অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ – MCQ উত্তর ও ব্যাখ্যা
১। ‘জনক’ এর প্রকৃতি ও প্রত্যয় কী?
ক) জন + ইকখ) জন + অক
গ) জন + আ
ঘ) জন + উক
সঠিক উত্তর: খ) জন + অক
ব্যাখ্যা: জন + অক যোগে জনক শব্দটি গঠিত হয়েছে। "অক" হল প্রত্যয়।
২। 'আনি' প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক) হাতাখ) উড়ানি
গ) শুনানি
ঘ) নানী
সঠিক উত্তর: গ) শুনানি
ব্যাখ্যা: শুন + আনি = শুনানি। তাই ‘আনি’ প্রত্যয়যুক্ত শব্দ এটি।
৩। 'নিখুঁত' শব্দটির ‘নি’ কিসের উদাহরণ?
ক) প্রত্যয়েরখ) সন্ধির
গ) উপসর্গ
ঘ) সমাস
সঠিক উত্তর: গ) উপসর্গ
ব্যাখ্যা: ‘নি’ একটি উপসর্গ। এটি মূল শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থ সৃষ্টি করে।
৪। তোমার চেয়ে ___ কাটল সারারাত। শূন্যস্থানে কী হবে?
ক) পানেখ) জন্য
গ) মধ্যে
ঘ) সহিত
সঠিক উত্তর: ক) পানে
ব্যাখ্যা: "চেয়ে পানে" একটি প্রচলিত বাক্য। অর্থ দাঁড়ায়— তাকিয়ে।
৫। ‘প্রাণপাখি’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক) প্রাণ রূপ পাখিখ) প্রাণের পাখি
গ) প্রাণের মধ্যে পাখি
ঘ) পরানের পাখি
সঠিক উত্তর: খ) প্রাণের পাখি
ব্যাখ্যা: প্রাণপাখি = প্রাণ + পাখি। অর্থ: খুব আপন বা প্রিয়জন।
৬। ‘জগতে অসম্ভব বলে কিছু নেই’— এটি কোন ধরনের বাক্য?
ক) সরলখ) জটিল
গ) যৌগিক
ঘ) মিশ্র
সঠিক উত্তর: ক) সরল
ব্যাখ্যা: বাক্যটি একখণ্ড অর্থ প্রকাশ করে ও একটি মাত্র কর্তা-ক্রিয়া সম্পর্ক রয়েছে। তাই সরল বাক্য।
৭। বাক্যের অর্থসংগতি রক্ষাকে কী বলে?
ক) পদবিন্যাসখ) আকাঙ্ক্ষা
গ) যোগ্যতা
ঘ) আসত্তি
সঠিক উত্তর: খ) আকাঙ্ক্ষা
ব্যাখ্যা: বাক্যের ভেতরে শব্দ-শব্দের অর্থগত সম্পর্ক ও সংহতি রক্ষা করাকে আকাঙ্ক্ষা বলে।
৮। নিচের কোনটি কর্মবাচ্য?
ক) সে যায়খ) পাতা পড়ে
গ) তাকে দেখা যায়
ঘ) তাকে দেখা হয়
সঠিক উত্তর: ঘ) তাকে দেখা হয়
ব্যাখ্যা: কর্মবাচ্যে কর্তা থাকে গোপন, কাজের ফলের ওপর গুরুত্ব পড়ে।
৯। উক্তির পরিবর্তনে বাক্যের কোন পদ পরিবর্তন হয়?
ক) বিশেষ্যখ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) অব্যয়
সঠিক উত্তর: গ) সর্বনাম
ব্যাখ্যা: উক্তির ধরন পরিবর্তনের সময় "সে-তুমি-আমি" ইত্যাদি সর্বনাম পরিবর্তিত হয়।
১০। ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) শশীখ) পয়ঃ
গ) নভঃ
ঘ) অনল
সঠিক উত্তর: গ) নভঃ
ব্যাখ্যা: আকাশ = গগন = নভঃ।
১১। 'চন্দ্র' শব্দের সমার্থক কোনটি?
ক) শশাঙ্কখ) বিজলি
গ) ভানু
ঘ) সমীর
সঠিক উত্তর: ক) শশাঙ্ক
ব্যাখ্যা: চন্দ্রের সমার্থক— শশাঙ্ক, ইন্দু, হিমাংশু ইত্যাদি।
১২। ফল পাকলে যে গাছ মরে যায়— এক কথায় কী?
ক) ঔষধিখ) নগ
গ) ওষধি
ঘ) অগত্যা
সঠিক উত্তর: ক) ঔষধি
ব্যাখ্যা: ঔষধি = যে উদ্ভিদ ফল-ফুল দিয়ে জীবনী শক্তি ব্যয় করে মারা যায়।
১৩। খাবার অযোগ্য কোনটি?
ক) খাদ্যখ) অখাদ্য
গ) আজনা
ঘ) বদহজম
সঠিক উত্তর: খ) অখাদ্য
ব্যাখ্যা: ‘অ’ উপসর্গ যুক্ত হয়ে ‘খাদ্য’-এর বিপরীত অর্থ তৈরি হয় = অখাদ্য।
১৪। কোনটি সমোচ্চারিত শব্দ নয়?
ক) আমিখ) ধনি
গ) ধনী
ঘ) কানি
সঠিক উত্তর: গ) ধনী
ব্যাখ্যা: ‘ধনি’ (ধন-সম্পন্ন) ও ‘ধনী’ উচ্চারণে এক নয়, তাই সমোচ্চারিত নয়।
১৫। 'বারি' শব্দের অর্থ কী?
ক) বাড়িখ) জ্বালা
গ) জেলে
ঘ) পানি
সঠিক উত্তর: ঘ) পানি
ব্যাখ্যা: বারি শব্দের অর্থ পানি। যেমন: বারিধারা।
Post a Comment