এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বনায়নের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তরসহ নিম্নে দেওয়া হল।
সৃজনশীল প্রশ্নাবলি ( Creative Questions)
প্রশ্ন ১ নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
বাংলাদেশের বন -> X এবং কৃত্রিম বন
[ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড ২০২৫]
ক. ম্যানগ্রোভ বন কী?
খ. বনের পরিবেশগত গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত 'X' কী এবং এর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে 'X' ও কৃত্রিম বনের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
প্রশ্ন ২. গত গ্রীষ্মের ছুটিতে খোকন তার বন্ধুদের নিয়ে বেড়াতে বের হলো। প্রথমে তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গেল। সেখানে তারা সমুদ্র উপকূলীয় এলাকায় এক ধরনের বন দেখতে গেল। যা জোয়ার-ভাটায় প্লাবিত হয়। পরে তারা দেশের দক্ষিণ পূর্বাংশে বেড়াতে গেল। সেখানে তারা উঁচু এলাকায় এক ধরনের বন দেখতে পেল। এই এলাকার বনে মাঝে মাঝে হাতি দেখা যায় বলে তারা জানতে পারল। [ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০২২]
ক. বন কী?
খ. জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব আলোচনা কর।
গ. উদ্দীপকের প্রথমোক্ত বনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বন দুইটির বৈশিষ্ট্য তুলনা কর।
প্রশ্ন ৩. কৃষি শিক্ষক রনি মাঠের ছাত্র-ছাত্রীদের বনজবৃক্ষের চারা রোপণের উদ্দেশ্যে প্রথম ধাপে নির্দিষ্ট মাপে মাটি সরানো এবং দ্বিতীয় ধাপের কাজটিও সম্পাদন করে দেখালেন। ছাত্রী ঝুমুর উক্ত অভিজ্ঞতার আলোকে তার বাড়িতে প্রথমে একটি চারা রোপণ করে বাঁচাতে পারল না। কৃষি শিক্ষক তাকে চারা রোপণের সময় ধাপে ধাপে কাজের ত্রুটিগুলো সংশোধন করে দিলেন। পরবর্তীতে সেই মোতাবেক ঝুমুর গাছের চারা রোপণ করে বাঁচাতে সক্ষম হলো।
[রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮]
ক. বৃক্ষের ড্রেসিং কী?
খ. সকল ট্রেনিং প্রুনিং নয় কেন?
গ. ছাত্র-ছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল? ব্যাখ্যা কর।
ঘ. ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
প্রশ্ন ৪ অনিক তার বন্ধুদের সাথে বনে বেড়াতে গিয়ে দেখল অনেক গাছে মৌচাক এবং বনের মাঝে একটি নদী বয়ে গেছে। আবার অনেক গাছের শিকড় মাটি ভেদ করে উপরে উঠে এসেছে। তারা সেখানে কর্মরত বন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলো, এ বনটি জীববৈচিত্র্য রক্ষা এবং বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে।
[যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড ২০২২]
ক. বন কী?
খ. বৃক্ষ মেলার গুরুত্ব লিখ।
গ. অনিকের দেখা বনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষোক্ত লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
প্রশ্ন ৫ শাওন ও দুলু মিয়া বকুলতলা গ্রামে 'তারুণ্যের আলো' সামাজিক উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছে। তারা গ্রামের দরিদ্র জনগোষ্ঠী ও দুঃস্থ নারীদের সংগঠিত করে বনবিভাগের সাথে সমঝোতা চুক্তি করে ২০ কিলোমিটার পাকা সড়কের পাশে আকাশমণি, রেইনট্রি, শিশু ও নিম গাছ লাগায়।
[ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড ২০২৫]
ক. কৃষিবন কী?
খ. বৃক্ষের ট্রেনিং-এর গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. "তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন সংস্থা” কী ধরনের বনায়ন কার্যক্রমের উদ্যোগ নেয়? উক্ত বনায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
ঘ. বকুলতলার জনগোষ্ঠীর বনায়ন কার্যক্রম দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণে কী ধরনের ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।
প্রশ্ন ৬ নিচের চিত্র দু'টি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্র-১: রাস্তার পাশে গাছপালা (সামাজিক বন)
চিত্র-২: বনের ভিতর হরিণ, বাঘ ইত্যাদি-ম্যানগ্রোভ বন
[ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর বোর্ড ২০১৯]
ক. ম্যানগ্রোভ বন কী?
খ. বৃক্ষে প্রুনিং করতে হয় কেন? ব্যাখ্যা কর।
গ. চিত্র-২ বনটির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন বনটি বাংলাদেশে অধিক সৃজন করা সম্ভব? বিশ্লেষণ কর।
প্রশ্ন ৭ শিমুলের দাদু বন বিভাগের কর্মচারী ছিলেন। অবসর জীবনে তিনি রাঙ্গামাটি জেলায় বসবাস করেন। তার একমাত্র নাতী শিমুলের এসএসসি পরীক্ষার পর তাকে নিয়ে সুন্দরবন বেড়াতে এসেছেন। শিমুল তার এলাকার শীল কড়াই গাছের সাথে পরিচিত ছিল। এখানে সে সুন্দরী গাছসহ অনেক অপরিচিত গাছপালা ও পশুপাখি দেখে মুগ্ধ হলো। দাদু বললেন, তার ছোট বেলায় দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন আর তেমন একটা চোখে পড়ে না। কারণ মানুষ আজকাল নির্বিচারে গাছপালা কাটছে।
(ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৭)
ক. কৃষি বন কী?
খ. কৃষি মেলার আয়োজন করা হয় কেন?
গ. উদ্দীপকের আলোকে শিমুলের দেখা বন দুটির তুলনা কর।
ঘ. উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যাওয়ার কারণ বিশ্লেষণ কর।
প্রশ্ন ৮ আবুল হোসেন একজন নিঃস্বার্থ বৃক্ষ প্রেমিক। পেশায় তিনি ছিলেন একটি বেসরকারি স্কুলের শিক্ষক আর নেশা ছিল নিজ হাতে খালি জায়গায় বৃক্ষ রোপণ করা। তিনি বাড়ি বাড়ি গিয়ে তালের বীজ সংগ্রহ করে সেই বীজ তার গ্রামের রাস্তার দুই ধারে রোপণ করতেন। তার লাগানো তালগাছগুলো অনেক বড় হয়েছে। এই গাছগুলো গ্রামের সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে এবং গ্রামবাসী অনেক সুফল পাচ্ছে। মিডিয়াতে তার নাম ডাক প্রচার হয়েছে কিন্তু তিনি কিছুই জানেন না। কারণ আজ তিনি বেঁচে নেই, বেঁচে আছে তার রোপণ করা গাছপালা ও সম্মান।
[ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০২৩]
ক. ম্যানগ্রোভ কী?
খ. ছাগল পালন লাভজনক কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত আবুল হোসেনের কর্মকাণ্ডের দ্বারা গ্রামবাসী কোন কোন ক্ষেত্রে উপকৃত হচ্ছে? ব্যাখ্যা কর।
ঘ. আবুল হোসেনের সার্বিক কার্যক্রমের যথার্থতা বিশ্লেষণ কর।
প্রশ্ন ৯ আবুল হাশেম একজন ভূমিহীন দরিদ্র কৃষক। সে অন্যের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সে তার গ্রামের সড়কের দু'পাশে বৃক্ষ রোপণের পরিকল্পনা করে। এজন্য সে তার মত দরিদ্র কৃষকদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরে তারা মহাসড়কের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের সাথে বৃক্ষ রোপণের লক্ষ্যে একটি চুক্তিপত্র করে। এরপর তারা মহাসড়কের পাশে গাছ লাগানো শুরু করে। উপকারভোগী হিসেবে আবুল হাশেম ও তার সংগঠনের সদস্যদের লভ্যাংশ প্রাপ্তি ও সুবিধা ভোগের জন্য আরও কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
(ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০২২]
ক. কৃষি বন কী?
খ. সকল শ্রেণির টীকা কিসের জন্য করা হয়? কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ধরনের বনায়নের বর্তমান অবস্থা ও সম্ভাবনা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অনুযায়ী হাশেম ও তার সংগঠনের দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ কর।
প্রশ্ন ১০ তানভীর সিদ্দিকী একজন বৃক্ষপ্রেমী। তিনি তার এলাকায় প্রায় ২০০ জন লোক নিয়ে ১০টি দলে বিভক্ত হয়ে রাস্তার দুই ধারে শিশু, মেহগনি, দেবদারু, তাল, পাম ইত্যাদি বৃক্ষ রোপণ করেন এবং যত্ন নিয়ে বড় করেন। দলগুলোর নিয়মিত পরিদর্শন, পর্যবেক্ষণের কারণে রাস্তার দু'পাশে বেড়ে ওঠা গাছগুলোর নান্দনিক সৌন্দর্য সবার দৃষ্টি আকর্ষণ করে। তানভীর সিদ্দিকীর এই মহৎ উদ্যোগের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর তাকে পুরস্কৃত করেছে।
[রাজশাহী, যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৭]
ক. বন কী?
খ. কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকেন তা কোন ধরনের বনায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. তানভীর সিদ্দিকীর সামগ্রিক কর্মকাণ্ড "জীববৈচিত্র্য রক্ষায় ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে”- মূল্যায়ন কর।
বহুনির্বাচনি প্রশ্নাবলি | Multiple Choice Ques
১. কোন বনের গাছে শ্বাসমূল থাকে? [সকল বোর্ড ২০২৫]
ক. পাহাড়ি বন
খ. সমতল ভূমির বন
গ. কৃষি বন
ঘ. ম্যানগ্রোভ বন
২. বাংলাদেশের কোন বন দ্রুত হারে কমছে? [সকল বোর্ড ২০২৫]
ক. পাহাড়ি বন
খ. কৃষি বন
গ. ম্যানগ্রোভ বন
ঘ. সামাজিক বন
৩. গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে? [সকল বোর্ড ২০২৫]
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
৪. কোন বনে বাইন ও পশুর বৃক্ষ দেখতে পাওয়া যায়? [সকল বোর্ড ২০২৩]
ক. পাহাড়ি বন
খ. জলাভূমির বন
গ. সমতল ভূমির বন
ঘ. ম্যানগ্রোভ বন
৫. চারার গোড়া খড়, লতাপাতা বা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়াকে কী বলা হয়? [সকল বোর্ড ২০২৩]
ক. ড্রেসিং
খ. থিনিং
গ. হার্ডেনিং
ঘ. মালচিং
৬. বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? [সকল বোর্ড ২০২৩]
ক. চারা নির্বাচন
খ. চারা রোপণ
গ. গর্ত তৈরি
ঘ. স্থান নির্বাচন
৭. বাংলাদেশ বনায়নের জন্য উত্তম মাস কোনটি? [সকল বোর্ড-২০২২]
ক. মে-জুন
খ. জুন-জুলাই
গ. আগস্ট-সেপ্টেম্বর
ঘ. অক্টোবর-নভেম্বর
৮. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? [সকল বোর্ড-২০২২]
ক. সুন্দরবন
খ. কঙ্গো বন
গ. আমেরিকার বন
ঘ. আমাজান বন
৯. কৃত্রিম বন কোনটি? [সকল বোর্ড ২০১৯]
ক. ম্যানগ্রোভ
খ. সমতলভূমির বন
গ. সামাজিক বন
ঘ. শালবন
১০. সামাজিক বনায়নে কারা কাজ করে? [সকল বোর্ড ২০১৯]
ক. সমাজের সবাই
খ. উপকারভোগী
গ. বন বিভাগের লোক
ঘ. যে কোনো শ্রমিক
১১. বৃক্ষমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী? [সকল বোর্ড-২০১৮]
ক. বৃক্ষ রোপণে আগ্রহ সৃষ্টি
খ. চারা বিক্রি
গ. বৃক্ষের জাত পরিচিতি
ঘ. বৃক্ষের রোগ পরিচিতি
১২. বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার প্রবর্তন করেন? [সকল বোর্ড-২০১৭]
ক. ১৯৯৪
খ. ১৯৯৬
গ. ১৯৯৮
ঘ. ২০০০
১৩. কোন বিস্তৃত এলাকা জুড়ে বহু গাছপালা প্রাকৃতিকভাবে জন্মে আচ্ছাদন সৃষ্টি করে তখন সেই এলাকাকে কী বলে?
ক. বন
খ. খামার
গ. বাগান
ঘ. চিড়িয়াখানা
১৪. জীববৈচিত্র্য অনেক বেশি কোন বনে?
ক. প্রাকৃতিক বনে
খ. সমতলভূমির বনে
গ. সামাজিক বনে
ঘ. বসতবাড়ির বনে
১৫. সামাজিক বনায়ন কোন ধরনের কার্যক্রম?
ক. স্থানীয়
খ. জাতীয়
গ. আন্তর্জাতিক
ঘ. পারিবারিক
১৬. সাধারণভাবে গাছের কোনো অংশ কেটে অপসারণ করাকে কী বলে?
ক. ট্রেনিং
খ. প্রুনিং
গ. ড্রেসিং
ঘ. মালচিং
১৭. বাংলাদেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি?
ক. ১৫ ভাগ
খ. ১৭ ভা
গ
গ. ২১ ভাগ
ঘ. ২৩ ভাগ.
১৮. নিচের কোনটি পাহাড়ি বনের প্রধান বৃক্ষ?
ক. কেওড়া
খ. বাঈন
গ. সেগুন
ঘ. রেইনট্রি
১৯. জমির সুষ্ঠু ব্যবহার হয় কোন বনের মাধ্যমে?
ক. পাহাড়ি বন
খ. সামাজিক বন
গ. ম্যানগ্রোভ বন
ঘ. সমতলভূমির বন
২০. চারা রোপণের গর্তের কোন মাটি উর্বর?
ক. মূল মাটি
খ. প্রথম মাটি
গ. ফেলনা মাটি
ঘ. দ্বিতীয় মাটি
২১. বনায়ন ধারায় বৃক্ষের প্রুনিং পদ্ধতি কয় প্রকার?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
২২. বাংলাদেশে প্রথম বনায়ন কর্মসূচি শুরু হয় কত সালে?
ক. ১৯৭০
খ. ১৯৭৭
গ. ১৯৭৯
ঘ. ১৯৯৫
২৩. নিচের কোনটি বনের জীববৈচিত্র্যকে গুরুত্ব হিসেবে বিবেচনা করা যায়?
ক. বন্যপ্রাণী সংরক্ষণ
খ. খাদ্যের জোগান
গ. অক্সিজেন প্রদান
ঘ. কার্বনডাইঅক্সাইড
২৪. বাংলাদেশে সমতল ভূমির বনের আয়তন কত?
ক. এক লক্ষ হেক্টর
খ. দেড় লক্ষ হেক্টর
গ. দুই লক্ষ হেক্টর
ঘ. আড়াই লক্ষ হেক্টর
২৫. বিশ্বব্যাংকের মতে 'সামাজিক বনায়ন একটি'-
ক. খামার
খ. শিল্প
গ. বাণিজ্য
ঘ. দর্শন
২৬. বনের পরিবেশগত গুরুত্ব-
[সকল বোর্ড ২০২৫]
৩৩
i. অক্সিজেন প্রদান
ii. সভ্যতার বাহন
iii. দূষিত গ্যাস শোষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. প্রুনিং এর ফলে গাছের-
[সকল বোর্ড-২০২২, ২০১৭]
৩৪
i. রোগাক্রান্ত অংশ ছেটে ফেলা হয়
ii. ফুল ও ফলের সংখ্যা হ্রাস পায়
iii. কাঠের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. তুলসী পাতার রস ব্যবহার করা হয়-
[সকল বোর্ড ২০২৩]
৩০
i. সর্দি-কাশি নিরাময়ে
ii. অ্যাজমা নিয়ন্ত্রণে
iii. চর্মরোগের চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. বৃক্ষমেলার বৈশিষ্ট্য হলো-
[সকল বোর্ড-২০২২, ২০১৭]
i. ফল ও ভেষজ চারা বিক্রি হয়
ii. বিভিন্ন বৃক্ষের স্টল থাকে
iii. বিভিন্ন বৃক্ষের চারার সমারোহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. বৃক্ষের ড্রেসিং-
[সকল বোর্ড ২০১৯]
i. ক্ষতস্থান পরিষ্কার করা
ii. শাখা-প্রশাখা ছাঁটাই করা
iii. জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. কৃষিমেলার উদ্দেশ্য হলো-
[সকল বোর্ড ২০১৯]
i. কৃষির প্রতি আগ্রহ সৃষ্টি করা
ii. কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করা
iii. কৃষি প্রযুক্তির প্রচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. পাহাড়ি বন-
i. প্রধান প্রাণী হাতি
ii. গর্জন প্রধান বৃক্ষ
iii. পর্যাপ্ত মোম ও মধু পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৩. দিনাজপুরে অবস্থিত চিত্তবিনোদন স্পট হলো- [সকল বোর্ড-২০১৮]
i. রামসাগর
ii. নীলসাগর
iii. স্বপ্নপুরী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. শালবনের উদ্ভিদ-
i. জারুল
ii. কাঁঠাল
iii. নিম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫. সাধারণত ড্রেসিং করা হয়-
i. ট্রেনিং করার পর
ii. প্রুনিং করার পর
iii. মালচিং করার পর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও:
গাছের আকার, আকৃতি ঠিক রেখে কাঠামো সুন্দর করার জন্য বিভিন্ন অঙ্গ ছাঁটাই করার প্রয়োজন হয়। এটি সাধারণত কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।
[সকল বোর্ড ২০২৫]
৩৬. উদ্দীপকের গাছের অঙ্গ ছাঁটাইয়ের পদ্ধতিকে কী বলে?
ক. ট্রেনিং
গ. ড্রেসিং
খ. প্রুনিং
ঘ. থিনিং
৩৭. উদ্দীপকের পদ্ধতি অবলম্বনের কারণে গাছের-
i. উৎপাদন ভালো হয়
ii. কাঠের পরিমাণ কমে যায়
iii. প্রধান কাণ্ড মোটা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
শ্রেণিশিক্ষক দশম শ্রেণির শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলায় নিয়ে গেলেন। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্টল ঘুরে অনেক নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারল। [সকল বোর্ড ২০২৩]
৩৮. শ্রেণিশিক্ষক শিক্ষার্থীদের কোন মেলায় নিয়ে গেলেন?
ক. শিল্প ও বাণিজ্য মেলা
খ. কুটির শিল্প মেলা
গ. উদ্যোক্তা মেলা
ঘ. কৃষি বৃক্ষ মেলা
৩৯. শিক্ষার্থীদের দেখা মেলা-
i. বিনামূল্যে চারা বিতরণ করে
ii. জুন-সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়
iii. সফল কৃষকদের পুরস্কৃত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ইদ্রিস আলী সুন্দরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তাঁর এলাকার রাস্তার দুপাশের জমি কাজে লাগাতে চান। এর জন্য তিনি কিছু গাছ লাগানোর উদ্যোগ নেন। তাঁর এ উদ্যোগকে এলাকার সকলেই অভিনন্দন জানায়।
[সকল বোর্ড-২০২২]
৪০. উদ্দীপকে কোন ধরনের বনের কথা বলা হয়েছে?
ক. কৃষিবন
খ. সমতল ভূমির বন
গ. সামাজিক বন
ঘ. ম্যানগ্রোভ বন
৪১. এ ধরনের বনের প্রয়োজনীয়তা-
i. পরিবেশের ভারসাম্য রক্ষা
ii. বনজসম্পদ সৃষ্টি
iii. কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও:
জনি উত্তরবঙ্গের অধিবাসী। সে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ভিন্ন রকম বন দেখল। বনের মাঝে ছোট বড় নদী, মৌচাক, অনেক গাছের শিকড় মাটি ভেদ করে উপরে উঠে এসেছে।
৪২. জনি কোন ধরনের বন দেখেছিল?
ক. সমতল ভূমির বন
খ. পাহাড়ি বন
গ. ম্যানগ্রোভ বন
ঘ. সামাজিক বন
৪৩. জনির দেখা বনটি হলো-
i. লবণাক্ত ভূমির বন
ii. জরায়ুজ অঙ্কুরোদগম হয়
iii. শ্বাসমূল হয়
[সকল বোর্ড-২০১৮]
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৪৪ ও ৪৫নং প্রশ্নের উত্তর দাও:
কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বসতবাড়ি আশেপাশে, রাস্তায় ও রেললাইনের ধারে অনেক গাছ লাগালো।
৪৪. উদ্দীপকে কোন ধরনের বনের কথা বলা হয়েছে?
[সকল বোর্ড ২০১৭]
ক. পাহাড়ি
খ. সামাজিক
গ. সমতলভূমির
ঘ. কৃষি
৪৫. এ ধরনের বনের প্রয়োজনীয়তা —
[সকল বোর্ড ২০১৭]
i. কর্মসংস্থান
ii. বনজ সম্পদ সৃষ্টি
iii. পরিবেশের ভারসাম্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও:
বর্গাচাষি সালামের সংসারে অভাব-অনটন লেগেই থাকে। তাই তিনি তার বসতভিটায় গাছ লাগিয়ে ও পতিত পুকুরটিতে মাছ চাষ করে সংসারের আর্থিক সচ্ছলতা আনার চেষ্টা করেন। কয়েক বছরেই তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হন এবং সংসারে সুখ ফিরে আসে।
৪৬. সালামের বসতভিটায় ও পুকুর পাড়ে বৃক্ষ রোপণের জন্য কোনটির গুরুত্ব অধিক?
ক. অর্থনৈতিক গুরুত্ব
খ. পরিবেশগত গুরুত্ব
গ. জীববৈচিত্র্যগত গুরুত্ব
ঘ. চিত্তবিনোদনগত গুরুত্ব
৪৭. সালামের বসতভিটা ও পুকুর পাড়ের বৃক্ষ রোপণ হচ্ছে এক ধরনের—
i. প্রচলিত বনায়ন
ii. সামাজিক বনায়ন
iii. কৃত্রিম বনায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরমালা
| ১ | ঘ | ২ | ক | ৩ | খ | ৪ | ঘ | ৫ | ঘ | ৬ | ঘ | ৭ | খ | ৮ | ক | ৯ | গ | ১০ | খ | ১১ | ক | ১২ | খ |
| ১৩ | ক | ১৪ | ক | ১৫ | খ | ১৬ | খ | ১৭ | খ | ১৮ | গ | ১৯ | খ | ২০ | খ | ২১ | ক | ২২ | ক | ২৩ | ক | ২৪ | ঘ |
| ২৫ | খ | ২৬ | খ | ২৭ | খ | ২৮ | ক | ২৯ | ঘ | ৩০ | খ | ৩১ | ঘ | ৩২ | ঘ | ৩৩ | খ | ৩৪ | ঘ | ৩৫ | ক | ৩৬ | ক |
| ৩৭ | খ | ৩৮ | খ | ৩৯ | খ | ৪০ | খ | ৪১ | ঘ | ৪২ | গ | ৪৩ | ঘ | ৪৪ | খ | ৪৫ | ঘ | ৪৬ | ক | ৪৭ | গ |

Post a Comment