লোড হচ্ছে...

সর্বশেষ

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন ও অনলাইন টেস্ট।

কৃষি শিক্ষা প্রথম পত্র

প্রথম অধ্যায়: বাংলাদেশের কৃষি

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) নিম্নে দেয়া হলো। নমুনা বহুনির্বাচনী প্রশ্নগুলি চর্চা কর। আর পোষ্টের নিচে থাকা অনলাইন টেস্ট এর লিংকে লগইন করে পরীক্ষা দিয়ে নিজের মেধা যাচাই কর। 

উত্তরসহ কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

১। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি?
ক. গম
খ. ভুট্টা
গ. ডাল
ঘ. ধান
২। বাংলাদেশের কোন জেলায় ডাল ফসলের চাষ ভালো হয়?
ক. ফরিদপুর
খ. ময়মনসিংহ
গ. যশোর
ঘ. চট্টগ্রাম
৩। কত সাল থেকে বাংলাদেশে সামাজিক বনায়নের অংশীদারিত্বমূলক কার্যক্রম শুরু হয়?
ক. ১৯৮০
খ. ১৯৮২
গ. ১৯৮৪
ঘ. ১৯৮৫
নিচের অনুচ্ছেদটির আলোকে সংশ্লিষ্ট প্রশ্ন দুটির উত্তর দাও:
আমাদের দেশ কৃষিপ্রধান। এদেশের মাটিতে কম-বেশি সব ফসলই জন্মে। তবে সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক রকম না হওয়ায় কোনো অঞ্চলে মাঠ ফসল আবার কোনো অঞ্চলে উদ্যান ফসল ভালো হয়।
৪। দানাজাতীয় ফসল উৎপাদনের দিক থেকে বাংলাদেশে গমের অবস্থান কততম?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
৫। মাঠ ফসলের অন্তর্ভুক্ত ফসল হলো-
i. আলু, ধান
ii. পাট, গম
iii. ধান, ডাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬। পোল্ট্রি কোনটি?
ক. কোয়েল
খ. টিয়া
গ. ময়না
ঘ. ঘুঘু
৭। কন্দজাতীয় ফসল নিচের কোনগুলো?
ক. গাজর, মুলা
খ. হলুদ, আদা
গ. টমেটো, বেগুন
ঘ. আলু, পিঁয়াজ
৮। উদ্যান ফসলের উদাহরণ-
i. আলু, পটল, বেগুন
ii. পিঁয়াজ, রসুন, আদা
iii. ছোলা, ধান, পাট
নিচের কোনটি সঠিক?
. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটির আলোকে সংশ্লিষ্ট প্রশ্ন দুটির উত্তর দাও:
কৃষিশিক্ষক জনাব শহিদুল ইসলাম একাদশ শ্রেণির ক্লাসে কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে ছাত্রদের মাঝে আলোচনা করলেন। এর মধ্যে সবচেয়ে বড়ো দুটি ক্ষেত্র নিয়ে তিনি বেশি সময় ব্যয় করেন।
৯। কৃষিশিক্ষক বড়ো দুটি ক্ষেত্র নিয়ে বেশি আলোচনা করার কারণ কোনটি?
ক. প্রধান খাদ্য
খ. অর্থনৈতিক গুরুত্ব
গ. পুষ্টির চাহিদা পূরণ
ঘ. বৈদেশিক মুদ্রা আয়
১০। যে দুটি ক্ষেত্র নিয়ে কৃষিশিক্ষক জনাব শহিদুল ইসলাম বেশি আলোচনা করেন তাহলো-
i. মাঠ ফসল
ii. পোল্ট্রি
iii. উদ্যান ফসল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১১। উদ্যান ফসল নিচের কোনটি?
ক. ধান
খ. পাট
গ. আম
ঘ. সূর্যমুখী
১২। আধা লোনা পানির মাছ-
ক. লইট্যা
খ. টেংরা
গ. রূপচান্দা
ঘ. ইলিশ
১৩। গবাদি পশুর উপজাত দ্রব্য কোনগুলো?
ক. শিং, ক্ষুর ও হাড়
খ. চর্বি, দুধ ও পশম
গ. দুধ, মাংস ও রক্ত
ঘ. চামড়া, মাংস ও ননী
১৪। নিচের কোনগুলো সামাজিক বনায়নের গাছ?
ক. আম, জাম ও আমড়া
খ. কাঁঠাল, পেয়ারা ও ছফেদা
গ. লিচু, কলা ও পেঁপে
ঘ. কড়ই, মেহগনি ও সেগুন
১৫। বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম বন সম্প্রসারণ কেন্দ্র স্থাপিত হয়?
ক. বগুড়া
খ. বরিশাল
গ. কুমিল্লা
ঘ. সিলেট
১৬। কৃষি বন কোন বনায়নের অন্তর্ভুক্ত?
ক. পতিত জমি
● সামাজিক
গ. সড়ক বাঁধ
ঘ. বসতবাড়ি
১৭। বাংলাদেশের কৃষির প্রধান ক্ষেত্র কত প্রকার?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
● ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
১৮। মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত?
● কর্ডাটা
খ. ভার্টিব্রাটা
গ. কনড্রিকথিস
ঘ. অসট্রিকথিস
১৯। উদ্যান ফসলের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
ক. সেচ বেশি প্রয়োজন হয় না
খ. বেশি জমিতে চাষ করা হয়
গ. উৎপাদন ব্যয় কম হয়
● মাঠ ফসলের তুলনায় লাভজনক

নিচের প্রশ্নগুলোর উত্তর নিজে চেষ্টা কর।

২০। উদ্যান ফসলের বৈশিষ্ট্য হলো—
i. গাছ থেকে একাধিকবার ফসল পাওয়া যায়
ii. বিভিন্ন সময় ফসল সংগ্রহ করা হয়
iii. সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. i, ii ও iii
ঘ. i, ii
২১। উদ্যান ফসলের উদাহরণ কোনটি?
ক. পাট ও ফুলকপি
খ. গম ও কলা
গ. টমেটো ও কাঁঠাল
ঘ. মসুর ও ধান
২২। আমাদের দেশে প্রাণিজ আমিষের প্রধান উৎস-
ক. হাঁস-মুরগি
খ. মাছ
গ. গবাদি পশু
ঘ. পোল্ট্রি
২৩। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়কে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
ক. দু ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
নিচের অনুচ্ছেদটির আলোকে সংশ্লিষ্ট প্রশ্ন দুটির উত্তর দাও:
কৃষিশিক্ষা ক্লাসে শিক্ষক জনাব নজির উদ্দীন বললেন, বর্ধিত জনগোষ্ঠীর চাহিদা পূরণ করতে দেশের বনজ সম্পদের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। এমতাবস্থায় সামাজিক বনায়নের বিকল্প নেই।
২৪। উদ্দীপকের বনায়নে সাধারণত কোন গাছটি রোপণ করা হয়?
ক. আম গাছ
খ. সুন্দরি
গ. জাম গাছ
ঘ. মেহগনি
২৫। কৃষি শিক্ষকের বর্ণিত বনায়নের দ্বারা—
i. আর্থ-সামাজিক উন্নয়ন হয়
ii. বৃক্ষ সম্পদ রক্ষা করা যায়
iii. ভূমিহীনদের অংশগ্রহণ নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬। বাংলাদেশের সবচেয়ে বড়ো প্রাকৃতিক বনভূমি কোনটি?
ক. ম্যানগ্রোভ বন
খ. পাহাড়ি বন
গ. সমতল ভূমির বন
ঘ. মধুপুরের শাল বন
২৭। বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে?
ক. ১৫
খ. ২৫
গ. ১৭
ঘ. ২০
নিচের অনুচ্ছেদটির আলোকে সংশ্লিষ্ট প্রশ্ন দুটির উত্তর দাও:
রমিজ উদ্দীন জেলা বন কর্মকর্তা। সামাজিক বনায়ন নিয়ে তার এলাকায় আলোচনা করেন। তিনি বনায়নের গুরুত্ব জনগণকে বুঝিয়ে দিলেন।
২৮। সামাজিক বনায়নের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
ক. জ্বালানি কাঠের চাহিদা পূরণ
খ. গ্রামীণ জনগণের কর্মসংস্থান
গ. শিল্পের কাঁচামাল সরবরাহ
ঘ. পরিবেশের ভারসাম্য রক্ষা
২৯। সামাজিক বনায়ন বলতে বোঝায়-
i. জনগণের অংশগ্রহণের মাধ্যমে সৃষ্ট বন
ii. সরকার ও জনগণের অংশীদারিত্বমূলক বন
iii. এনজিওদের মাধ্যমে সৃষ্ট বন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০। বেলা তার জমিতে চাষাবাদের সময় প্রায়ই একটা সার ব্যবহার করেন। তিনি কোনটি ব্যবহার করেন?
ক. বরবটি
খ. শন পাট
গ. ছোলা
ঘ. খেসারী

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় (বাংলাদেশের কৃষি) থেকে গুরুত্বপূর্ণ দশটি বহুনির্বাচনী প্রশ্নের অনলাইন পরীক্ষা দিতে নিচের লিংকে লগইন করে পরীক্ষা দাও।  

Post a Comment

Previous Post Next Post