এইচএসসি সকল বোর্ড ২০২৩ সালের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নের ৩০ নম্বরের প্রশ্ন দেয়া হলো।
১. "বাংলাদেশ সামাজিক নৃ-বিজ্ঞানীদের স্বর্গরাজ্য" -মন্তব্যটি কার?
- এফ. আর. খান
- অজিত কুমার সেন
- ক্লড লেভি স্ট্রস
- বিনয় সরকার
২. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজন রয়েছে-
- সামাজিক সমস্যা উত্তরণে
- সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে
- মানুষের অতীত ইতিহাস জানার জন্য
নিচের কোনটি সঠিক?
- i
- ii
- i ও ii
- i, ii ও iii
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
- ক্লড লেভি স্ট্রস
- এ. কে. নাজমুল করিম
- অজিত কুমার সেন
- ড. পিয়েরি বেসাইনি
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
জুঁই ঢাকার যাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়।
৪. উদ্দীপকে জুঁই-এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
- প্রাচীন প্রস্তর যুগ
- নব্য প্রস্তর যুগ
- তাম্র যুগ
- লৌহ যুগ
৫. জুঁই-এর অভিজ্ঞতার মধ্য দিয়ে জানা যায়-
- প্রাগৈতিহাসিক যুগে মানুষের জীবনচিত্র
- উন্নত শিল্পকলার ধারণা
- প্রাচীন প্রস্তর যুগের মানুষের শিল্পকলার পরিচয়
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
৬. প্রত্নতত্ত্ব হলো-
- সমাজ ও সংস্কৃতির অধ্যয়ন
- সমাজ ও সভ্যতার অধ্যয়ন
- উন্নত সংস্কৃতির অধ্যয়ন
- প্রাগৈতিহাসিক সংস্কৃতির অধ্যয়ন
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
মিজু এমন একটি সমাজে বসবাস করে যেখানে বিবাহের পর পুরুষেরা কনের মা-বাবার বাড়িতে বসবাস করে। সম্পত্তির উত্তরাধিকারও মাতা থেকে কন্যাতে বর্তায়।
৭. উদ্দীপকে মিজু কোন এথনিক গোষ্ঠীর সদস্য?
- গারো
- চাকমা
- সাঁওতাল
- মনিপুরী
৮. উক্ত নৃগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হলো-
- মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা
- পিতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা
- প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ
নিচের কোনটি সঠিক?
- i
- ii
- i ও ii
- ii ও iii
- i, ii ও iii
৯. ক্ষুদ্র জাতি সত্তার রয়েছে-
- পৃথক দৈহিক বৈশিষ্ট্য
- ভাষা বিনিময়ের একই মাধ্যম
- পৃথক রাষ্ট্র
- পৃথক খাদ্যাভাস
১০. হেডম্যান কীভাবে নিয়োগপ্রাপ্ত হন?
- চাকমা রাজার সুপারিশে
- স্থানীয় চেয়ারম্যানের দ্বারা
- নির্বাচনের মাধ্যমে
- জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক
২০.
গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান কী?
- (ক) শিক্ষা
- (খ) বংশ মর্যাদা
- (গ) ভূমি
- (ঘ) চাকরি
২১.
নিরক্ষরতা কী?
- (ক) পড়তে ও লিখতে না পারা
- (খ) লেখার অক্ষমতা
- (গ) শুধু অক্ষরজ্ঞান থাকা
- (ঘ) বক্তব্য বুঝতে না পারা
উদ্দীপকটি পড়ে ২২নং প্রশ্নের উত্তর দাও:
তাজউদ্দিন সাহেব একজন কলেজ শিক্ষক। বর্তমানে ঝিনাইদহ জেলা শহরে নিজের বাসায় বসবাস করে।
২২. বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাসের শ্রেণি বিভাজনে তাজউদ্দিন সাহেবের অবস্থান কোথায়?
- উচ্চবিত্ত
- উচ্চ মধ্যবিত্ত
- মধ্যবিত্ত
- নিম্নবিত্ত
২৩. মাটি দূষণের প্রধান কারণ কী?
- সারের সুষ্ঠ ব্যবস্থাপনার অভাব
- বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব
- কীটনাশকের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব
- ব্যাকটেরিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
দ্বাদশ শ্রেণির ছাত্র আবিদের কলেজে আসা-যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনাবেচা হয়। একদিন মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদকগ্রহণে বাধ্য করে। মাদকাসক্ত আবিদ বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপস্বরূপ।
২৪. উদ্দীপকে আবিদের মাদকাসক্তির কারণ কোনটি?
- পারিবারিক বিশৃঙ্খলা
- মাদকের সহজলভ্যতা
- অসৎসঙ্গ
- মূল্যবোধের অবক্ষয়
২৫. মাদকাসক্তির প্রভাবে আবিদ-
- শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে
- মানসিক ভারসাম্য হারাতে পারে
- অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?
- i
- i ও ii
- ii ও iii
- i, ii ও iii
২৬. সামাজিক সমস্যা মূলত-
- সমাজ থেকে উদ্ভূত
- সমাজের মাঝে বিস্তৃতি লাভ করে
- সমাজের জন্য ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
- i
- i ও ii
- ii ও iii
- i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৭নং প্রশ্নের উত্তর দাও:
স্বপ্না তাদের গ্রামে 'বাঁচতে শেখা' নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। স্বপ্না এ সংস্থা থেকে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে সংস্থার আর্থিক সহায়তায় একটি সেলাই মেশিন কিনে পোশাক তৈরির কাজ করে সময়মতো ঋণ পরিশোধ করেছে। এখন সে স্বাবলম্বী। পরিবার ও সমাজে তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে।
২৭. উদ্দীপকে বর্ণিত আর্থিক সহায়তা কোন ধরনের কার্যক্রম?
- বিধবা ভাতা
- শিল্প ঋণ
- ক্ষুদ্র ঋণ
- বয়স্ক ভাতা
২৮. BRAC কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭০ সালে
- ১৯৭২ সালে
- ১৯৮৪ সালে
- ১৯৯৬ সালে
২৯. সমবায়ের মূলনীতি হলো-
- দশে মিলে করি কাজ হারি-জিতি নাহি লাজ
- একতাই বল
- সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে
- সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপর নাই
৩০. বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
- স্যার ফজলে হাসান আবেদ
- কাজী জাফর আহমেদ
- ড. হোসনে আরা
- ড. আখতার হামিদ খান
Post a Comment