নবম শ্রেণী – বাংলা দ্বিতীয় পত্র
বহুনির্বাচনী প্রশ্ন (ব্যাখ্যাসহ)
১। 'সন্ধি' ব্যাকরণে কোন অংশের আলোচ্য বিষয়?
ক) শব্দতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) ভাষাতত্ত্ব
✔ সঠিক উত্তর: ধ্বনিতত্ত্ব
সন্ধি হলো ধ্বনির মিলন। তাই এটি ধ্বনিতত্ত্বের বিষয়।
২। বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
ক) ঝাঁকে ঝাঁকে খ) হায় হায় গ) ঘুম ঘুম ঘ) কত কত
✔ সঠিক উত্তর: ঝাঁকে ঝাঁকে
"ঝাঁকে" শব্দে 'কে' বিভক্তি যুক্ত, তাই এটি বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব।
৩। ‘ভালো ভালো আম’— এখানে কী বোঝাতে দ্বিরুক্তি?
ক) সামান্য খ) আধিক্য গ) তীব্রতা ঘ) ধারাবাহিকতা
✔ সঠিক উত্তর: আধিক্য
ভালো ভালো অর্থ—অনেক ভালো বা আধিক্য বোঝায়।
৪। কোন শব্দটি নিত্য নারীবাচক?
ক) শিক্ষিকা খ) সতীন গ) মেয়েলি ঘ) জেলেনি
✔ সঠিক উত্তর: সতীন
যে শব্দ স্বভাবগতভাবে নারী বোঝায় তাকে নিত্য নারীবাচক বলে।
৫। ক্রমবাচক সংখ্যা শব্দ কোনটি?
ক) দ্বাদশ খ) পনেরোই গ) উনিশ ঘ) ১৮
✔ সঠিক উত্তর: দ্বাদশ
ক্রম নির্দেশকারী সংখ্যা যেমন প্রথম, দ্বিতীয়, দ্বাদশ—এগুলো ক্রমবাচক সংখ্যা।
৬। পরিমাণ বা গণনার একক কোনটি?
ক) এক খ) কেজি গ) গুলো ঘ) সমষ্টি
✔ সঠিক উত্তর: কেজি
কেজি হলো পরিমাপ/পরিমাণ জানানোর একক।
৭। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয়—
ক) ধ্বনি খ) বর্ণ গ) রূপ ঘ) অক্ষর
✔ সঠিক উত্তর: ধ্বনি
ধ্বনি শব্দের সবচেয়ে ক্ষুদ্র উচ্চারিত একক।
৮। ফরাসি শব্দ কোনটি?
ক) হরতাল খ) পাদ্রি গ) তোপ ঘ) কুপন
✔ সঠিক উত্তর: কুপন
“কুপন” শব্দটি ফরাসি উৎস থেকে এসেছে।
৯। ‘তিতাস একটি নদীর নাম’ বাক্যে ‘নদী’ কোন প্রকার বিশেষ্য?
ক) নামবাচক খ) জাতিবাচক গ) বস্তুবাচক ঘ) সমষ্টিবাচক
✔ সঠিক উত্তর: জাতিবাচক
নদী একটি শ্রেণি বা জাতি নির্দেশ করে বলে এটি জাতিবাচক বিশেষ্য।
১০। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কী বলে?
ক) পারস্পারিক সর্বনাম খ) সাপেক্ষ সর্বনাম গ) সকল বাচক সর্বনাম ঘ) অন্যবাচক সর্বনাম
✔ সঠিক উত্তর: পারস্পারিক সর্বনাম
যে সর্বনাম দুটি পরস্পরের ওপর নির্ভরশীল তাকে পারস্পারিক বলা হয়।
১১। ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’— এখানে ‘নিশীথ’ কোন পদ?
ক) ক্রিয়া খ) বিশেষ্য গ) বিশেষণ ঘ) ক্রিয়া বিশেষণ
✔ সঠিক উত্তর: বিশেষণ
‘নিশীথ’ বিশেষ্য ‘রাত’-কে বিশেষিত করেছে, তাই এটি বিশেষণ।
১২। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক) বিশেষ্য খ) বিশেষণ গ) অব্যয় ঘ) ক্রিয়া
✔ সঠিক উত্তর: ক্রিয়া
বাক্য ক্রিয়াবিহীন অসম্পূর্ণ। তাই ক্রিয়াই অপরিহার্য অঙ্গ।
১৩। বচন শব্দের আভিধানিক অর্থ কী?
ক) সংখ্যা খ) সংখ্যার ধারণা গ) ক্রমবাচক সংখ্যা ঘ) পূরণ বাচক সংখ্যা
✔ সঠিক উত্তর: সংখ্যার ধারণা
বচন বলতে সংখ্যা-সংক্রান্ত ধারণা বোঝায়।
১৪। ‘পর্বত’ শব্দের বহুবচন কোনটি?
ক) পর্বত গুচ্ছ খ) পর্বতমালা গ) পর্বতপুঞ্জ ঘ) পর্বতসমূহ
✔ সঠিক উত্তর: পর্বতসমূহ
‘সমূহ’ যোগ করে সাধারণভাবে বহুবচন বোঝানো হয়।
১৫। ধাতু প্রধানত কত প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
✔ সঠিক উত্তর: তিন
ধাতু তিন ধরনের—সাধিত, ধর্মগত ও যোগিক।
১৬। ‘নজরুলের’ শব্দে কোন বিভক্তি যুক্ত?
ক) এর খ) য়ের গ) র ঘ) ইর
✔ সঠিক উত্তর: এর
‘নজরুল’ + ‘এর’ → ‘নজরুলের’। তাই বিভক্তি: ‘এর’।
১৭। ‘গণ’ শব্দের অর্থ কী?
ক) গুচ্ছ খ) শ্রেণি গ) প্রকার ঘ) দল
✔ সঠিক উত্তর: দল
‘গণ’ শব্দের অর্থ বহুজন বা দল।
১৮। “আমার আশীর্বাদ নিয়ো”— বাক্যটি কোন কালের?
ক) সাধারণ বর্তমান খ) অনুজ্ঞা বর্তমান গ) সাধারণ অতীত ঘ) নিত্য অতীত
✔ সঠিক উত্তর: অনুজ্ঞা বর্তমান
অনুজ্ঞা বা অনুমতি বোঝাতে অনুজ্ঞাবাচক রূপ ব্যবহৃত হয়।
১৯। কীসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
ক) প্রয়োগভেদে খ) অর্থভেদে গ) বচনভেদে ঘ) বর্ণনাভেদে
✔ সঠিক উত্তর: বচনভেদে
বচনভেদে ক্রিয়ার রূপ অপরিবর্তিত থাকে।
২০। বাচ্য কত প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
✔ সঠিক উত্তর: তিন
বাচ্য তিন প্রকার—কর্তৃবাচ্য, কর্মবাচ্য, মধ্যবাচ্য।
২১। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
ক) বাচ্য খ) কারক গ) উক্তি ঘ) বচন
✔ সঠিক উত্তর: উক্তি
বক্তার বাক্য প্রকাশের ধরনকে উক্তি বলে।
২২। বিপরীত শব্দ একে অন্যের কী?
ক) সমার্থক খ) পরিপূরক গ) ভিন্নার্থক ঘ) সদার্থক
✔ সঠিক উত্তর: ভিন্নার্থক
বিপরীত শব্দে অর্থ একে অন্যের সম্পূর্ণ বিপরীত/ভিন্ন।
২৩। ‘ভূত’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) পেতিন খ) ভীরু গ) ভবিষ্যত ঘ) প্রেত
✔ সঠিক উত্তর: ভবিষ্যত
ভূত → অতীত, আর এর বিপরীত → ভবিষ্যত।
২৪। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
ক) নায়ক খ) শুভেচ্ছ গ) পিত্রালয় ঘ) একাদশ
✔ সঠিক উত্তর: একাদশ
এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
২৫। শব্দদ্বিত্ব কত প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
✔ সঠিক উত্তর: তিন
শব্দদ্বিত্ব তিন প্রকার—নৈর্ব্যক্তিক, অভাববাচক ও সন্নিবেশ।
২৬। কোন শব্দটি অপত্নীবাচক?
ক) মাতা খ) দাদী গ) চাচী ঘ) শিক্ষিকা
✔ সঠিক উত্তর: চাচী
যে শব্দ স্বামীর স্ত্রী ব্যতীত অন্য স্ত্রী বোঝায় তাকে অপত্নীবাচক বলে।
২৭। নিচের কোনটি সংখ্যাবর্ণ?
ক) পাঁচ খ) আড়াই গ) ৩ ঘ) ৪ঠা
✔ সঠিক উত্তর: ৩
সংখ্যাবর্ণ হলো অঙ্ক—৩, ৪, ৫ ইত্যাদি।
২৮। কোনটি পদের নাম নয়?
ক) আবেগ খ) অনুসর্গ গ) যোজক ঘ) পদাণু
✔ সঠিক উত্তর: আবেগ
‘আবেগ’ কোনো পদ নয়, এটি অনুভূতি নির্দেশ করে।
২৯। একাধিক সংখ্যা বোঝাতে যুক্ত লগ্নককে কী বলে?
ক) বচন খ) যোজক গ) আবেগ ঘ) পদানু
✔ সঠিক উত্তর: বচন
বহুবচনে ‘রা’, ‘গুলি’, ‘গুলো’ ইত্যাদি লগ্নক যুক্ত হয়।
৩০। ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?
ক) ধ্বনি খ) বর্ণ গ) ধাতু ঘ) ক্রিয়া বিভক্তি
✔ সঠিক উত্তর: ধাতু
ক্রিয়া দুটি অংশে বিভক্ত—ধাতু ও বিভক্তি। দ্বিতীয় অংশ হলো ‘ধাতু’।
Post a Comment