অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত নোটিশ।

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ নোটিশটি নিচে দেওয়া হল।

ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর

স্মারক নং-জাতীঃ বিঃ/পনি/অনার্স ২য় বর্ষ/২০২৪/১০৩৭৩

তারিখ: ১৪/০১/২০২৬ খ্রিঃ

ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ১৯/০১/২০২৬ হতে ০৩/০২/২০২৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার নম্বরপত্র ও পরীক্ষকগণের বিল গ্রহণপূর্বক Online এবং ম্যানুয়াল নম্বর ফর্দ সংশ্লিষ্ট শাখায় জনাব মোঃ মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), অনার্স ২য় বর্ষ বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী

  1. ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষকের নাম Online (Message) এর মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ এবং বহিঃপরীক্ষককে জানানো হবে।
  2. TMIS-4 Login করে বহিঃপরীক্ষকগণ তাদের নিয়োগপত্র Download করে নিবেন এবং প্রত্যেক কলেজ কর্তৃপক্ষ তাদের College Profile-এ প্রবেশ করে সংশ্লিষ্ট বিষয়ের বহিঃপরীক্ষকের নামের তালিকা Download করে নিতে হবে।
  3. কলেজ কর্তৃপক্ষ বহিঃপরীক্ষকের সাথে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবেন। নির্ধারিত তারিখের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে হবে।
  4. বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট শাখায় ফোন নম্বরে যোগাযোগ করে বহিঃপরীক্ষকের নাম পরিবর্তন করে নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে বহিঃপরীক্ষক নিয়োগ এবং পরীক্ষা গ্রহণ করা যাবে না।
  5. ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের EMS সফটওয়্যারের ওয়েব সাইট (ems.nu.ac.bd) সেন্টার প্যানেল থেকে ডাউন লোড করে Print নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে বহিঃপরীক্ষক ও অভ্যন্তরীণ পরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রোল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীতে প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন। উল্লেখ্য যে, ব্যবহারিক পরীক্ষার নম্বরফর্দ অবশ্যই কালো বলপেন দিয়ে লিখতে হবে। বিস্তারিত নির্দেশাবলী সংযুক্তিতে দেখুন।
  6. সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ শেষে অভ্যন্তরীণ পরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর EMS সফটওয়্যারে ডাটা এন্ট্রি করতে হবে। যখন নম্বর-ফর্দে Final Submit করার পূর্বে ডাটা এন্ট্রি সমাপ্ত হবে সফটওয়্যারে এন্ট্রি সমাপ্ত হলে তা আর পরিবর্তন করা যাবে না।
  7. ডাটা এন্ট্রি ও অন-লাইনে প্রেরণের পর সংশ্লিষ্ট মেন্যু থেকে Print out নিতে হবে। প্রিন্ট কপি এবং Print কপিতে বহিঃপরীক্ষক এবং অভ্যন্তরীণ পরীক্ষক সই করবেন। এরপর প্রিন্ট কপিতে বর্ণিত সকল নিয়মাবলী অনুসরণ করে নম্বরফর্দ ও হাজিরাপত্র সংশ্লিষ্ট শাখায় জনাব মোঃ মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), অনার্স ২য় বর্ষ বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
  8. Print out এর একটি কপি বহিঃপরীক্ষক নিজে সংরক্ষণ করবেন এবং একটি কপি নিজ বিভাগে/শাখা সংরক্ষণ করবেন। পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোন এক বা একাধিক পরীক্ষার্থী অনুপস্থিত থাকে তবে তার নামের বিপরীতে প্রাপ্ত নম্বর (অনুপস্থিত) এন্ট্রি করে ডাটা এন্ট্রি ও অন-লাইনে Print out সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
  9. ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র প্রেরণের সময় ব্যবহারিক পরীক্ষার প্রবেশ পত্রের কপি সংযুক্ত করতে হবে। ব্যবহারিক পরীক্ষার প্রবেশ পত্রে পরীক্ষার্থীর নাম, রোল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীতে প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন। উল্লেখ্য যে, ব্যবহারিক পরীক্ষার নম্বরফর্দ অবশ্যই কালো বলপেন দিয়ে লিখতে হবে। বিস্তারিত নির্দেশাবলী সংযুক্তিতে দেখুন।
  10. ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের EMS সফটওয়্যারের ওয়েব সাইট (ems.nu.ac.bd) সেন্টার প্যানেল থেকে ডাউন লোড করে Print নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে বহিঃপরীক্ষক ও অভ্যন্তরীণ পরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রোল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীতে প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন। উল্লেখ্য যে, ব্যবহারিক পরীক্ষার নম্বরফর্দ অবশ্যই কালো বলপেন দিয়ে লিখতে হবে। বিস্তারিত নির্দেশাবলী সংযুক্তিতে দেখুন।
  11. TMIS-4 Login করে বহিঃপরীক্ষকগণ তাদের নিয়োগপত্র Download করে নিবেন এবং প্রত্যেক কলেজ কর্তৃপক্ষ তাদের College Profile-এ প্রবেশ করে সংশ্লিষ্ট বিষয়ের বহিঃপরীক্ষকের নামের তালিকা Download করে নিতে হবে।
  12. কলেজ কর্তৃপক্ষ বহিঃপরীক্ষকের সাথে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবেন। নির্ধারিত তারিখের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে হবে।
  13. বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট শাখায় ফোন নম্বরে যোগাযোগ করে বহিঃপরীক্ষকের নাম পরিবর্তন করে নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে বহিঃপরীক্ষক নিয়োগ এবং পরীক্ষা গ্রহণ করা যাবে না।
  14. ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের EMS সফটওয়্যারের ওয়েব সাইট (ems.nu.ac.bd) সেন্টার প্যানেল থেকে ডাউন লোড করে Print নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে বহিঃপরীক্ষক ও অভ্যন্তরীণ পরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রোল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীতে প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন। উল্লেখ্য যে, ব্যবহারিক পরীক্ষার নম্বরফর্দ অবশ্যই কালো বলপেন দিয়ে লিখতে হবে। বিস্তারিত নির্দেশাবলী সংযুক্তিতে দেখুন।
  15. সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ শেষে অভ্যন্তরীণ পরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর EMS সফটওয়্যারে ডাটা এন্ট্রি করতে হবে। যখন নম্বর-ফর্দে Final Submit করার পূর্বে ডাটা এন্ট্রি সমাপ্ত হবে সফটওয়্যারে এন্ট্রি সমাপ্ত হলে তা আর পরিবর্তন করা যাবে না।

অনলাইনে অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী

  • অভ্যন্তরীণ এবং বাহ্যিক Practical Data Entry করার জন্য কলেজের নিজস্ব একটি Gmail Address থাকতে হবে। নূতন কলেজের Gmail Address খোলার ক্ষেত্রে অথবা Login Address ভুলে গেলে, সংশ্লিষ্ট শাখা থেকে Username এবং password সংগ্রহ করে Google Login করে উক্ত ঠিকানায় প্রবেশ করে Apps Menu অপশন থেকে Login করে প্রাপ্ত URL Web Address: https://103.113.200.36/PMS/collegelogin.aspx-এ প্রবেশ করতে হবে।
  • Login করার পর মেন্যু থেকে Create Practical Examiner Entry Option Select করুন। তারপর Examiner এর তথ্যাবলী সংযুক্ত করতে হবে। Entry করার সময় কোন ক্রম ভুল হলে Delete পূর্বক পুনরায় সংযোজন করুন।
  • Examiner এর তথ্য সঠিকভাবে পূরণ করে Data Entry Confirm করুন। Confirm করার পর কোন ক্রম পরিবর্তন করা যাবে না।
  • Data Confirm এর পর Download Practical Examiner List মেন্যু ব্যবহারপূর্বক পূর্বের Download কৃত উপাত্ত কপি অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরপূর্বক সংরক্ষণ নিশ্চিতকরণ পূর্বক অনার্স ২য় বর্ষ শাখায় প্রেরণ করতে হবে।
  • বিল দাখিলের সময় অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষকগণ TMIS-4 থেকে কর্তৃক ডাউনলোডকৃত বিল কপি পাঠাতে পারবেন না।
  • বিল দাখিলের সময় অনলাইনে বহিঃপরীক্ষকগণ TMIS-4 থেকে কর্তৃক ডাউনলোডকৃত বিল কপি পাঠাতে পারবেন না।

বিঃদ্রঃ ব্যবহারিক পরীক্ষার জন্য নম্বরপত্র ও বিল প্রেরণের পর কোন প্রকার সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না।

স্বাক্ষরিত/-
(মোঃ মনিরুজ্জামান মনির)
অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)
অনার্স ২য় বর্ষ শাখা
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ফোন: ০২৯৬৬৯১০০
ই-মেইল: controller@nu.ac.bd

স্মারক নং-জাতীঃ বিঃ/পনি/অনার্স ২য় বর্ষ/২০২৪/১০৩৭৩

তারিখ: ১৪/০১/২০২৬ খ্রিঃ

অনুলিপি, অবগতি ও কার্যার্থে:

  1. পরিচালক, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। (বিজ্ঞপ্তিটি ওয়েব সাইটে প্রকাশ ও সফটওয়্যারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো)
  2. পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
  3. অফিস কপি।

স্বাক্ষরিত/- ১৪/০১/২০২৬
(মোঃ মনিরুজ্জামান মনির)
অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)
অনার্স ২য় বর্ষ শাখা
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

ফোন: ০২৯৬৬-৯১০০

Post a Comment

Previous Post Next Post