সরকারি প্রাইমারি স্কুলে নিয়োগ পরীক্ষার জন্য আপনাকে বেশ কিছু বই পড়তে হবে। যে বইগুলো পড়ার মাধ্যমে প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারবেন সেগুলোর একটি তালিকা নিচে দেওয়া হল।
১. মাধ্যমিকের কিছু বই
- বাংলা সাহিত্য বই
- বাংলা ব্যাকরণ বই
- গণিত
- ইংরেজি গ্রামার
- ইতিহাস
- পৌরনীতি
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- সাধারণ বিজ্ঞান
- ভূগোল ও পরিবেশ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
২. প্রকাশনীর বই
- প্রফেসর প্রকাশনীর প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড
- প্রফেসর বা mp3 সিরিজের বা ওরাকলের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের বই।
- প্রফেসর জব সল্যুশন বই (পূর্ণাঙ্গ গাইড)
- প্রফেসর রিসেন্ট জব সল্যুশন
- যেকোনো প্রকাশনীর মডেল টেস্ট বই।
অন্যান্য বই
- English for Competitive Exam
- মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
- প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি
- যেকোনো প্রকাশনীর রিসেন্ট জেনারেল নলেজ বই
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন (বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড থেকে)
- শাহিনস শর্টকার্ট ম্যাথ রিভিউ
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
- সৌমিত্র শিকরের বাংলা ভাষা ও সাহিত্য
- হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বই
সরকারি প্রাইমারি নিয়োগ পরীক্ষাসহ যেকোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস অনুযায়ী প্রচুর পরিমাণে পড়তে হবে ও মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। প্রতিদিন অন্তত একটি করে মডেল টেস্ট পরীক্ষা দিলে প্রস্তুতি ভালো হবে। মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পর ভুলগুলি টপিক ধরে ধরে পড়ে আয়ত্ত করতে হবে।
Post a Comment