লোড হচ্ছে...

সর্বশেষ

এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি পার্থক্য।

প্রতি বছরই বোর্ড পরীক্ষায় একটি বা দুটি পার্থক্য আসে। এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের বোর্ড প্রশ্নে যে ধরনের পার্থক্য আসতে পারে তার কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিচে উল্লেখ করা হলো। কৃষি শিক্ষা ২য় পত্র - গুরুত্বপূর্ণ পার্থক্য

এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্র
গুরুত্বপূর্ণ পার্থক্যসমূহ

গলদা ও বাগদা চিংড়ির মধ্যে পার্থক্য
গলদা চিংড়ি বাগদা চিংড়ি
মিঠাপানিতে বাস করে লবণ পানিতে বাস করে
বড় আকারের মাথা ও রোস্ট্রাম থাকে মাথা ও রোস্ট্রাম ছোট
ফ্ল্যাজেলা তিন জোড়া। ফ্ল্যাজেল দুই জোড়া।
ব্রয়লার ও লেয়ার মুরগির মধ্যে পার্থক্য
ব্রয়লার লেয়ার
মাংস উৎপাদনের জন্য পালন করা হয় ডিম উৎপাদনের জন্য পালন করা হয়
দ্রুত ওজন বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি ধীর
৪৫–৫০ দিনে বিক্রিযোগ্য ৬ মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে
যমুনাপাড়ি ও ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে পার্থক্য
যমুনাপাড়ি ব্ল্যাক বেঙ্গল
আকারে বড় ও লম্বা আকারে ছোট ও খাটো
দুধ উৎপাদন বেশি মাংস উৎপাদন বেশি
রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
পাহাড়ি বন ও ম্যানগ্রোভ বনের মধ্যে পার্থক্য
পাহাড়ি বন ম্যানগ্রোভ বন
পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠে উপকূলীয় নোনা পানির এলাকায় গড়ে ওঠে
মাটির গভীরতা বেশি পঙ্কিল ও দোআঁশ মাটি
সাধারণত সেগুন ও গর্জন পাওয়া যায় সুন্দরী, গেওয়া ইত্যাদি পাওয়া যায়
প্রুনিং ও ট্রেনিং এর মধ্যে পার্থক্য
প্রুনিং ট্রেনিং
গাছের অপ্রয়োজনীয় শাখা ছাঁটাই করা গাছকে কাঙ্ক্ষিত আকারে গড়ে তোলা
উৎপাদন বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়তা করে ফলন বাড়াতে গাছকে দক্ষভাবে পরিচালনা করে
গাছের বয়স অনুযায়ী ভিন্নভাবে করা হয় চারা অবস্থাতেই শুরু করা হয়

Post a Comment

Previous Post Next Post