লোড হচ্ছে...

সর্বশেষ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও অতি সংক্ষিপ্ত উত্তর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

📌 Table of Contents

  1. দৈনন্দিন জীবনে ICT এর ব্যবহার
  2. কম্পিউটার ভাইরাস
  3. ভাইরাসের বৈশিষ্ট্য
  4. সার্চ ইঞ্জিন
  5. ইনপুট ও আউটপুট ডিভাইস
  6. ওয়েব ব্রাউজার
  7. কপিরাইট
  8. কপিলেফট
  9. প্লেজারিজম
  10. ওয়ার্ড প্রসেসর
  11. কিবোর্ড পরিষ্কার
  12. এন্টিভাইরাস
  13. ওয়ার্ড প্রসেসরের শর্টকাট কি
  14. স্প্রেডশিট
  15. পাওয়ারপয়েন্ট
  16. শিক্ষা বিষয়ক ওয়েবসাইট
  17. অ্যালাইনমেন্টের প্রকারভেদ
  18. ইন্টারনেট
  19. নেটওয়ার্ক
  20. প্রসেসর
  21. মেমোরির প্রকার
  22. RAM ও ROM এর পার্থক্য
  23. PDF
  24. ওয়েবসাইট
  25. ডেটা কমিউনিকেশন
  26. HTML
  27. URL
  28. সামাজিক যোগাযোগ মাধ্যম
  29. ডেবিট ও ক্রেডিট কার্ড
  30. ভার্চুয়াল ক্লাসরুম
  31. ডকুমেন্ট প্রিন্ট
  32. প্রোগ্রাম
  33. অ্যালগরিদম Vs Flowchart
  34. ডকুমেন্ট ওপেন
  35. ফোল্ডার তৈরি
  36. বাংলা লেখার সফটওয়্যার
  37. অভ্রতে যুক্তবর্ণ লেখার নিয়ম
  38. বাংলা ফন্ট
  39. ইমেইল অ্যাকাউন্ট তৈরি
  40. ই-কমার্স
  41. ই-বুক
  42. মাদারবোর্ড
  43. CPU
  44. হার্ডডিস্ক
  45. টেলিমেডিসিন
  46. ক্রায়োসার্জারি
  47. কৃত্রিম বুদ্ধিমত্তা
  48. বিশ্বগ্রাম
  49. রোবট
  50. তথ্যপ্রযুক্তি

🔎 আরো দেখুন

ICT Notes Short Questions MCQ Practice ICT Model Test

১. দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

দৈনন্দিন জীবনে ICT এর ব্যবহার বহুমুখী—শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, যোগাযোগ, ই-কমার্স, অনলাইন ক্লাস, মোবাইল ব্যাংকিং, GPS, সোশ্যাল মিডিয়া এবং তথ্য বিনিময়ে ICT অপরিহার্য ভূমিকা পালন করে।

২. কম্পিউটার ভাইরাস কি? উদাহরণ

ভাইরাস হলো ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের ডেটা নষ্ট করে। উদাহরণ: Worm, Trojan, ILOVEYOU, WannaCry।

৩. কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্য

নিজেকে কপি করতে পারে, ফাইল নষ্ট করে, সিস্টেম স্লো করে, ডেটা চুরি করে, অটোমেটিক ছড়ায় ইত্যাদি।

৪. সার্চ ইঞ্জিন কি?

ইন্টারনেটে তথ্য খুঁজে পাওয়ার সফটওয়্যার। উদাহরণ: Google, Bing, Yahoo।

৫. ইনপুট ও আউটপুট ডিভাইস

ইনপুট: Keyboard, Mouse, Scanner আউটপুট: Monitor, Printer, Speaker

৬. ওয়েব ব্রাউজার কি?

ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার। উদাহরণ: Chrome, Firefox, Opera।

৭. কপিরাইট কি?

কোনো সৃষ্টির উপর লেখকের স্বত্বাধিকারকে কপিরাইট বলে।

৮. কপিলেফট কি?

যে লাইসেন্সে যেকেউ কপি, পরিবর্তন ও শেয়ার করতে পারে তাকে কপিলেফট বলে।

৯. পেলেজারিজম কি?

অন্যের লেখা বা কাজ নিজের নামে ব্যবহার করাকে প্লেজারিজম বলা হয়।

১০. ওয়ার্ড প্রসেসর কি?

লেখালেখির সফটওয়্যার। উদাহরণ: MS Word, Google Docs, LibreOffice Writer।

১১. কিবোর্ড পরিষ্কার করার নিয়ম

কম্পিউটার বন্ধ করে ব্রাশ, ব্লোয়ার বা কাপড় দিয়ে পরিষ্কার করতে হয়।

১২. এন্টিভাইরাস কি?

ভাইরাস শনাক্ত ও ধ্বংসকারী সফটওয়্যার। উদাহরণ: Avast, Kaspersky, Bitdefender।

১৩. শর্টকাট কি

Ctrl+C (Copy), Ctrl+V (Paste), Ctrl+S (Save), Ctrl+B (Bold)।

১৪. স্প্রেডশিট

টেবিলভিত্তিক ডেটা ব্যবস্থাপনার সফটওয়্যার। উদাহরণ: MS Excel, Google Sheets।

১৫. পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন

স্লাইড বানানোর সফটওয়্যার। ক্লাস, ব্যবসা, মিটিংয়ে ব্যবহৃত হয়।

১৬. শিক্ষা বিষয়ক ওয়েবসাইট

NCTB, Khan Academy, Shikkhok.com, YouTube Education।

১৭. অ্যালাইনমেন্ট প্রকার

Left, Right, Center, Justify—মোট ৪ প্রকার।

১৮. ইন্টারনেট কি?

বিশ্বব্যাপী নেটওয়ার্ক। শিক্ষা ক্ষেত্রে অনলাইন ক্লাস, রিসার্চ, লাইব্রেরি, ভিডিও লেকচার ইত্যাদিতে ইন্টারনেট গুরুত্বপূর্ণ।

১৯. নেটওয়ার্ক প্রকার

LAN, MAN, WAN—মোট ৩ প্রকার।

২০. প্রসেসর কি?

কম্পিউটারের মস্তিষ্ক। উপাদান: ALU, CU, Registers।

২১. মেমোরি প্রকার

Primary (RAM, ROM) এবং Secondary (HDD, SSD) মেমোরি।

২২. RAM ও ROM এর পার্থক্য

RAM অস্থায়ী, ROM স্থায়ী তথ্য রাখে।

২৩. পিডিএফ কি?

Portable Document Format – ফাইল শেয়ারিং ফরম্যাট।

২৪. ওয়েবসাইট কি?

ইন্টারনেটে তথ্যভিত্তিক পেজসমষ্টি।

২৫. ডেটা কমিউনিকেশন

ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর প্রক্রিয়া।

২৬. HTML কি?

ওয়েব পেজ তৈরির ভাষা—HyperText Markup Language।

২৭. URL কি?

ওয়েব ঠিকানা – Uniform Resource Locator।

২৮. সামাজিক যোগাযোগ মাধ্যম

Facebook, YouTube, Instagram, TikTok।

২৯. ডেবিট ও ক্রেডিট কার্ড

ডেবিট কার্ড – নিজের ব্যাংক ব্যালেন্স থেকে খরচ। ক্রেডিট কার্ড – ব্যাংকের ঋণ হিসেবে টাকা ব্যবহার।

৩০. ভার্চুয়াল ক্লাসরুম

অনলাইনে শিক্ষক-শিক্ষার্থীর ক্লাস।

৩১. ডকুমেন্ট প্রিন্ট করার নিয়ম

Ctrl+P → Printer Select → Page Setup → Print।

৩২. প্রোগ্রাম কি?

নির্দেশনার সমষ্টি যা কম্পিউটারকে কাজ করায়।

৩৩. অ্যালগরিদম ও ফ্লোচার্ট

অ্যালগরিদম – ধাপসমূহের বর্ণনা। ফ্লোচার্ট – চিত্র আকারে উপস্থাপন।

৩৪. ডকুমেন্ট ওপেন

File → Open অথবা Ctrl+O।

৩৫. ফোল্ডার তৈরি

Right Click → New → Folder।

৩৬. বাংলা লেখার সফটওয়্যার

অভ্র, বিজয়, গুগল ইনপুট টুলস।

৩৭. অভ্রতে যুক্তবর্ণ

হলন্ত (Shift+J) ব্যবহার করে যুক্তবর্ণ লেখা হয়।

৩৮. বাংলা ফন্ট

SutonnyMJ, Siyam Rupali, Kalpurush, SolaimanLipi।

৩৯. ইমেইল অ্যাকাউন্ট তৈরি

Gmail.com → Create Account → তথ্য পূরণ → Verify।

৪০. ই-কমার্স কি?

অনলাইনে পণ্য লেনদেন। উদাহরণ: Daraz, Amazon।

৪১. ই-বুক

ডিজিটাল বই। PDF, ePub ফরম্যাটে পাওয়া যায়।

৪২. মাদারবোর্ড

সব ডিভাইস সংযোগের মূল সার্কিট বোর্ড।

৪৩. CPU

Central Processing Unit – নির্দেশনা প্রক্রিয়াকরণ করে।

৪৪. হার্ডডিস্ক

কম্পিউটারের স্থায়ী সংরক্ষণ ডিভাইস।

৪৫. টেলিমেডিসিন

ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান।

৪৬. ক্রায়োসার্জারি

ঠান্ডা প্রয়োগ করে চিকিৎসা করার প্রযুক্তি।

৪৭. কৃত্রিম বুদ্ধিমত্তা

যন্ত্রকে মানুষের মতো চিন্তা করতে সক্ষম করার প্রযুক্তি।

৪৮. বিশ্বগ্রাম

ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকে একটি গ্রামে রূপান্তরিত ধারণা।

৪৯. রোবট

স্বয়ংক্রিয় যন্ত্র। ব্যবহার: কারখানা, চিকিৎসা, মহাকাশ, গৃহস্থালি।

৫০. তথ্যপ্রযুক্তি

তথ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবেশন ও ব্যবস্থাপনার প্রযুক্তিকে তথ্যপ্রযুক্তি বলে। উপকারিতা: দ্রুত তথ্য বিনিময়, শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ, গবেষণা।

Post a Comment

Previous Post Next Post