অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

২০২৫ সালের সকল বোর্ডের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর।

সকল বোর্ড ২০২৫ | কৃষিশিক্ষা ২য় পত্র | MCQ

সকল বোর্ড ২০২৫ | কৃষিশিক্ষা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন (২৫টি)

১. কোনটি উন্নতমানের ব্রয়লারের জাত?
সঠিক উত্তর: ক) স্টার ব্রো
২. ব্রয়লার খামার পরিকল্পনার উদ্দেশ্য- i. মাংসের সরবরাহ বৃদ্ধি ii. নগদ অর্থ উপার্জন iii. আত্মকর্মসংস্থান নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
সালেহা হাঁসের একটি জাতের ছবি দেখলেন। হাঁসটি আকার আকৃতিতে বড় এবং ইহার গলা তুলনামূলকভাবে লম্বা ও উঁচু।
৩. সালেহা কোন ধরনের হাঁসের ছবি দেখলেন?
সঠিক উত্তর: গ) রাজহাঁস

৪. হাঁসটির বৈশিষ্ট্য- i. বছরে ১৬–২০টি ডিম দেয় ii. এরা পানিতে থাকতে ভালোবাসে iii. এরা দ্রুত বর্ধনশীল নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
৫. মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে কী বলে?
সঠিক উত্তর: খ) ব্রুডার হাউস
৬. যে গাভী সবসময় গরম অবস্থায় থাকে তাকে কী বলে?
সঠিক উত্তর: গ) বুলার
৭. জিহ্বা ও লেজ কালো কোন গরুর?
সঠিক উত্তর: খ) লাল সিন্ধি
৮. গবাদিপশুর আঁশজাতীয় খাদ্য- i. খড় ii. ভুসি iii. খেসারি নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: খ) i ও iii
মমিন সাহেব তার দুগ্ধবতী গাভীটি থেকে কাঙ্ক্ষিত পরিমাণ দুধ পাচ্ছে না।
৯. দুধ বাড়ানোর জন্য মমিন সাহেবকে কী করতে হবে?
সঠিক উত্তর: খ) সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে

১০. মমিন সাহেব তার গাভীকে খাবার খাওয়াবেন- i. টাটকা ii. বিশুদ্ধ iii. সুষম নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
১১. গরুর তড়কা রোগের কারণ কী?
সঠিক উত্তর: খ) ব্যাকটেরিয়া
১২. দুগ্ধবতী গাভীর চামড়া কেমন?
সঠিক উত্তর: ক) পাতলা
১৩. কোন বনের গাছে শ্বাসমূল থাকে?
সঠিক উত্তর: ঘ) ম্যানগ্রোভ বন
১৪. বনের পরিবেশগত গুরুত্ব- i. অক্সিজেন প্রদান ii. দূষিত গ্যাস শোষণ
সঠিক উত্তর: ক) i ও ii
১৫. গাছের অঙ্গ ছাঁটাইয়ের পদ্ধতিকে কী বলে?
সঠিক উত্তর: খ) প্রুনিং
১৬. উদ্দীপকের পদ্ধতি অবলম্বনের কারণে গাছের- i. উৎপাদন ভালো হয় ii. কাঠের পরিমাণ কমে যায় iii. প্রধান কান্ড মোটা হয় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: খ) i ও iii
১৭. বাংলাদেশের কোন বন দ্রুত হারে কমছে?
সঠিক উত্তর: ক) পাহাড়ি বন
১৮. গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে?
সঠিক উত্তর: খ) কার্বন ডাইঅক্সাইড
১৯. কোনটি রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য?
সঠিক উত্তর: গ) দেহ রূপালি বর্ণের
২০. মাছে শতকরা কত ভাগ প্রোটিন আছে?
সঠিক উত্তর: খ) ১৫–২৫
২১. চাষ উপযোগী মাছের বৈশিষ্ট্য- i. খুব তাড়াতাড়ি বাড়তে হবে ii. খাদ্যের জন্য অন্য মাছের সাথে প্রতিযোগিতা করবে iii. রোগ প্রতিরোধী হবে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: খ) i ও iii
জব্বার সাহেব তার রুই মাছের পুকুর পরিদর্শন করতে গিয়ে লক্ষ্য করলেন কিছু মাছের আইশ ও চোখ ফুলে গেছে এবং পেট পোটকা মাছের ন্যায় ফুলে রয়েছে।
২২. জব্বার সাহেবের পুকুরে কোন রোগের প্রাদুর্ভাব হয়েছে?
সঠিক উত্তর: ঘ) ড্রপসি রোগ

২৩. জব্বার সাহেবের পুকুরের মাছের চিকিৎসা হলো- i. সিরিঞ্জের সাহায্যে দেহের জমাকৃত তরল পদার্থ বের করা ii. টেরামাইসিন ইনজেকশন দেওয়া iii. ডায়াজিনন প্রয়োগ করা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ক) i ও ii
২৪. অল্প সময়ে মাছ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সর্বোৎকৃষ্ট?
সঠিক উত্তর: ক) বরফজাতকরণ
২৫. মাছ খাবি খায় কোনটির অভাব হলে?
সঠিক উত্তর: ক) অক্সিজন

Post a Comment

Previous Post Next Post