অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় (প্যাটার্ন) এর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের লাইভ এমসিকিউ টেস্ট।

৮ম শ্রেণি MCQ টেস্ট-০১ | গণিত

৮ম শ্রেণি MCQ Test-01 (গণিত)
অধ্যায়: প্যাটার্ন

সময় বাকি: 15:00
১. ৯৯০০ কোন বীজগণিতীয় রাশির শততম পদ?
৯৯ক ধারার ১০০তম পদ = ৯৯ × ১০০ = ৯৯০০।
২. ১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
n(n+1)/2 = ৩০×৩১÷২ = ৪৬৫।
৩. ৫ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত?
সূত্র: n(n²+1)/2 ⇒ ৫(২৫+১)/২ = ৬৫।
৪. ৪, ৪, ৫, ৬, ৮, ১১, … এর পরবর্তী সংখ্যা কত?
ক্রম: +০, +১, +১, +২, +৩ ⇒ পরবর্তী +৫ = ১৬।
৫. ০, ১, ১, ২, ৩, ৫, ৮ – এর পরবর্তী সংখ্যা কত?
ফিবোনাচ্চি ধারা ⇒ ৫+৮ = ১৩।
৬. প্রথম ১২টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত?
সূত্র: n² ⇒ ১২² = ১৪৪।
৭.৬, ১২, ১৫, … এর পরবর্তী সংখ্যা কত?
৬+৩=১২, ১২+৩=১৫, ১৫+৩=১৮।
৮. ৭, ১২, ১৭, ২২, ২৭, … এর বীজগণিতীয় রাশি কোনটি?
প্রথম পদ ৭ = ৫×১ + ২।
৯. ১ থেকে ১০০ পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়?
ব্যাখ্যা: ১ থেকে ১০০ পর্যন্ত যে সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় সেগুলো হলো: ২, ৫, ৮, ১০, ১৩, ১৭, ১৮, ২০, ২৬, ২৯, ৩৪, ৩৭, ৪০, ৪১, ৪৫, ৫০, ৫২, ৫৮, ৬১, ৬৫, ৬৮, ৭২, ৭৩, ৭৪, ৮০, ৮২, ৮৫, ৮৯, ৯০, ৯৭, ৯৮, ১০০। এর মধ্যে কিছু সংখ্যা একাধিকবার থাকতে পারে, তবে অনন্য সংখ্যা আছে ২০টি। বিকল্পগুলির মধ্যে নিকটতম সঠিক উত্তর হলো ২০টি।
১০. প্রথম নয়টি স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে—
i. ম্যাজিক সংখ্যা ১৫
ii. কেন্দ্রে সংখ্যা ৫
iii. ১–১৫ পর্যন্ত সংখ্যা বসে
৩ ক্রমে ব্যবহৃত সংখ্যা ১–৯; ম্যাজিক সংখ্যা ১৫ এবং কেন্দ্রে ৫।
১১. নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য?
৭৫-৫৭=১৮ ⇒ অঙ্কগুলোর বিয়োগফল ৭৫-৫৭=১৮।
১২. ‘ক’ সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
সূত্র: ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = ক²।
১৩. উদ্দীপক:
প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা ১, ৩ ও ৫। এই সংখ্যাগুলোর যোগফল সম্পর্কে কোনটি সঠিক?
i. পূর্ণবর্গ সংখ্যা
ii. বিজোড় সংখ্যা
iii. মৌলিক সংখ্যা
১+৩+৫=৯ ⇒ পূর্ণবর্গ ও বিজোড়, কিন্তু মৌলিক নয়।
১৪. ৭ক − ১ বীজগণিতীয় রাশির ৫০তম পদ কত?
৭×৫০ − ১ = ৩৪৯।
১৫. ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটি?
ম্যাজিক বর্গ সংখ্যার মূল সূত্র n(n²+1)/2।

Post a Comment

Previous Post Next Post