লোড হচ্ছে...

সর্বশেষ

২০২৫ সালের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান।

১. বাংলা সনেটের প্রথম মুসলিম মহিলা কবি- হলেন মাহমুদা খাতুন সিদ্দিকা।
২. ১৪৪ কোন সংখ্যার ৪০%?- ৩৬০।
৩.   I could not - laughing.- help
৪.  দারোগা কি ধরনের শব্দ? -তুর্কি শব্দ। 
৫. পৃথিবীতে মোট কতটি প্রধান টেকটোনিক প্লেট
 রয়েছে?-৭ টি।
৬. কোনটি সঠিক বানান?-উপর্যুক্ত
৭. কোনটি সঠিক বানান?- শ্রদ্ধাঞ্জলি
৮. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল  নাম ট্রাইওন্ডা। 
৯. ফুলে ফুলে সাজিয়েছে ঘর। ফুলে কোন কারকে কোন বিভক্তি?-করণে সপ্তমী। 
১০.
টাকায় ডজন কিনলে ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে?
ক) ৭ টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ৯ টি


সম্পূর্ণ প্রশ্ন একসাথে দেখুন সহকারী উপপাদ্য পরিদর্শক প্রস্তুতি

সহকারী উপপাদ্য পরিদর্শক পদের সাধারণ জ্ঞান সমাধান

১. I could not ______ laughing.

উত্তর: খ. help

✔ সঠিক: help

২. ‘ফুলে ফুলে সাজিয়েছে ঘর’— এখানে 'ফুলে ফুলে' কোন কারকে?

✔ ঘ. করণে ৭মী

৩. Did not you play chess? (Indirect)

✔ গ. He asked me if I did not play chess.

৪. ‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

✔ ঘ. তুর্কি

৫. A rolling stone gathers no moss — Complex form?

✔ খ. A stone that rolls gathers no moss.

৬. বজ্র বৃষ্টির ফলে কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

✔ গ. নাইট্রোজেন

৭. প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালী মহিলা?

✔ ক. মাহমুদা খাতুন সিদ্দিকা

৮. জাতিসংঘ মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

✔ ক. নিরাপত্তা পরিষদ

৯. সংবিধানে কত ধরণের মালিকানা?

✔ ঘ. ৩ ধরণের

১০. ‘দুরন্ত’ শব্দটি কোন ধরনের?

✔ ক. রুঢ়ি শব্দ

১১. \(x^{2}+y^{2}\) এর ল.সা.গু?

✔ খ. \(x^{2}y^{2}\)

১২. চর্যাপদের ভাষাকে ‘সন্ধ্যা ভাষা’ বলেছেন কে?

✔ ক. হরপ্রসাদ শাস্ত্রী

১৩. তিনটি নল ৪, ১২, ২৪ ঘন্টা — তিন-চতুর্থাংশ পূর্ণ হবে?

✔ ক. ৩ ঘন্টা

১৪. রবীন্দ্রনাথের পর সব্যসাচী লেখক?

✔ খ. বুদ্ধদেব বসু

১৫. Moot point অর্থ—

✔ গ. An undecided matter

১৬. ‘দুর্নাম / দুর্নিবার’-এ মূর্ধন্য-ণ নেই কেন?

✔ খ. দেশি শব্দ বলে

১৭. অন্যের দোষ ধরা সহজ— ইংরেজি?

✔ খ. It is easy to find fault with others.

১৮. ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থের লেখক?

✔ ক. সৈয়দ ওয়ালীউল্লাহ

১৯. ১৯৪৮ বিশ্বজুড়ে ‘অবরোধ’ দেন?

✔ গ. যুক্তরাষ্ট্রীয়

২০. ১৫, ২৫, ৫— ত্রিভুজটি?

✔ ঘ. অসমকোণী

২১. টাকায় ডজন বলই বিক্রি → ২০% ক্ষতি, ২০% লাভে?

✔ ক. ৬টি

২২. পরিধির অনুপাত ৩:৪ → ক্ষেত্রফল?

✔ ক. ৯:১৬

২৩. \(b=a+c\), \(b=3\) → \((ab+bc)^2\)?

✔ খ. 36

২৪. 144 কোন সংখ্যার 40%?

✔ গ. 360

২৫. ‘মালগুদাম’ কী সমাস?

✔ ঘ. অলুক ষষ্ঠী তৎপুরুষ

২৬. মাটির PH < 3 হলে কোন সার?

✔ ঘ. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম

২৭. ‘পর্বতের’ সমার্থক?

✔ গ. ক্ষিতিধর

২৮. বাংলাদেশ FAO সদস্য হয়—

✔ গ. 12 অক্টোবর 1973

২৯. লাভ কত %?

✔ ঘ. 21 টাকা

৩০. All of the people are—

✔ গ. mathematics teachers

৩১. Stagflation অর্থ—

✔ খ. Economic slow down

৩২. A philosopher ponders — life.

✔ ঘ. on

৩৩. “জলোচ্ছ্বাস” এর লেখক?

✔ গ. সেলিনা হোসেন

৩৪. সঠিক বানান?

✔ ক. Reconnaissance

৩৫. He knocked me down with a feather—

✔ ঘ. সে আমাকে বিস্মিত করলো।

৩৬. অর্ধবৃত্তের ক্ষেত্রফল (r=24)?

✔ ক. 1232 বর্গ সে.মি.

৩৭. ফিফা 2026 বলের নাম?

✔ ঘ. ট্রয়োন্ডা

৩৮. HTML কী?

✔ গ. ডেটা উপস্থাপনের ভাষা

৩৯. GHI তে বাংলাদেশের অবস্থান?

✔ খ. 102তম

৪০. পার্থক্য?

✔ গ. 39

৪১. প্রথম সাহিত্য ইতিহাস?

✔ গ. দীনেশ চন্দ্র সেন

৪২. 'home' is—

✔ ঘ. Adverb

৪৩. Poet of beauty?

✔ ক. John Keats

৪৪. When guests arrived, they — lunch.

✔ ঘ. had

৪৫. Prefix যুক্ত শব্দ?

✔ খ. amoral

৪৬. PROFLIGATE এর বিপরীত?

✔ খ. Frugal

৪৭. "দেশের সেবা থেকে উর্ধ্বে"— সংকোচন?

✔ খ. দেশহিতৈষী

৪৮. শুদ্ধ বানান?

✔ ঘ. স্বায়ত্তশাসন

৪৯. Animal Farm এর লেখক?

✔ ঘ. George Orwell

৫০. Major tectonic plates?

✔ খ. ৭ টি

Post a Comment

Previous Post Next Post