অষ্টম শ্রেণীর গণিত
অনুশীলনী ২.১ : মুনাফা ও লাভ-ক্ষতি
১। প্রশ্ন
ধরি, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা
২০% লাভে পাইকারির বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
খুচরা বিক্রেতা ১২০ টাকায় কিনে ২০% লাভ করলে, লাভ = ১২০ × ২০ ÷ ১০০ = ২৪ টাকা
খুচরা বিক্রয়মূল্য = ১২০ + ২৪ = ১৪৪ টাকা
১৪৪ টাকায় প্রকৃত ক্রয়মূল্য = ১০০ টাকা
৫৭৬ টাকায় প্রকৃত ক্রয়মূল্য = (১০০ × ৫৭৬) ÷ ১৪৪ = ৪০০ টাকা
২। প্রশ্ন
৫% ক্ষতি মানে বিক্রয়মূল্য = ৯৫%
৯৫% মূল্য = ২৩৭৫ টাকা
১% মূল্য = ২৩৭৫ ÷ ৯৫ = ২৫ টাকা
১০০% মূল্য = ২৫ × ১০০ = ২৫০০ টাকা
৬% লাভ = ২৫০০ × ৬ ÷ ১০০ = ১৫০ টাকা
বিক্রয়মূল্য = ২৫০০ + ১৫০ = ২৬৫০ টাকা
৩। প্রশ্ন
ধরি, প্রতিবার ৩০টি করে কলা কেনা হলো
১০টি দরে ৩০টি কলার দাম = (৩০ ÷ ১০) × ৩০ = ৯০ টাকা
১৫টি দরে ৩০টি কলার দাম = (৩০ ÷ ১৫) × ৩০ = ৬০ টাকা
মোট ক্রয়মূল্য = ৯০ + ৬০ = ১৫০ টাকা
১২টি দরে ৬০টি কলার দাম = (৬০ ÷ ১২) × ৩০ = ১৫০ টাকা
৪। প্রশ্ন
১০০ টাকার ১ বছরের মুনাফা = ১০.৫০ টাকা
২০০০ টাকার ১ বছরের মুনাফা = ১০.৫০ × ২০ = ২১০ টাকা
৫ বছরের মুনাফা = ২১০ × ৫ = ১০৫০ টাকা
৫। প্রশ্ন
হার কমেছে = ১০% − ৮% = ২%
১০০ টাকার ১ বছরের কম মুনাফা = ২ টাকা
৩০০০ টাকার ১ বছরের কম মুনাফা = ২ × ৩০ = ৬০ টাকা
৩ বছরের কম মুনাফা = ৬০ × ৩ = ১৮০ টাকা
৬। প্রশ্ন
মুনাফা = ১৮৮৫০ − ১৩০০০ = ৫৮৫০ টাকা
৫ বছরে মুনাফা = ৫৮৫০ টাকা
১ বছরে মুনাফা = ৫৮৫০ ÷ ৫ = ১১৭০ টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা = (১১৭০ × ১০০) ÷ ১৩০০০ = ৯ টাকা
৭। প্রশ্ন
দ্বিগুণ মানে মুনাফা = আসল
১০০ টাকার ৮ বছরে মুনাফা = ১০০ টাকা
১ বছরে মুনাফা = ১০০ ÷ ৮ = ১২.৫ টাকা
৮। প্রশ্ন
মুনাফা = ৮৮৪০ − ৬৫০০ = ২৩৪০ টাকা
৪ বছরে মুনাফা = ২৩৪০ টাকা
১ বছরে মুনাফা = ২৩৪০ ÷ ৪ = ৫৮৫ টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা = (৫৮৫ × ১০০) ÷ ৬৫০০ = ৯ টাকা
ধরি, নতুন আসল = x টাকা
৪ বছরের মুনাফা = x × ৯ × ৪ ÷ ১০০
মোট টাকা = x + (x × ৯ × ৪ ÷ ১০০) = ১০২০০
x = ৭৫০০ টাকা
Post a Comment