সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ – MCQ উত্তর ও ব্যাখ্যা
১. 'তুমি'— এটি কোন পুরুষ?
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) প্রথম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) প্রথম পুরুষ
সঠিক উত্তর: খ) মধ্যম পুরুষ
ব্যাখ্যা: যে পুরুষকে সম্বোধন করা হয় তাকে মধ্যম পুরুষ বলে। "তুমি" সম্বোধনের জন্য ব্যবহৃত হয়।
২. বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) তিন
খ) দুই
গ) তিন
ঘ) তিন
সঠিক উত্তর: খ) দুই
ব্যাখ্যা: প্রত্যয় দুই প্রকার— (১) কৃত প্রত্যয়, (২) তদ্ধিত প্রত্যয়।
৩. 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মনু+ষ্ণ
খ) মনু+অব
গ) মান+ব
ঘ) মান+অব
খ) মনু+অব
গ) মান+ব
ঘ) মান+অব
সঠিক উত্তর: ক) মনু + ষ্ণ
ব্যাখ্যা: মানব = মনু (প্রকৃতি) + ষ্ণ (প্রত্যয়)।
৪. উপসর্গের কাজ কী?
ক) বর্ণ সংস্করণ
খ) যতি সংস্থাপন
গ) নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ) ভাবের পার্থক্য নিরূপণ
খ) যতি সংস্থাপন
গ) নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ) ভাবের পার্থক্য নিরূপণ
সঠিক উত্তর: গ) নতুন অর্থবোধক শব্দ গঠন
ব্যাখ্যা: উপসর্গ শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে।
৫. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: ক) দুই
ব্যাখ্যা: অনুসর্গ দুই প্রকার— (১) সাধারণ অনুসর্গ, (২) সম্বন্ধ অনুসর্গ।
৬. বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে কী বলে?
ক) বিভক্তি
খ) কারক
গ) প্রত্যয়
ঘ) অনুসর্গ
খ) কারক
গ) প্রত্যয়
ঘ) অনুসর্গ
সঠিক উত্তর: খ) কারক
ব্যাখ্যা: ক্রিয়া ও অন্যান্য পদের সম্পর্ক নির্দেশ করা কারকের কাজ।
৭. কারক কয় প্রকার?
ক) পাঁচ
খ) ছয়
গ) সাত
ঘ) আট
খ) ছয়
গ) সাত
ঘ) আট
সঠিক উত্তর: খ) ছয়
ব্যাখ্যা: কারক ছয় প্রকার যেমন— কর্তৃকারক, কর্মকারক, সম্পাদন কারক ইত্যাদি।
৮. সমাস কাকে বলে?
ক) দুটি বা ততোধিক শব্দের মিলনে এক শব্দ হওয়া
খ) এক শব্দকে দুই ভাগে ভাগ করা
গ) শব্দের শেষে কার যুক্ত করা
ঘ) নতুন বর্ণ তৈরি করা
খ) এক শব্দকে দুই ভাগে ভাগ করা
গ) শব্দের শেষে কার যুক্ত করা
ঘ) নতুন বর্ণ তৈরি করা
সঠিক উত্তর: ক) দুটি বা ততোধিক শব্দের মিলনে এক শব্দ হওয়া
ব্যাখ্যা: সমাস মানে সংক্ষিপ্ত রূপে দুই বা অধিক শব্দের মিলন।
৯. সমাস কয় প্রকার?
ক) তিন প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
সঠিক উত্তর: ঘ) ছয় প্রকার
ব্যাখ্যা: সমাস ছয় প্রকার— দ্বন্দ্ব, দ্বিগু,বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ভাব।
১০. নিচের কোন বাক্যটি কর্মবাচ্যের উদাহরণ?
ক) চিঠিটা পড়া হয়েছে
খ) শরতে শিউলি ফোটে
গ) আমার যাওয়া হলো না
ঘ) এবার বাঁশিটি বাজাও
খ) শরতে শিউলি ফোটে
গ) আমার যাওয়া হলো না
ঘ) এবার বাঁশিটি বাজাও
সঠিক উত্তর: ক) চিঠিটা পড়া হয়েছে
ব্যাখ্যা: যেখানে কর্তা গোপন থাকে সেটি কর্মবাচ্য।
১১. লেখার সময় বিশ্রামের জন্য যে চিহ্ন ব্যবহার হয় তাকে কী বলে?
ক) বিভাজন চিহ্ন
খ) বিরাম চিহ্ন
গ) নির্দেশক চিহ্ন
ঘ) শব্দ চিহ্ন
খ) বিরাম চিহ্ন
গ) নির্দেশক চিহ্ন
ঘ) শব্দ চিহ্ন
সঠিক উত্তর: খ) বিরাম চিহ্ন
ব্যাখ্যা: লেখা পড়তে সুবিধা ও বিশ্রামের জন্য বিরামচিহ্ন ব্যবহৃত হয়।
১২. নাটকের সংলাপের আগে কোন বিরামচিহ্ন বসে?
ক) কমা (,)
খ) ড্যাশ (—)
গ) কোলন (:)
ঘ) হাইফেন (-)
খ) ড্যাশ (—)
গ) কোলন (:)
ঘ) হাইফেন (-)
সঠিক উত্তর: খ) ড্যাশ (—)
ব্যাখ্যা: সংলাপ শুরু করতে ড্যাশ ব্যবহৃত হয়।
১৩. নিচের কোন শব্দে মূর্ধন্য ণ-এর ব্যবহার হয়েছে?
ক) বৃদ্ধ
খ) শিক্ষক
গ) গুরুজন
ঘ) দণ্ড
খ) শিক্ষক
গ) গুরুজন
ঘ) দণ্ড
সঠিক উত্তর: ঘ) দণ্ড
ব্যাখ্যা: এখানে ‘ণ্ড’ যুক্ত বর্ণে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়েছে।
১৪. নিচের কোন শব্দটি শুদ্ধ?
ক) পিপিলিকা
খ) পিপীলিকা
গ) পীপিলিকা
ঘ) পিপিলীকা
খ) পিপীলিকা
গ) পীপিলিকা
ঘ) পিপিলীকা
সঠিক উত্তর: ক) পিপিলিকা
ব্যাখ্যা: অভিধান অনুসারে শুদ্ধ বানান— পিপিলিকা।
১৫. আকাশ-এর সমার্থক শব্দ কোনটি?
ক) রেখা
খ) মেঘ
গ) নক্ষত্র
ঘ) গগন
খ) মেঘ
গ) নক্ষত্র
ঘ) গগন
সঠিক উত্তর: ঘ) গগন
ব্যাখ্যা: আকাশের প্রচলিত সমার্থক হলো গগন।
Post a Comment