অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

এইচএসসি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ১০০ নম্বরের মডেল টেস্ট -১। HSC Sociology Second Paper Model Test-01.

              

 এইচএসসি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য ১০০ নম্বরের মডেল টেস্ট দেওয়া হল।

                                সমাজবিজ্ঞান ২য় পত্র                          

সময়: ২ ঘন্টা ৩০ মিনিট      সৃজনশীল প্রশ্ন                                              পূর্ণমান: ৭০

[দ্রষ্টব্য :  ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।  এগারটি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।]

 

. ‘নওপাড়া ডিগ্রি কলেজ’- এ সম্প্রতি অনার্স মাস্টার্স কোর্স চালু করা হয়েছেদর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ সামাজিকবিজ্ঞান  অনুষদের বিভিন্ন বিভাগের সহায়ক কোর্স হিসেবে এমন একটি বিষয় পাঠদান করা হয়এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয় হিসেবে থাকলেও স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে এর অস্তিত্ব এ কলেজে নেইবিষয়টির গুরুত্ব অনুধাবন করে কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কলেজে অনার্স পর্যায়ে আলাদা একটি বিভাগ খোলেসম্পূর্ণ ঘটনাটি উক্ত বিষয়ের কোর্স শিক্ষক জনাব তাওহিদুর রহমানকে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে অনার্স কোর্স খোলার ঘটনা মনে করিয়ে দেয়তিনি বলেন, “নিজ দেশের সমাজ-সংস্কৃতি, ঐতিহ্য ও গতিপ্রকৃতি সম্পর্কে জানার জন্য এ বিষয়ের অধ্যয়ন প্রয়োজন

. বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রপথিক কে?
. সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা কেন প্রয়োজন?
. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি বাংলাদেশের কোন বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর
. উদ্দীপকের তাওহিদ স্যারের মন্তব্যের সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর

. ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি বিষয়ে ভর্তি হয় রিনাবিষয়টির আনুষ্ঠানিক সূচনা হয় ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্রের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয়বস্তু পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সাথে পড়ানোর মাধ্যমেপরবর্তীতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রথম স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়যার প্রথম অধ্যক্ষ ছিলেন একজন ফরাসি নৃবিজ্ঞানী

. সমাজবিজ্ঞানের জনক কে?
. বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে পাঁচ জনের নাম উল্লেখ কর
. উদ্দীপকে রিনা যে বিষয়টি অধ্যয়ন করার জন্য ভর্তি হয়েছে তার বিকাশধারা ব্যাখ্যা কর
. উক্ত বিষয়টি অধ্যয়ন করে কী কী জ্ঞান অর্জন করা যাবে বলে তুমি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ কর

. বুজ খুবই কৌতূহলীবিছানায় শুয়ে শুয়ে স্যারের লেকচার নিয়ে ভাবছেসে বিশ্বাসই করতে পারছে না যে, একসময় মানুষের অস্ত্র বলতে ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ার ছাড়া কিছুই ছিল নাসে তার বাবাকে বিষয়টি জিজ্ঞাসা করলবাবা বললেন, হ্যাঁ তাই, ঐ যুগটা শুরু হয়েছিল আজ হতে ৬ লক্ষ বছর পূর্বেপরবর্তীতে তারা মসৃণ হাতিয়ার তৈরি করে চাষাবাদের সূচনা করে

. সমাজ মূলত কী?
. “মানবসভ্যতার বিকাশে চাকা আবিষ্কার এক অবিস্মরণীয় ঘটনা”- ব্যাখ্যা কর
. উদ্দীপকে কোন যুগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর
. মসৃণ হাতিয়ার এবং চাষাবাদের আবিষ্কার সমাজজীবনে এক নতুন পরিবর্তনের সূচনা করেতুমি কি একমত? বিশ্লেষণ কর

. বন্ধুদের এক আড্ডায় আনিস তার সহপাঠী শাহিনের সাথে শ্রেণি পাঠ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লআনিসের মতে ব্রোঞ্জ যুগের আগে লৌহযুগের সূচনা হয় এবং আধুনিক সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি অবদান লৌহ যুগেরশাহিন এ বক্তব্যের বিরোধিতা করে মতামত দিল যে লৌহযুগের আগে ব্রোঞ্জযুগের শুরু এবং সমাজ সভ্যতার বিকাশ ধারায় মূল সূচনা হয় ব্রোঞ্জযুগে

. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
. নবোপেলীয় বিপ্লব বলতে কী বোঝায়?
. উদ্দীপকে যুগ ধারাবাহিকতার ক্ষেত্রে আনিস ও শাহিনের বক্তব্যের কোনটিকে তুমি সঠিক মনে কর? ব্যাখ্যা কর
. আধুনিক সভ্যতার উন্মেষে এ ধাতু দুটির অবদান অনস্বীকার্য- বিশ্লেষণ কর

. বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাঙ্গামাটির মেয়ে উর্মিলার সাথে মিতার সখ্যতাউর্মিলা গ্রামের হেডম্যানের মেয়েগতবছর তাদের বিজু উৎসবে আমন্ত্রিত হয়ে মিতা রাঙ্গামাটি যায়তিন দিনব্যাপী বৈচিত্র্যময় আচার অনুষ্ঠানে মিতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও উপভোগ করেপরবর্তীতে এ সম্পর্কিত তার একটি লেখা দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বেশ প্রশংসিত হয়

. মারমাদের আদি নিবাস কোথায়?
. শিক্ষার প্রসার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারাকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর
. উদ্দীপকের উর্মিলা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর
. “উদ্দীপকে মিতার আচরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে”- মূল্যায়ন কর

. সংস্কৃতি-: বিচিত্র ভঙ্গিমায় নৃত্যগীত, ধাঁধার আসর, লোকসংগীত, রাস নৃত্য ইত্যাদি হচ্ছে এ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্যনৃত্যকে এরা পবিত্র মনে করেসিলেট অঞ্চলে এদের বসবাস
সংস্কৃতি-: বিবাহের পর স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসেপরিবারের প্রধান মূলত নারীরাই এবং বংশধারাও নারীর দিক থেকে নির্ধারিত হয়

. মারমারা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে?
. জুম চাষ বলতে কী বোঝায়?
. সংস্কৃতি-১ এ বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর
. সংস্কৃতি-২ এর পরিবার প্রথা অন্যদের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে- আলোচনা কর

. অত্যাচারী শাসকরা মানুষের ভাষা, বর্ণের ওপর আঘাত করেমানুষ নেমে আসে রাজপথেহরতাল, ধর্মঘট, মিছিল, মিটিংয়ের মাধ্যমে চলে প্রতিবাদশহিদ হয় অনেক ছাত্রজনতাপ্রতিষ্ঠিত হয় জনতার দাবিপরবর্তীতে অনুষ্ঠিত ২টি নির্বাচন মানুষের মধ্যে জন্ম দেয়স্বাধীনতাবোধেরবিপুল সংখ্যক মানুষ সমর্থন জানায় তাদের প্রিয় দলকেএরই ধারাবাহিকতায় জনপথটি স্বাধীনতা লাভ করে

. ছয় দফা কখন উত্থাপন করা হয়?
. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা কর
. উদ্দীপকে উল্লিখিত আন্দোলনটির গুরুত্ব ব্যাখ্যা কর
. “উদ্দীপকে বর্ণিত নির্বাচনসমূহ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণতুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর

. অঞ্চলটিতে ধান, পাটের মতো অর্থকরী ফসল উৎপন্ন হয়কিন্তু এসব থেকে আয় চলে যায় শাসকদের অঞ্চলেবাজেটে বরাদ্দ রাখা হয় খুবই কমকোনো কলকারখানা এই অঞ্চলে তৈরি করা হয় নাএসবের প্রতিবাদ করেন একজন রাজনৈতিক মানবিক নেতামানুষকে সংঘবদ করেন, প্রতিবাদ করেন, জেল খাটেনঅবশেষে ডাক দেন স্বাধীনতার

. বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সাল গুরুত্বপূর্ণ কেন?
. বাঙালি জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা কর
. উদ্দীপকে বর্ণিত বৈষম্যের ধরনটি ব্যাখ্যা কর
. উদ্দীপকে উল্লিখিত নেতা আর আমাদের বঙ্গবন্ধুর ভূমিকা এক ও অভিন্ন বিশ্লেষণ কর

. ইতনা গ্রামের হোসেন চৌধুরী প্রচুর ভূসম্পত্তি আর বংশমর্যাদার কারণে খুবই প্রভাবশালীএলাকার বিচার-সালিসে তার যথেষ্ট নিয়ন্ত্রণসাম্প্রতিক সময়ে অনেক বিরোধ মীমাংসায় তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার দ্বারস্থ হতে হয়

. ক্ষমতা কাঠামো বলতে কী বোঝ?
. ‘গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা কম’-ব্যাখ্যা কর
. উদ্দীপকে ক্ষমতা কাঠামোতে হোসেন চৌধুরীর অবস্থান কী? ব্যাখ্যা কর
. উদ্দীপকের পরিস্থিতি গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তনশীলতাকেই ইঙ্গিত করে-যুক্তিসহ ব্যাখ্যা দাও

১০. স্লোগান-: দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়
স্লোগান-: গাছ লাগান, ধরিত্রী বাঁচান

. যৌথ পরিবার কী?
. ক্ষমতার ভিত্তিতে পরিবার কত প্রকার? ব্যাখ্যা কর
. উদ্দীপকে বর্ণিত স্লোগান-, বাংলাদেশের কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর
. উদ্দীপকে স্লোগান-২ যে সামাজিক সমস্যাকে নির্দেশ করে স্লোগান-১ এর সমস্যা তার অন্যতম একটি কারণ- তুমি কি একমত? বিশ্লেষণ কর

১১. রাহেলাদের গ্রামে বিদেশি অর্থায়নে পরিচালিত আলো নামক একটি সংস্থা কাজ করেএ সংস্থা হতে ঋণ নিয়ে রাহেলা ও তার মতো অনেকেই সেলাই, হাঁস-মুরগি পালন ইত্যাদি করে স্বাবলম্বী হয়েছেএছাড়াও সংস্থাটি প্রজনন স্বাস্থ্য, মাতৃ ও শিশু কল্যাণ, স্যানিটেশন বৃত্তিমূলক প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে

. বিবর্তন কী?
. কাক্সিক্ষত ও বঞ্চিত পরিবর্তন বলতে কী বোঝ?
. উদ্দীপকে আলো সংগঠনটি কোন ধরনের? বুঝিয়ে লেখ
. উদ্দীপকে রাহেলাদের গ্রামের সামাজিক উন্নয়নে সংস্থাটির কার্যক্রম কীভাবে ভূমিকা রাখবে? যুক্তিসহকারে ব্যাখ্যা কর


       

                               সমাজবিজ্ঞান২য় পত্র               বিষয় কোডঃ ১১৮

সময়: ০ মিনিট                                বহুনির্বাচনি অভীক্ষা                                                পূর্ণমান:

 সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। ]

. ‘আকবরনামাগ্রন্থের লেখক কে?
. আল-বেরুনী        . সম্রাট আকবর
. আবুল ফজল        . রাজা রামমোহন রায়

. সামাজিক বিজ্ঞানের জন্ম হয়েছে-
. সমাজচর্চার মাধ্যম    . ধর্মচর্চার মাধ্যমে
. জ্ঞানচর্চার মাধ্যমে     . বিজ্ঞানচর্চার মাধ্যমে

. সমাজবিজ্ঞানের ভিত্তি রচনায় অবদান রাখেন-
. জে.এস. মিল        . উইলসন
. অধ্যাপক বার্জেস     . কঁদরসে

. বাংলাদেশে সমাজবিজ্ঞান চালু হয়-
i. ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষে ii. ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে
iii. ১৯৫৭ সালে

নিচের কোনটি সঠিক?
. i ii             . ii iii
. i ii             . i, ii iii

. সভ্যতা কোথায় গড়ে উঠে?
. একটি গোত্রে       . একটি নির্দিষ্ট অঞ্চলে
. একটি সংগঠনে     . একটি পরিবারে

. জাভা মানব কোন দেশে পাওয়া যায়?
. চীনে              . জাপানে
. মালয়েশিয়া        . ইন্দোনেশিয়া

. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
. নিয়ানডারথাল        . হাইডেলবার্গ
. ক্রোম্যাগনন           . পিকিং

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও : প্রাচীন প্রস্তর যুগের সামাজিক জীবনের কয়েকটি ধাপ হলো- ক্ল্যান, টোটেম, টাবু, ফাত্রি ও ট্রাইবসেসময়ে মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধ হয়ে বাস করত

. উদ্দীপকে উল্লিখিত ধাপগুলো নির্ণয় করেন-
. অধ্যাপক মর্গান       . অধ্যাপক নিকোলাস
. অধ্যাপক ইয়েলেৎসিন  . অধ্যাপক ড. জিল্লুর রহমান

. উদ্দীপকে মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধ হয়ে বাস করতএজন্য মানুষকে বলা হয়-
i. বুদ্ধিভিত্তিক প্রাণী     ii. স্বার্থপর প্রাণী
iii. সামাজিক জীব

নিচের কোনটি সঠিক?
. i ii         . ii iii
. i ii         . i, ii iii

১০. প্রতিটি মানুষ কোন গোষ্ঠীর সদস্য?
. মানবীয় গোষ্ঠী      . জীব গোষ্ঠী
. নৃগোষ্ঠী             . রাজ গোষ্ঠী

 

১১. বিজয়গিরি ছিলেন-
. সেনাপতি . রাজা  . প্রধানমন্ত্রী   . কোতোয়াল

১২. বাঙালি ও পাহাড়িদের মধ্যে দৃশ্যত পার্থক্য হলো-
i. দৈহিক    ii. প্রথাগত    iii. বাচনিক

নিচের কোনটি সঠিক?
. i ii   . ii iii  . i ii   . i, ii iii

১৩. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়?
. যুক্তফ্রন্ট                  . মুসলিম লীগ
. আওয়ামী লীগ             . কংগ্রেস

১৪. স্থলবাহিনীতে পশ্চিম পাকিস্তানি ছিল কত ভাগ?
. ৯০%    . ৯২%    . ৯৫%    . ৯৭%

১৫. কারবারির তত্ত্বাবধানে চাকমা চাকমা সদস্যরা একসাথে যেসব কাজে অংশ নেয়-
i. বৈবাহিক অনুষ্ঠান   ii. কৃষিকাজ
iii. রাজনৈতিক অনুষ্ঠান

নিচের কোনটি সঠিক?
. i ii  . i iii  . ii iii   . i, ii iii

১৬. ‘আচ্ছিকলামদানীনামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত
. চাকমা  . রাখাইন   . গারো    . মনিপুরী

১৭. গারো পুরুষ ও মহিলাদের শারীরিক গঠন কী রকম?
. লম্বা চওড়া         . ছোটখাটো
. চ্যাপ্টা              . হালকাপাতলা

১৮. বাংলাদেশ একটি-
. গ্রামপ্রধান দেশ    . শহরপ্রধান দেশ
. নগরপ্রধান দেশ    . শিল্পপ্রধান দেশ

১৯. জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?
. উপজাতি সমাজে     . গ্রামীণ সমাজে
. শহর সমাজে         . শিল্প সমাজে

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও : ইউনিয়নের নাম চর পারবর্তীচেয়ারম্যানের নাম হারুন অর রশিদএ ইউনিয়নের প্রায় ফসলি জমিতে ধান চাষ করা হয়এখানকার তরিতরকারি বিক্রি হয় ঢাকাসহ সারাদেশের বাজারেচেয়ারম্যান নিজেও মাঠে ফসল ফলানআদর্শ এ ইউনিয়ন উন্নয়নের রোল মডেল

২০. চর পারবর্তীতে বাংলাদেশের গ্রামীণ সমাজের কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে?
. অকৃষি পেশা          . পরিবারব্যবস্থা
. কৃষিভিত্তিক পেশাস্ত্র     . গ্রামীণ জনসংখ্যা

২১. বংশানুক্রমিক শ্রেণিবিভাগ নিচের কোনটি?
. জেলে    . নাপিত  . রায়    . কুমার

২২. চর পারবর্তীর মতো ইউনিয়নগুলোতে
i. শহরের তুলনায় শিক্ষার হার কম
ii. যৌথ পরিবারের সংখ্যা অধিক
iii. মাদকাসক্ত শহরের তুলনায় বেশি

নিচের কোনটি সঠিক?
. i ii           . ii iii
. i ii            . i, ii iii

২৩. শহরের বহু তলাবিশিষ্ট একাধিক বাড়ির মলিক কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
. উচ্চবিত্ত  . নিম্নবিত্ত  . মধ্যবিত্ত  . নিম্নমধ্যবিত্ত

২৪. বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি?
. সম্পত্তি  . শিক্ষাগ    . পেশা    . জেন্ডার

২৫. বাংলাদেশের সমাজব্যবস্থার ধারা কয়টি?
. দুটি    . তিনটি    . চারটি     . পাঁচটি

২৬. কোন বিশ্বাস গ্রামবাসীর মধ্যে অত্যন্ত প্রবল?
. রাজনৈতিক বিশ্বাস  . ধর্মীয় বিশ্বাস
. আত্মবিশ্বাস          . উপরের সবই সঠিক

২৭. সরকারি মালিকানাধীন অর্থ ব্যবস্থাপনায় পরিচালিত হয়-
i. শিল্পকারখানা   ii. ব্যাংক    iii. বিমা

নিচের কোনটি সঠিক?
 ক. i ii  . i iii  . ii iii   . i, ii iii

২৮. সমাজে পুরুষের পাশাপাশি কাদের অংশগ্রহণ নারী খুবই গুরুত্বপূর্ণ?
. শিশুর   . শিক্ষকের  . নারীর     . কৃষকের

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও : অনেক ব্যক্তি না বুঝে NGO-এর কার্যক্রমের সমালোচনা করেঅথচ জনাব সাইফুল সাহেব এমন একটি NGO-তে চাকরি করেন, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালেNGOটি প্রতিষ্ঠিত হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য ও পুনর্বাসনে লক্ষ্যে

২৯. উদ্দীপকের জনাব সাইফুল সাহেব কোন NGO-তে চাকরি করেন?
. প্রশিক  . গ্রামীণ ব্যাংক  . আশা     . ব্র্যাক

৩০. বাংলাদেশের সামাজিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে-
i. জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা
ii. বেকারত্ব দূরীকরণ 

iii. ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
. i ii         . i iii
. ii iii        . i, ii iii


 

Post a Comment

Previous Post Next Post