বিসিএসসহ সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ বাগধারা গুলি উল্লেখ করা হলো।
বিসিএস পরীক্ষায় আসা বাগধারা
একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়
উড়নচণ্ডী = অমিতব্যয়ী
খণ্ড প্রলয় = তুমুল কাণ্ড
আসলে মুঘল নাই ঢেঁকি = উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব
যার কর্ম তার খাজে অন্য = পটু বা দক্ষ লোকের পক্ষে যা সহজ অপটু লোকের দ্বারা অসম্ভব
আর্টে-পিঠে দড় তবে ঘোড়ার উপর চড় = প্রস্তুতি দিয়ে কর্মে প্রবৃত্ত হওয়া
হরি ঘোষের গোয়াল = বহু বেকার লোকের আড্ডা
ঘুঁটে পোড়ে গোবর হাসে = নিজের অবশ্যম্ভাবী বিপদ সম্বন্ধে অজ্ঞানতা
ওঝার ব্যাটা বনগুরু = জ্ঞানী লোকের মূর্খ সন্তান
চিত্রগুপ্তের খাতা = স্বচ্ছ ও নির্ভুল হিসাব
শিখণ্ডী খাড়া করা = আড়াল থেকে অন্যায় কাজ করা
থোড় বড়ি খাড়া, খাঁড়া বড়ি থোড় = একঘেয়েমির চূড়ান্ত
শাখের করাত = উভয় সংকট
আঁতের হাঁচি বেদে চেনে = অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না
ঘটিরাম = মূর্খ / অযোগ্য
অকাল কুষ্মাণ্ড = অপদার্থ
শিবে সংক্রান্তি = আসন্ন বিপদ/সমূহ বিপদ
আলালের ঘরের দুলাল = অতি আদরের অবাধ্য সন্তান
ইঁচড়ে পাকা = অকালপক্ক
কপাল ফেরা = সৌভাগ্য লাভ
আরো দেখুন
গুড়ে বালি = আশায় নৈরাশ্য
রাবণের চিতা = চির অশান্তি
অমাবস্যার চাঁদ = দুর্লভ বস্তু
আকাশ কুসুম = অলীক কল্পনা
আক্কেল সেলামী = বোকামির দণ্ড
খয়ের খাঁ = চাটুকার
দহরম মহরম = ঘনিষ্ঠ সম্পর্ক
বাইন মাছের প্রাণ = শক্ত প্রাণ
রাঘব বোয়াল = প্রভাবশালী ব্যক্তি
কান কাটা = বেহায়া
পায়াভারী = অহংকার
লেজে গোবরে = বিশৃঙ্খলা
রাখঢাক = গোপন করা
গা ছাড়া ভাব = গুরুত্ব না দেওয়া
ঘাটের মড়া = অতিবৃদ্ধ
পেট পাতলা = গোপনীয়তা রক্ষা করতে না পারা
কান পাতলা = সহজেই অন্যের কথা বিশ্বাস
অহি-নকুল = চরম শত্রুতা
উলুবনে মুক্তা ছড়ানো = অপাত্রে জ্ঞান দেওয়া
উভয় সংকট = দুই দিকে বিপদ
আদা জল খেয়ে লাগা = কোমর বেঁধে লাগা
অক্ষরে গোমাংস = বর্ণপরিচয়হীন
গনপিটুনি = প্রচন্ড মার
গোঁফ খেজুরে = নিতান্ত অলস
পর্বতের মূষিক প্রসব = বেশি প্রত্যাশায় সামান্য প্রাপ্তি
বিদুরের খুদ = শ্রদ্ধা ও ভালোবাসার সামান্য দান। গরিবের সামান্য উপহার
দুধের মাছি = সুসময়ের বন্ধু
ভূতের বাপের শ্রাদ্ধ = অপরিমিত অপব্যয়
গোঁকুলের ষাঁড় = স্বেচ্ছাচারী
পাকা ধানে মই = বিপুল ক্ষতি করা
ব্যাঙের আধুলি = অতি সামান্য ধন
মান্ধাতার আমল = পুরনো আমল
দুর্গা গতি = উৎখাত
সাপে নেউলে = শত্রুভাব
মাকাল ফল = অন্তসারশূন্য
জড়ভরত = অকর্মণ্য ব্যক্তি, নিষ্ক্রিয়
হাড়হদ্দ = নাড়ী নক্ষত্র/সব তথ্য
'ডাকাবুকো = দূরন্ত । নির্ভীক
আঠারো মাসের ঝানাকাঠি = অকিঞ্চিতকর আগ্রহউনা ভাতের দুনা বল = অল্প আহার স্বাস্থ্যসম্মত
বাশের চেয়ে কঞ্চি বড় = আসল লোকের চেয়ে তার অনুচর/পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি
আমড়া কাঠের ঢেঁকি = অকেজো
শাক দিয়ে মাছ ঢাকা = নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা
তামার বিষ = অর্থের কুপ্রভাব
মিছরির ছুরি = মুখে মধু অন্তরে বিষ
ঠগ বাছতে গা উজাড় = যেখানে মন্দের ভাগ বেশি
ননীর পুতুল = শ্রম কাতর
অক্কা পাওয়া = মারা যাওয়া
তালপাতার সেপাই = অতিশয় দুর্বল
চাঁদের হাট = সুখের সংসার
তাসের ঘর = ক্ষনস্থায়ী
হরিষে বিষাদ = আনন্দে দুঃখ সুলুক সন্ধান = খোঁজখবর
মন না মতি = মানবচিত্তের অস্থিরতা
সোনার কাকি রূপোর ভার্কি = মরা-বাঁচার উপায়
ঘুটে পোড়ে গোবর হাসে = অন্যের বিপদে উল্লেসিত হওয়া
বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া = হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ
অন্যান্য নিয়োগ পরীক্ষায় আসা বাগধারা
সোনায় সোহাগা = সুন্দর মিলন
মিছরির ছুরি = মিষ্টি কথায় তীক্ষ্ণ আঘাত
তীর্থের কাক = লোভের প্রতীক্ষাকারী
মাছের মার কান্না = সমবেদনারহিত কান্না
কলির সন্ধ্যা = কষ্টের সূচনা
লম্বা দেওয়া = চম্পট দেওয়া
তুলকালাম = বিরাট ব্যাপার
অন্যান্য চাকুরীর পরীক্ষায় আসা বাগধারা
গাছ পাথর = হিসাব নিকাশ
আট প্রহর = সারাদিন রাত
কেতাদুরস্ত = পরিপাটি
কাপুড়ে বাবু = ভণ্ড
গৌরচন্দ্রিকা = ভূমিকা
হাত-ভারি = কৃপণ
ঠোঁট-কাটা = স্পষ্টভাষী
রাই কুড়িয়ে বেল = অল্প থেকে বড়
হাত গুটানো = কার্য বিরতি/throw in one's hand, নিরস্ত হওয়া
কথার তুবড়ি = অনর্গল কথা
বক দেখানো = অশোভন কিছু করা
ছ কড়া ন কড়া = সস্তা দর
ধর্মের ষাঁড় = স্বেচ্ছাচারী, অলস, অকর্মণ্য
হা-ঘরে = নেই ঘর, গৃহহীন
কাছা ঢিলা = অসাবধান
অকালে বাদলা = অপ্রত্যাশিত বাধা
মাছিমারা কেরানি = বিচারবোধহীন নকলনবিস
লেজে খেলানো = বশীভূত করা
ঝাঁকের কৈ = একই স্বভাবের লোক
নজর লাগা = অশুভ দৃষ্টিতে পড়া
Post a Comment