বা কনে অথবা বর যেকোনো একজন শিশু থাকে তাহলে সেই
বিবাহকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহ একটি মারাত্মক ব্যাধি।বাল্যবিবাহের ফলে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। 

৪। অধিকার কি?

উত্তর: সমাজ ও রাষ্ট্র কর্তৃক যেসকল সুযোগ- সুবিধা প্রদান, মা ভোগের মাধ্যমে নাগরিকের সকল ধরনের সমস্যার সমাধান হয় তাকে অধিকার বলে। প্রতিটি দেশের নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তাদের দেশকর্তৃক স্বীকৃত সকল সুবিধা ভোগ করা। এগুলো তাদের ন্যায্য অধিকার।

৫। অবসর ভাতা কাকে বলে?

 উত্তরঃ সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে সরকার কর্তৃক অনুমোদিত অর্থ যা তাদের জীবনযাপন করতে – সহযোগিতা করবে তাকে অবসর ভাতা বলে। এটি প্রবীন ব্যাক্তিদের সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে তাদের অর্থনৈতিক ভাবে সহযোগিতা করে।

৬। বর্তমান যুগকে পরস্পর নির্ভরশীলতার যুগ বলা হয় কেন?

উত্তরঃ বর্তমান যুগকে পরস্পর নির্ভরশীলতার যুগ বলা হয়। কোনো একটি কাজ কোনো দেশের পক্ষে একা করা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন কয়েকটি দেশের সহযোগিতা। বিশ্বে প্রতি দেশ প্রতিটি দেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ফলে কাজগুলো সম্পন্ন হয়া, এই সহযোগিতামূলক আচরণের জন্যই বর্তমান যুগকে পরস্পর নির্ভরশীলতার যুগ বলা হয়।


৭। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ও কি কি?

 উত্তরঃ জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়াট। সেগুলো হলো- ইংরেজি, আরবি, ফারসি, রাশিয়ান, স্পেনিশ ও চাইনিজ। তবে এগুলোর মধ্য থেকে ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হয়।

৮। ভারতকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাসমৃদ্ধ দেশ বলা হয় কেন?

উত্তর: ভারতকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাসমৃদ্ধ দেশ বলা হয়। দেশটিতে পাঁচ হাজার বছর আগের নিদর্শন পাওয়া গিয়েছে। তাদের মধ্যে রয়েছে আগ্রার তাজমহল, প্রাচুর্য মন্দির, লালবাগ কেল্লা, বিভিন্ন শিলা-পাথর ইত্যাদি। প্রাচীন সভ্যতার এই নিদর্শন পাওয়ার জন্য ভারকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাসমৃদ্ধ দেশ বলা হয়।

৯। চীনকে বহুজাতিক সম্প্রদায়ে দেশ বলা হয় কেন?

উত্তরঃ চীন পূর্ব এশিয়ার একটি জনবহুল রাষ্ট্র দেশ, বিভিন্ন জাতি-সত্তার মানুষের বসবাস এই দেশে। প্রায় ৫৬টি জাতি বসবাস চীনে। বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত হওয়ায় চীনকে বহুজাতিক সম্প্রদায়ে দেশ বলা হয়।

১০। দ্বীপময় দেশ কাকে বলে?

উত্তরঃ জাপানকে দ্বীপময় দেশ বলে। এখানে ছোট বড় প্রায় চার হাজার দ্বীপ রয়েছে। বড় চারটি দ্বীপ হলো-হোক্কাইডো, হনসু, শিকোকু ও কিউশু। জাপানকে 'সূর্যোদয়ের দেশ'ও বলা হয়।

১১. যৌতুক রিরোধী আন্দোলন কিভাবে গড়ে তুলবে?

উত্তরঃ আমাদের পাড়া-মহল্লায় সকল মানুষকে যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করব। তাদের আন্দোলনে যোগদান করতে আহ্বান করব। সকলের মনেই যৌতুকের কুফল সম্পর্কে মনোভাব ও সচেতনতা সৃষ্টি করা। সকলের সহযোগিতায় যৌতুক রিরোধী আন্দোলন গড়ে তুলবে।

১২. প্রবীনদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয় কেন?

উত্তরঃ আমাদের প্রবীণদের একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার কারণে প্রবীণদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়। পূর্বে সকল পরিবারই ছিল প্রায় একান্নবর্তী, কিন্তু বর্তমানে একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ায় প্রবীণরা একা বোধ করে। তাদের সাথে গলল্প-গুজব করার জন্য কেউ থাকে না। তারা তাদের মনের কথা কাউকে বলতে পারে না। তারা একাকিত্ব বোধ করে। ফলে প্রবীনদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়।

১৩. নারী পুরুষের সমান অধিকার বলতে কি বুঝ?

উত্তরঃ সমাজে নারী ও পুরুষের সমান অধিকারকে নারী-পুরুষের সমানাধিকার বলে। সমাজে পুরুষের যে ধরণের অধিকার ঠিক তেমনি নারীরও সেই অধিকার রয়েছে। সে অধিকারে বৈষম্য না করাকে নারী পুরুষের সমান অধিকার সমানাধিকার বলে।

১৪. ভারতকে পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক দেশ বলা হয় কেন?

উত্তরঃ ভারতকে পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক দেশ বলা হয়। কারণ বিশ্বের সকল গনতান্ত্রিক কাজ ভারত খুব সঠিকভাবে সম্পন্ন করে। ভারত তাদের এই সঠিকভাবে গনতান্ত্রিক কাজ সম্পন্ন করায় তাকে ভারতকে পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক দেশ বলা হয়।


Post a Comment

Previous Post Next Post