এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন নিম্নে দেওয়া হল।
প্রশ্ন ১ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬১৩ সালে বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করে। কিন্তু ভারতীয় শাসকদের রাজনৈতিক অদক্ষতার কারণে তারা ১৭৫৭ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভারতের শাসনক্ষমতায় আরোহণ করে। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং পরবর্তী দুইশ বছর ইংরেজরা ভারতে শাসনকার্য চালায়।
ক. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ. দ্বৈতশাসন কী?
গ. উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা কর।
ঘ. "উক্ত যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য প্রথমবার অস্তমিত হয়" বিশ্লেষণ কর।
[দি. বো. '১৫]
প্রশ্ন ২ ভারতীয়দের স্বার্থ সংরক্ষণের জন্য ১৮৮৫ সালে সর্বপ্রথম এ উপমহাদেশে একটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। এ দলটি একটি সম্প্রদায়ের দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা রাখলেও অন্য একটি সম্প্রদায়ের লোকজন বঞ্চিত হতে থাকে। পরবর্তীতে বঞ্চিত সম্প্রদায় তাদের স্বার্থ এবং দাবি-দাওয়া পূরণের উদ্দেশ্যে আরও একটি রাজনৈতিক দল গঠন করেন। পরবর্তীতে দল দুটির নেতৃত্বে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
ক. যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন?
খ. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা বিশ্লেষণ কর।
[চ. বো. '২৩]
প্রশ্ন ৩ A দেশটির B অঞ্চল আয়তনে বিশাল। প্রশাসনের পক্ষে এত বড় অঞ্চলের সবকিছু সমানভাবে দেখভাল করা কঠিন হয়ে পড়ে। এই বিবেচনায় তখন অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করা হয়। কিন্তু কিছুদিন পরে আবার দুটি অঞ্চলকে এক করে দেওয়া হয়। এতে করে একটি অংশে অসন্তোষ প্রকাশ পায়।
ক. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
খ. প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে আলোচিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন অংশের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সাদৃশ্যপূর্ণ বিষয়টির প্রভাব বিশ্লেষণ কর।
[ঢা. বো. '২৩]
প্রশ্ন ৪. ভারতের বড়লাট লর্ড কার্জন ভাবলেন যে, বঙ্গপ্রদেশকে বিভক্ত করা হলে বাঙালিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হবে এবং অন্যদিকে হিন্দু ও মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিনষ্ট করা যাবে। এ আশায় তিনি বঙ্গপ্রদেশকে বিভক্ত করে নতুন প্রদেশ সৃষ্টি করেন। বঙ্গভঙ্গের ফলে মুসলমান জনগণের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হলেও বাংলার হিন্দু জনগণ বিশেষ করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়।
ক. কত সালে বঙ্গভঙ্গ হয়?
খ. বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া বঙ্গভঙ্গের পিছনে আর কী কী কারণ ছিল? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা বাংলার হিন্দু ও মুসলমানদের ওপর কীরূপ প্রভাব বিস্তার করে? বিশ্লেষণ কর।
প্রশ্ন ৫. ব্রিটিশ ভারতের X প্রদেশের আয়তন ও জনসংখ্যা বিশাল। একজন প্রশাসকের একার পক্ষে সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করা ছিল অসম্ভব। ফলে কর্তৃপক্ষ প্রশাসনিক ও রাজনৈতিকসহ বিভিন্ন কারণ দেখিয়ে উক্ত প্রদেশটিকে দুটি আলাদা প্রদেশে বিভক্ত করে দুজন প্রশাসক নিয়োগ করেন।
ক. সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রশাসনিক ও রাজনৈতিক কারণ ছাড়া আর কী কী কারণ আছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
[য. বো. '২২]
প্রশ্ন ৬. A দেশটির B অঞ্চল আয়তনে বিশাল। প্রশাসনের পক্ষে এতবড় অঞ্চলের সবকিছু সমানভাবে দেখভাল করা কঠিন হয়ে পড়ে। এই বিবেচনায় তখন অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করা হয়। কিন্তু কিছুদিন পরে আবার দুটি অঞ্চলকে এক করে দেওয়া হয়। এতে করে একটি অংশে অসন্তোষ প্রকাশ পায়।
ক. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
খ. 'দ্বিজাতি তত্ত্ব' বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোচিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন অংশের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উল্লিখিত সাদৃশ্যপূর্ণ বিষয়টির প্রভাব বিশ্লেষণ কর।
[কু. বো. '২২]
প্রশ্ন ৭. ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের এক অধিবেশনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এক প্রস্তাব উত্থাপন করেন। পরের দিন ভারতের জাতীয় দৈনিকগুলোতে সেটিকে 'পাকিস্তান প্রস্তাব' হিসেবে আখ্যায়িত করা হয়।
ক. আগরতলা ষড়যন্ত্র মামলা কী?
খ. দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
ঘ. পাকিস্তান সৃষ্টিতে বর্ণিত প্রস্তাবটির প্রভাব বিশ্লেষণ কর।
[চা. বো. '২১]
প্রশ্ন ৮. আলম সাহেব একজন খ্যাতনামা মুসলিম রাজনীতিবিদ। তিনি তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার জন্য তার দলের বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত ছিল।
ক. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. আলম সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. 'তোমার পঠিত উক্ত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল'- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ লেখ।
[ঢা. বো, '১৬; রা. বো, '২৩; কু. বো, '২১; চ. বো, '২১; দি. বো. '১১; ম. বো. '২৩; সকল বোর্ড '১৮]
প্রশ্ন ৯. বঙ্গভঙ্গ রদ হওয়ার পর ভারতীয় মুসলমানরা বেশ হতাশ হয়ে পড়ে। সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটে। ফলে তারা তাদের জন্য পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা অনুভব করে। মুসলিম নেতৃবৃন্দ এ লক্ষ্যে একটি প্রস্তাব পেশ করেন। উক্ত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আঁকা ছিল।
ক. পলাশীর যুদ্ধ হয় কত সালে?
খ. ৩ জুন পরিকল্পনা কী?
গ. উদ্দীপকে যে ঐতিহাসিক প্রস্তাবের কথা বলা হয়েছে তার মূল বৈশিষ্ট্য আলোচনা কর।
ঘ. উক্ত প্রস্তাবে কীভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আঁকা ছিল? ব্যাখ্যা কর।
[সি. বো. '২১; ব. বো. '১৬]
প্রশ্ন ১০. 'ক' ঔপনিবেশিক দেশের একটি রাজনৈতিক দলের জনপ্রিয় নেতা। তিনি তার দলের সম্মেলনে নিজস্ব জনগণের জন্য ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করেন। তার প্রস্তাবের মধ্যে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের ইঙ্গিত ছিল।
ক. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
খ. 'দ্বিজাতি' তত্ত্ব বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে প্রস্তাবের কথা বলা হয়েছে তার মূল বক্তব্য ব্যাখ্যা কর।
ঘ. উক্ত প্রস্তাবের মধ্যে 'স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল'- বিশ্লেষণ কর।
প্রশ্ন ১১. ১৯৪৬ সালের ভারতবর্ষে ভয়াবহ দাঙ্গা দেখা দেয়। লর্ড মাউন্ট ব্যাটন ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন। তিনি হিন্দু, মুসলিম ও শিখ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বুঝতে সক্ষম হন যে, ভারতবর্ষে আর ব্রিটিশ শাসন সম্ভব নয়। সেই লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস করা হয়।
ক. 'ভাগ কর, শাসন কর' নীতি কী?
খ. মওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন?
গ. উদ্দীপকে যে আইনের কথা বলা হয়েছে, তার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।
[হি. বো. '২১]
প্রশ্ন ১২. উপমহাদেশের শাসনের এক পর্যায়ে ব্রিটিশরা ভারত শাসন আইন নামে একটি আইন তৈরি করে। উক্ত আইনে সর্বপ্রথম ভারতের প্রদেশগুলোতে স্বায়ত্তশাসনের কথা বলা হয়। এ আইন পরবর্তীকালে যুক্তরাষ্ট্র ও দুটি নতুন প্রদেশ গঠন করা হয়। এ আইনের ধারাবাহিকতায় একসময় ভারত ও পাকিস্তান স্বাধীন হয়।
ক. খসড়া শাসন কাকে বলে?
খ. কেন ব্রিটিশ সরকার ভাগ কর ও শাসন কর নীতি গ্রহণ করেছিল?
গ. উদ্দীপকে উল্লিখিত আইনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আইনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
ঘ. 'এ আইনের ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তান স্বাধীন হয়'- বিশ্লেষণ কর।
[সি. বো. '১৭]
প্রশ্ন ১৩. ঔপনিবেশিক শাসন ও নির্যাতনের যাঁতাকলে নিষ্পেষিত 'M' রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করে চলেছে। গণআন্দোলনে বাধ্য হয়ে শাসকগোষ্ঠী একটি নতুন আইন প্রণয়ন করে বাইরে দুইভাগে ভাগ করে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম দিয়ে দেশ ত্যাগ করে।
ক. মন্ত্রিসমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা কতজন?
খ. সুপ্তবদ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আইনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।
[সকল বোর্ড '১৬]
প্রশ্ন ১৪. বিদেশি শাসনাধীন 'ক' নামক রাষ্ট্রটিতে দুটি প্রধান সম্প্রদায় বাস করে। তাদের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে সরকার সম্প্রীতি সৃষ্টির জন্য নিরলস প্রচেষ্টা চালায়। কিন্তু সরকারের সব আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হওয়ায় তিনি মনে করেন, দেশটি বিভক্ত করা ছাড়া শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প উপায় নেই। এ লক্ষ্যে সরকার পার্লামেন্টে একটি আইন পাস করে। আইনটিতে স্বাধীন ও সার্বভৌম দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে বিদেশি সরকারের যাবতীয় দায়-দায়িত্বের অবসান এবং দেশীয় রাজ্যের স্বাধীনতার কথা বলা হয়।
ক. সাম্প্রদায়িক রোয়েদাদ কী?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'ক' রাষ্ট্রের পার্লামেন্টে পাসকৃত আইনের সাথে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মিল আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো ছাড়া ১৯৪৭ সালের 'ভারত স্বাধীনতা আইনের' অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
প্রশ্ন ১৫. 'ক' নামক রাষ্ট্রটি বিদেশি শাসকগোষ্ঠী দ্বারা প্রায় দুই শত বছর শাসিত হয়েছে। প্রথম থেকে বিদেশি শাসকগোষ্ঠী 'ক' রাষ্ট্রে টিকে থাকার জন্য নানা কূটকৌশল অবলম্বন করে। জনগণকে খুশি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করে। কিন্তু কোনো আইনই জনগণকে খুশি করতে পারেনি। অবশেষে বিদেশি শাসকগোষ্ঠী একটি আইন তৈরি করে 'ক' রাষ্ট্রটিকে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করে স্বাধীনতা দিয়ে নিজ দেশে চলে যায়।
ক. কত সালে বঙ্গভঙ্গ সংঘটিত হয়?
খ. ৩রা জুন পরিকল্পনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের যে ঘটনা বা আইনের মিল রয়েছে, তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. তোমার পাঠ্যপুস্তকের ঐ 'ক' রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সফল হয়েছিল? মূল্যায়ন কর।
[কু. বো. '২২)
প্রশ্ন ১৬. ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। যে বিখ্যাত আইনের মাধ্যমে ভারতবর্ষে ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, সেই আইনের নেপথ্যে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল প্রদত্ত একটি পরিকল্পনা উল্লেখ্যযোগ্য ভূমিকার দাবি রাখে।
ক. ফরায়েজি আন্দোলন কী?
খ. মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
গ. উদ্দীপকে বর্ণিত কোন আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? উক্ত আইনের বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত আইনের সাথে গভর্নর জেনারেল প্রদত্ত পরিকল্পনার সম্পর্ক বিশ্লেষণ কর।
[ম. বো. '২২]
১. ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে?
ক. ১৬১০
খ. ১৯০৫
গ. ১৯৪৭
ঘ. ১৯৭১
[দি. বো. '২১]
২. কত সালে পলাশীর যুদ্ধ শুরু হয়? [ঢা. বো. '২২; রা. বো. '১৫; চ. বো. '১৬; সি. বো. '১৫; ব. বো. '১৫; দি. বো. '২৩, '১৯, '১৬, '১৫]
ক. ১৭৫৬
খ. ১৭৫৭
গ. ১৭৬০
ঘ. ১৭৬৪
৩. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
[রা. বো. '২২; সকল বোর্ড '১৮; সি. বো. '১৬]
ক. ১৫০০
খ. ১৬০০
গ. ১৬১০
ঘ. ১৭০০
৪. ভারতে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় কত সালে?
[ম. বো. '২৩]
ক. ১৬০০
খ. ১৭৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
৫. 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
[য. বো. '১৭; ব. বো. '১৭; দি. বো. '১৭, '১৬; ম. বো. '২৩]
ক. লর্ড কর্নওয়ালিশ
খ. লর্ড বেন্টিঙ্ক
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড ডালহৌসি
৬. চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে?
[ঢা. বো. '২৩, '১৫; কু. বো. '১৬; ব. বো. '২৩]
ক. ১৭৫৭
খ. ১৭৬৫
গ. ১৭৮৫
ঘ. ১৭৯৩
৭. মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
ক. শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ. ফখরুদ্দীন মুবারক শাহ
গ. সুলতান আলাউদ্দীন হোসেন শাহ
ঘ. সুলতান দাউদ খান
৮. কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
ক. পানিপথের
খ. বক্সারের
গ. পুনিয়ার
ঘ. পলাশীর
৯. বাংলার কোনটি জগদ্বিখ্যাত ছিল?
ক. রেশমি সুতা
খ. সুতি কাপড়
গ. মসলিন শাড়ি
ঘ. তামাক
১০. ভারতবর্ষ হতে বিভিন্ন দ্রব্যাদি সরাসরি ইউরোপীয় বন্দরে পৌঁছাতো কিসের বদৌলতে?
ক. উপমহাদেশে পৌঁছার দ্রুতগামী ট্রেন চালু হওয়ায় ফলে
খ. বিমান সুবিধা সহজলভ্য হওয়ার ফলে
গ. উপমহাদেশে পৌঁছার নতুন জলপথ আবিষ্কার হওয়ার ফলে
ঘ. উপমহাদেশে পৌঁছার নতুন স্থলপথ আবিষ্কার হওয়ার ফলে
১১. ভাস্কো-দা-গামা কর্তৃক ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কারের উদ্দেশ্য কী ছিল?
ক. উপনিবেশ স্থাপন খ. শিল্পকারখানা স্থাপন
গ. ব্যবসায় বাণিজ্য ঘ. কুঠি স্থাপন
১২. কোনটি ফরাসিদের সর্বাধিক সমৃদ্ধ ও শক্তিশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়?
ক. সুরাট খ. মসলিপট্টমে
গ. পণ্ডিচেরী ঘ. বালেশ্বরে
১৩. ফরাসিদের এদেশ থেকে বিদায় নিতে হয় কেন?
ক. বাণিজ্য প্রতিযোগিতায় টিকতে না পারায়
খ. নির্দিষ্ট হারে শুল্ক প্রদান করায়
গ. ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজয়ের ফলে
ঘ. এদেশে বাণিজ্য করতে উৎসাহ হারিয়ে ফেলায়
১৪. কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
ক. লর্ড মিন্টো খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড জন লরেন্স ঘ. লর্ড রিপন
১৫. সিরাজউদ্দৌলা নবাব ছিলেন-
ক. বাংলা ও আসামের
খ. বাংলা ও বিহারের
গ. বাংলা, বিহার ও উড়িষ্যার
ঘ. বাংলা ও উড়িষ্যার
১৬. বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়-
ক. ১৭৫৭ সালের ২৬ মার্চ
খ. ১৭৫৭ সালের ২৩ জুন
গ. ১৭৫৮ সালের ২৬ মার্চ
ঘ. ১৭৫৭ সালের ২৬ জুন
১৭. মীর কাসিম কে ছিলেন?
ক. মীর জাফরের শ্বশুর
খ. মীর জাফরের জামাতা
গ. মীর জাফরের ভাই
ঘ. মীর জাফরের ছেলে.
১৮. উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা করেন কে?
ক. রানী প্রথম এলিজাবেথ
খ. রানী দ্বিতীয় এলিজাবেথ
গ. মহারানি ভিক্টোরিয়া
ঘ. রাজা পঞ্চম জর্জ
১৯. পাঁচশালা ভূমি বন্দোবস্ত প্রথা চালু করেন কে?
ক. ওয়ারেন হেস্টিংস
খ. রবার্ট ক্লাইভ
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড কর্নওয়ালিস
২০. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-
ক. কোম্পানির প্রতি বিশ্বাস বাড়ে
খ. কৃষকদের আয় বাড়ে
গ. জমিদার প্রথা বিলুপ্ত হয়
ঘ. নতুন জমিদার সৃষ্টি হয়
২১. "সর্বভারতীয় মুসলিম লীগ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ঢা. বো. '১৯; রা. বো, '১৫; য. বো. '২৩, '১৬:
কু. বো. '১৫; চ. বো. '১৬; দি. বো. '২২, '১৫]
ক. ১৯০২
খ. ১৯০৫
গ. ১৯০৬
ঘ. ১৯১১
২২. কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
[য. বো, '২৩; ব. বো. '১৭]
ক. নবাব স্যার সলিমুল্লাহ
খ. লর্ড কার্জন
গ. নবাব আব্দুল লতিফ
ঘ. নবাব ভিকারুল মুলক
২৩. মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কার?
[ব. বো. '১৬]
ক. নবাব স্যার সলিমুল্লাহ
খ. এ. কে. ফজলুল হক
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
২৪. ১৯০৬ সালে শাহবাগে অনুষ্ঠিত মুসলিম শিক্ষা সম্মেলনে কী প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. নিখিল বঙ্গ প্রজা সমিতি
খ. মোহামেডান লিটারেরি সোসাইটি
গ. মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন
ঘ. মুসলিম লীগ
২৫. মুসলিম লীগ ২২ ডিসেম্বর কীসের ডাক দেয়?
ক. নাজাত দিবসের
খ. শোক দিবসের
গ. আলো দিবসের
ঘ. অন্ধকার দিবসের
২৬. স্যার সলিমুল্লাহ কত সালে সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন আহ্বান করেন?
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯০৭ সালে
ঘ. ১৯০৮ সালে
২৭. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতবর্ষে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয় কেন?
ক. সংগঠনটির উদ্দেশ্য পূরণ হওয়ায়
খ. সংগঠনটির কর্মকাণ্ডের কারণে
গ. হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বদানের কারণে
ঘ. মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বদানের কারণে
২৮. All India Muslim Education Conference কখন অনুষ্ঠিত হয়?
ক. ১৮৮৯ সালে
খ. ১৯০০ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে
২৯. ব্রিটিশ-ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?
[ব. বো. '২৩; দি. বো. '২৩]
ক. ১৯০৯
খ. ১৯১৯
গ. ১৯৩৫
ঘ. ১৯৩৭
৩০. দ্বৈতশাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায়?
[রা. বো. '১৬; য. বো. '১৯]
ক. দুজনের শাসন
খ. দুটি রাষ্ট্রের শাসক
গ. দুটি প্রদেশের শাসন
ঘ. প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি
৩১. দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
[দি. বো. '২৩]
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড কর্নওয়ালিশ
গ. ওয়ারেন হেস্টিংস
ঘ. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৩২. দ্বৈত শাসনের মূল লক্ষ্য ছিল-
ক. প্রদেশে শাসনতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন
খ. প্রদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন
গ. প্রদেশে কেন্দ্রীয় শাসনব্যবস্থা প্রবর্তন
ঘ. প্রদেশে দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রবর্তন
৩৩. গ্রিক শব্দ archei অর্থ কী?
ক. সাদরে গ্রহণ করা
খ. আশা-আকাঙ্ক্ষা
গ. শাসন করা
ঘ. আইন প্রয়োগ করা

Post a Comment