ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
অর্ধবার্ষিক পরীক্ষা-২০১৯
শ্রেণী: একাদশ
বিষয়: কৃষি শিক্ষা-১ম পত্র
বিষয় কোড: ২৩৯
সময়: ২ ঘণ্টা
সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন
পূর্ণমান: ৫০
| দ্রষ্টব্য: প্রথম ২০ মিনিটে সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে বহুনির্বাচনি প্রশ্নগুলোর সঠিক উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। পাঁচটি সৃজনশীল প্রশ্ন থেকে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও।)
সৃজনশীল প্রশ্ন
পূর্ণমান: ১০ × ৩ = ৩০
-
জামালের জমিতে ফসলের ফলন প্রতি বছর কমছে। সার প্রয়োগসহ সকল পরিচর্যা স্বাভাবিক আছে। লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা আলিম খানের পরামর্শে সে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে গিয়ে বিষয়টি জানান। উদ্যোক্তা ইন্টারনেটে এসআরডিআই এর ওয়েবসাইটে সার সুপারিশমালা দেখে জামালকে নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ করে করতে বলেন। ওয়েবসাইটের পরিমাণমতো সার প্রয়োগ করে জামাল ভালো ফলন পেয়েছেন।
ক. কৃষি শিক্ষা কী? (১)
খ. ইন্টারনেট থেকে কৃষির কী কী তথ্য পাওয়া যায়, ব্যাখ্যা কর। (২)
গ. উদ্যোক্তা জামালের জমির সারের সুপারিশ কীভাবে বের করল, ব্যাখ্যা কর। (৩)
ঘ. জামালের জমিতে ভালো ফলন পাওয়ার বিষয়টি বিশ্লেষণ কর। (৪)
-
ইতনা গ্রামের অধিকাংশ ব্যক্তি কৃষিজীবী। এ গ্রামের কৃষকেরা তাদের চাহিদা ও সমস্যা সমাধানের জন্য স্থানীয় বিদ্যালয় মাঠে প্রতি সপ্তাহের সোমবার সমবেত হন। অনেক সময় উপজেলা কৃষি কর্মকর্তাও এ সমাবেশে যোগ দেন।
ক. মাঠ ফসল কী? (১)
খ. বাংলাদেশে উদ্যান ফসল চাষ জনপ্রিয় কেন? ব্যাখ্যা দাও। (২)
গ. উদ্দীপকে কৃষকদের সমবেত হওয়ার ঘটনাটিকে কী বলে? বর্ণনা কর। (৩)
ঘ. কৃষকের সমস্যা সমাধানে উদ্দীপকের ঘটনাটি কী ভূমিকা রাখে বলে তুমি মনে করো? মতামত দাও। (৪)
-
কৃষক তারেক তার ফসলি জমি থেকে আশানুরূপ উৎপাদন পাচ্ছেন না। এ অবস্থায় তিনি এলাকার কৃষি উন্নয়ন কর্মকর্তাকে তার সমস্যার কথা জানালে একদিন কর্মকর্তা উক্ত জমির মাটি পরীক্ষা করে দেখলেন মাটির pH ৫.০। এরপর তিনি জমির উৎপাদন ক্ষমতা বাড়াতে কৃষক তারেককে জমিতে সবুজ সার প্রয়োগের পরামর্শ দেন।
ক. মাটির pH বলতে কী বুঝ? (১)
খ. বায়োপেস্টিসাইড ব্যবহারের সুবিধা কী? (২)
গ. তারেকের ফসলি জমির মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। (৩)
ঘ. উদ্দীপকে উল্লেখিত কৃষি উন্নয়ন কর্মকর্তার দেওয়া পরামর্শটি মূল্যায়ন কর। (৪)
-
Document Text Diagram ৪. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।জিপসাম - Aজৈব সার- B↓ (Connects both A and B to the next box)ক্ষারীয় মাটি↓কম ক্ষারীয় মাটি- ক. মাটি বলতে কী বুঝ?
- খ. মাটিতে চুন ব্যবহার করা হয় কেন?
- গ. মাটির ক্ষারত্ব কমাতে A উপাদানটির কার্যক্রম ব্যাখ্যা কর।
- ঘ. 'উক্ত মাটির ক্ষেত্রে A পদ্ধতির চেয়ে B পদ্ধতি বেশি দীর্ঘস্থায়ী ও লাভজনক'- উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও।
208
৫. মিলন একজন সচেতন কৃষক। তিনি প্রতিবছর তার জমিতে লতাপাতা, খড়কুটা, রান্নার উচ্ছিস্ট দিয়ে জমি ঢেকে রাখেন। এতে তার জমির ফসল খুব ভাল হয়। রাতুলও একজন কৃষক। তিনি দ্রুত এবং বেশি ফসলের আশায় জমিতে বেশি করে সেচ দেন এবং রাসায়নিক সার ব্যবহার করেন। কিন্তু এতে তার ফসলের ফলন আশঙ্কাজনকভাবে কমে যায়।
- ক. সেচ কী?
- খ. ফসলের জমিতে সেচ দেওয়ার কারণ ব্যাখ্যা কর।
- গ. মিলনের গৃহীত পদক্ষেপটি কী? বর্ণনা কর।
- ঘ. রাতুলের জমির ফলন কমে যাওয়ার কারণ কী? এরূপ পরিস্থিতি হতে রাতুলের উত্তরণের উপায় বিশ্লেষণ কর।
8.
বহুনির্বাচনি অভীক্ষা বহুনির্বাচনি অভীক্ষা
পূর্ণমান: ১ × ২০ = ২০
১. অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৫
২. নিচের কোনটি দানাজাতীয় ফসল?
- ক. সূর্যমুখী
- খ. কাউন
- গ. শনপাট
- ঘ. মেস্তা
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
সৌরভ সপ্তাহে একদিন সন্ধ্যার বাড়ির উঠোনে তার পাড়ার কৃষকদের নিয়ে সভা করেন। সভায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
৩. সৌরভের উক্ত সভার ফলে-
- i. কৃষি সেবা হয়।
- ii. কৃষি তথ্য সরবরাহ হয়
- iii. সামাজিক সমস্যার সমাধান হয়
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
৪. কোন বিষয়ে উদ্দীপকের সভা অনুষ্ঠিত হয়?
- ক. পারিবারিক
- খ. রাজনৈতিক
- গ. কৃষি
- ঘ. সামাজিক
৫. উদ্যান ফসলের উদাহরণ কোনটি?
- ক. ধান
- খ. গম
- গ. আখ
- ঘ. গাজর
৬. মাছ চাষকে কি বলে?
- ক. এপিকালচার
- খ. পিসিকালচার
- গ. সেরিকালচার
- ঘ. হর্টিকালচার
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
সবুজ একদিন টিভিতে দেখল পাহাড় ধ্বসের কারণে চট্টগ্রামের একটি পাহাড়ের কিনারা ঘেঁষে বসবাসকারী অনেক লোক মারা গেছে। পাহাড়ে জুম চাষ, পাহাড় কেটে বসতবাড়ি বানানো এবং গতরাতের বৃষ্টিপাত এই পাহাড় ধ্বসের কারণ বলে ধরা হচ্ছে।
৭. উক্ত ঘটনাটি কোন ভূমিক্ষয়ের ইঙ্গিত দিচ্ছে?
- ক. প্রাকৃতিক
- খ. রিল
- গ. মানবসৃষ্ট
- ঘ. আস্তরণ
৮. উক্ত ঘটনাটির দীর্ঘস্থায়ী ক্ষতিকর দিক হলো-
- i. মাটির উর্বরতার অপচয়
- ii. নদীর নাব্য কমে যায়
- iii. বন্যার প্রাদুর্ভাব বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
৯. অম্ল মাটির pH মান কত?
- ক. ৫.৫
- খ. ৬.৫
- গ. ৭.৫
- ঘ. ১০.৫
১০. যে মাটিতে চুনের প্রাধান্য বেশি তাকে বলে-
- ক. অম্লীয় মাটি
- খ. বেলে মাটি
- গ. ক্ষারীয় মাটি
- ঘ. প্রধান মাটি
১১. অনুজীব সার মাটির-
- i. অনুজীবের কার্যাবলী বাড়ায়
- ii. ক্ষতিকর জীবাণু ধ্বংস করে
- iii. স্বাস্থ্য উন্নত করে
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
মাটির বুনট রূপান্তরে ও উর্বরতা বৃদ্ধিতে কেঁচো সার ব্যবহার করা হয়। মাটির পুষ্টি উপাদান বৃদ্ধিতে এ সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১২. কেঁচো দ্বারা উৎপন্ন উক্ত সারকে কী বলা হয়?
- ক. কম্পোস্ট
- খ. বায়োপেস্টিসাইড
- গ. ভার্মিকম্পোস্ট
- ঘ. ট্রাইকোডার্মা
১৩. উক্ত সার প্রয়োগে-
- i. মাটিতে দ্রবনীয় নাইট্রোজেন আটকা পড়ে
- ii. বাতাস ও পানি সরবরাহ বৃদ্ধি পায়
- iii. অনুজীবের ক্রিয়াকলাপ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
১৪. মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?
- ক. মালচিং
- খ. সেচ
- গ. মৃত্তিকা সংরক্ষণ
- ঘ. নিকাশ
১৫. কোন মাটি ফসল উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী?
- ক. বেলে
- খ. দোআঁশ
- গ. পলি
- ঘ. কাদা
Question Page নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
লিগিউম জাতীয় শস্যের শিকড়ে এক ধরনের শুটি থাকে, যাতে একটি পুষ্টি উপাদান সঞ্চিত থাকে। পরবর্তীতে ফসল চাষের সময় এই পুষ্টি উপাদান ফসল এর কাজে লাগে।
১৬. কোন পুষ্টি উপাদান গুটিতে সঞ্চিত থাকে?
- ক. অক্সিজেন
- খ. নাইট্রোজেন
- গ. হাইড্রোজেন
- ঘ. সালফার
১৭. লিগিউম জাতীয় শস্যের উদাহরণ-
- খেসারী
- গম
- মাসকলাই
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. ii ও iii
- গ. i ও iii
- ঘ. i, ii ও iii
১৮. প্রতি কেজি বীজ শোধনের জন্য কত গ্রাম ভিটাভেক্স-২০০ পানিতে গুলতে হবে?
- ক. ১
- খ. ২
- গ. ৩
- ঘ. ৪
১৯. আলু চাষের জমি প্রস্তুত করতে হয় -
- মাটি ঝুরঝুর করে
- ৫-৬ টি চাষ দিয়ে
- আগাছাযুক্ত রেখে
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. ii ও iii
- গ. i ও iii
- ঘ. i, ii ও iii
২০. কোনটি পেঁয়াজের উন্নত জাত?
- ক. সিন্দুরী
- খ. জিমলা
- গ. বারি পেঁয়াজ-১
- ঘ. রূপা
Post a Comment