লোড হচ্ছে...

সর্বশেষ

বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধা।

 বিশ্বগ্রামের ধারণা

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত হারবার্ট মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট আবিষ্কারের প্রায় ৩০ বছর পূর্বেই এ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি ১৯৬২ ও ১৯৬৪ সালে তার প্রকাশিত দুইটি গ্রন্থ “The Gutenberg : The making of Typographic Man" এবং "Understanding Media" তে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে গোটা বিশ্বই ক্রমশ ছোট হয়ে আসছে যা আজ একটি গ্রামের দিকে ধাবিত হচ্ছে। বিশ্বগ্রামে গোটা পৃথিবীকেই একটি গ্রামের সাথে তুলনা করা হচ্ছে। এ প্রসংগে মার্টিন আলব্রো বলেছেন, "বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া।"
এন্থনি গিডেন্স বলেন, "বিশ্বায়ন হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ।”
টেলিভিশন আবিষ্কারের পর থেকে বিশ্বব্যাপী যোগাযোগ মাধ্যমের ব্যাপক উন্নতি সাধন হয়েছে। কম্পিউটার ব্যবহারের ফলে বহু বছরের ডেটাকে লাইব্রেরির মাধ্যমে সংরক্ষণ করা যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয় এসেছে।

বিশ্বগ্রামের সুবিধা

  • পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।
  • কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পেয়েছে।
  • সময় ও শ্রমের অপচয়রোধ হচ্ছে।
  • নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষিত হচ্ছে।
  • ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
  • ই-ব্যাংকিং সেবার সুবিধা পাওয়া যাচ্ছে।
  • ঘরে বসেই অনলাইনে কেনা-কাটার ব্যবস্থা করা যাচ্ছে।
  • টেলিমেডিসিন ব্যবস্থায় রোগী চিকিৎসকের সাথে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।
  • সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি, ভিডিও, অডিও, তথ্যাদি প্রভৃতি আপলোড ও ডাউনলোড করা যাচ্ছে।
  • ন্যানোটেকনোলজির ব্যবহার করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা যায়।
  • মহাকাশে স্যাটেলাইট স্থাপন করা যায়।
  • অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ই-বুক, অনলাইন পেপার প্রভৃতির সুবিধা ভোগ করা যাচ্ছে।
  • জীবনযাত্রার মান উন্নত হয়েছে।
অসুবিধা
  • ডিজিটাল ডিভাইস দ্রুত বাড়ার কারণে কর্মীরা কর্মহীন হয়ে পড়ছে।
  • সাইবার আক্রমণ হচ্ছে।
  • ইন্টারনেট প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার এবং নৈতিক স্খলনের কারণে তথ্যের গোপনীয়তা হারাচ্ছে।
  • সবল ও দুর্বলের ব্যবধান বাড়ছে।
  • বিশ্বায়নের অবাধ প্রতিযোগিতার ফলে স্বল্পোন্নত দেশগুলোর অথনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত।
  • যুব সমাজ সামাজিক অবক্ষয়ের স্বীকার হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post